Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.২

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.২

৩য় অধ্যায় ২য় পর্ব {অধ্যায় - ৩ পদার্থের গঠন (প্রশ্ন নং ৫১ হতে ১০০)}
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ১ম পর্ব পড়তে পারেন-
  

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.২
৫১. প্রোটনের-
i. সংকেত H+
ii. আধান ঋনাত্মক
iii. ভর হাইড্রোজেনের ভরের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
৫২. আয়নে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা কত?
ক) 18
খ) 19
গ) 20
ঘ) 39
 

সঠিক উত্তর: (গ)
৫৩. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী?
ক) রাদার ফোর্ড
খ) নীলস্ বোর
গ) ম্যাকস ওয়েল
ঘ) মেন্ডেলিফ
 

সঠিক উত্তর: (খ)
৫৪. স্ক্যান্ডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 3
খ) 2
গ) 8
ঘ) 14
 

সঠিক উত্তর: (খ)
৫৫. দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) K
ঘ) L
 

সঠিক উত্তর: (ঘ)
৫৬. H- এর আইসোটোপসমূহ হচ্ছে-
i. হাইড্রোজেন
ii. ডিউটোরিয়াম
iii. ট্রিটিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৭. বিজ্ঞানী বোর পরমাণুর নতুন গঠন প্রদান করেন এ মতবাদ অনুযায়ী-
i. ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতিপয় বৃত্তাকার পথে পরিক্রমন করে
ii. কক্ষপথে অবস্থান কালে ইলেকট্রনসমূহ শক্তি শোষণ বা বিকিরণ করে না
iii. ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৮. Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8,14
গ) 2,8,14,2
ঘ) 2,8,8
 

সঠিক উত্তর: (খ)
৫৯. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক কোনটি?
ক) Pb
খ) Mn
গ) CI
ঘ) Co
 

সঠিক উত্তর: (ঘ)
৬০. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
ক) 12C
খ) 13C
গ) 14C
ঘ) 16C
 

সঠিক উত্তর: (গ)
৬১. অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 18
ঘ) 32
 

সঠিক উত্তর: (খ)
৬২. ইলেকট্রনসমূহ যে পথে ভ্রমণ করে থাকে তাকে কী বলে?
ক) ইলেকট্রন পথ
খ) শক্তিস্তর
গ) কুণ্ডলিত পথ
ঘ) পথ
 

সঠিক উত্তর: (খ)
৬৩. Fe2+ আয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) 26টি প্রোটন ও 28টি ইলেকট্রন
খ) 28টি প্রোটন ও 26টি ইলেকট্রন
গ) 26টি প্রোটন ও 24টি ইলেকট্রন
ঘ) 24টি প্রোটন ও 26টি ইলেকট্রন
 

সঠিক উত্তর: (গ)
৬৪. কোন মৌলের পরমাণুতে X সংখ্যক প্রোটন, Y সংখ্যক ইলেকট্রন ও Z সংখ্যক নিউট্রন বিদ্যমান হলে ঐ মৌলের ভর সংখ্যা কতটি?
ক) x+y
খ) x+z
গ) y+z
ঘ) x+y+z
 

সঠিক উত্তর: (খ)
৬৫. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং ভর সংখ্যা 27 হলে এর নিউট্রন সংখ্যা কতটি?
ক) 40
খ) 14
গ) 13
ঘ) 15
 

সঠিক উত্তর: (খ)
৬৬. নিয়নের নিউক্লিয়াসের কয়টি প্লোটন থাকে?
ক) 2
খ) 10
গ) 18
ঘ) 36
 

সঠিক উত্তর: (খ)
৬৭. তেজস্ক্রিয় আইসোটোপের বৈশিষ্ট্য কোনটি?
ক) x-ray বিকিরণ
খ) y-রশ্মি বিকিরণ
গ) রঞ্জন রশ্মি বিকিরণ
ঘ) অতিবেগুনী রশ্মি বিকিরণ
 

সঠিক উত্তর: (খ)
৬৮. নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর কতভাগ?
ক) এক লক্ষ ভাগের এক ভাগ
খ) এক কোটি ভাগের একভাগ
গ) এক হাজার ভাগের একভাগ
ঘ) দশ লক্ষ ভাগের এক ভাগ
 

সঠিক উত্তর: (ক)
৬৯. রাদারফোর্ডের পরমাণু মডেলের উক্তি কোনটি?
ক) পরমাণুর কেন্দ্র বিদ্যুৎ নিরপেক্ষ
খ) সৌরজগতের ন্যায় পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট
গ) পরমাণুর ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর নগণ্য
ঘ) নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধান নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে
 

সঠিক উত্তর: (ঘ)
৭০. গাইগার কাউন্টারে কোনটি ব্যবহৃত হয়?
ক) 30P
খ) 31P
গ) 32P
ঘ) 33P
 

সঠিক উত্তর: (গ)
৭১. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) হিলিয়াম
গ) হাইড্রোজেন
ঘ) ডিউটেরিয়াম
 

সঠিক উত্তর: (গ)
৭২. ল্যাটিন নাম থেকে সৃষ্ট প্রতীক-
i. Na
ii. Ca
iii. Cu
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
৭৩. M বা তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তরের বিন্যাস কোনটি?
ক) 2s,2p,3d
খ) 3s,3p,3f
গ) 3s,3p,3d
ঘ) Ms,Mp,Md
 

সঠিক উত্তর: (গ)
৭৪. একটি ক্ষারকীয় মৌল Z এর পারমাণবিক সংখ্যা 57 হলে উহার N শেলে কতটি ইলেকট্রন থাকে?
ক) 2
খ) 8
গ) 18
ঘ) 32
 

সঠিক উত্তর: (গ)
৭৫. এক ফোঁটা পানি উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দিলে কী ঘটে?
ক) শুকিয়ে সাদা পাউডারে পরিণত হয়
খ) ফুটতে থাকে
গ) পানির বন্ধন উত্তাপে বিয়োজিত হয়ে পরমাণুতে পরিণত হয়
ঘ) পানির অণুগুলো বিভক্ত হয়ে ছড়িয়ে যায়
 

সঠিক উত্তর: (ঘ)
৭৬. 21Sc এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,9,2
খ) 2,8,9,3
গ) 2,8,10,1
ঘ) 2,8,11
 

সঠিক উত্তর: (ক)
৭৭. আইসোটোপ সমূহের-
i. পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন
ii. রাসায়নিক ধর্ম একই
iii. একই মৌলের পরমাণু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৭৮. পরমাণুর সকল ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?
ক) নিউক্লিয়াসে
খ) প্লোটনে
গ) ইলেকট্রনে
ঘ) নিউট্রনে
 

সঠিক উত্তর: (ক)
৭৯. ইংরেজি প্রতীক কোনটি?
ক) Na
খ) Ca
গ) Pb
ঘ) Cu
 

সঠিক উত্তর: (খ)
৮০. প্রকৃতিতে পাওয়া যায় এমন আইসোটোপ হচ্ছে-
i. 14C
ii. 130Te
iii. 120N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৮১. N শেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি?
ক) 32
খ) 18
গ) 8
ঘ) 2
 

সঠিক উত্তর: (ক)
৮২. পারমাণবিক সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) A
ঘ) Z
 

সঠিক উত্তর: (ঘ)
৮৩. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
ক) 238Pu
খ) 12P
গ) 99Tc
ঘ) 50Co
 

সঠিক উত্তর: (খ)
৮৪. সোনার পারমাণবিক সংখ্যা কত?
ক) 89
খ) 69
গ) 59
ঘ) 79
 

সঠিক উত্তর: (ঘ)
৮৫. দেহের হাড় বেড়ে যাওয়া এবং ব্যাথার স্থান নির্ধারণে ব্যবহৃত হয়:
i. 99mTc
ii. 153Sm
iii. 89Sr
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৮৬. O2 এর আণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 20
ঘ) 32
 

সঠিক উত্তর: (ঘ)
৮৭. রাদারফোর্ডের পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন?
ক) বিটা কণা বিচ্ছুরণ
খ) a-কণা বিচ্ছুরণ
গ) y-রশ্মি বিকিরণ
ঘ) Uv-রশ্মি বিচ্ছুরণ
 

সঠিক উত্তর: (খ)
৮৮. স্বাভাবিক অবস্থায় পরমাণুর স্থায়ী কণিকার ক্ষেত্রে কোনটি সত্য?
ক) প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
গ) নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা সমান
ঘ) প্রোটনের ও ইলেকট্রনের সংখ্যা ভিন্ন
 

সঠিক উত্তর: (ক)
৮৯. 2,8,18,8 ইলকট্রন বিন্যাস কোনটির?
ক) আর্গন
খ) ক্রিপ্টন
গ) রেডন
ঘ) নিয়ন
 

সঠিক উত্তর: (খ)
৯০. H2SO4 এর আণবিক ভর কত?
ক) 32
খ) 64
গ) 90
ঘ) 98
 

সঠিক উত্তর: (ঘ)
৯১. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে?
ক) N শেলে
খ) M শেলে
গ) L শেলে
ঘ) K শেলে
 

সঠিক উত্তর: (ক)
৯২. নিউক্লিয়াসের ব্যাস কত?
ক) 108cm
খ) 1010cm
গ) 10-10cm
ঘ) 10-15cm
 

সঠিক উত্তর: (ঘ)
৯৩. খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়-
i. y-রশ্মি
ii. 60Co
iii. C-14
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৯৪. কে ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক
খ) থমসন
গ) বাদার ফোর্ড
ঘ) অ্যাভোগেড্রো
 

সঠিক উত্তর: (খ)
৯৫. পরমানুর কেন্দ্রে কোনটি আছে?
ক) ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণা
খ) শক্তিস্তর
গ) কেন্দ্রমুখী বল
ঘ) কেন্দ্রাতিগ বল
 

সঠিক উত্তর: (ক)
৯৬. প্রদত্ত মৌলদ্বয় পরস্পরের কী?
ক) আইসোটোপ
খ) আইসোটোন
গ) আইসোবার
ঘ) আইসোমার
 

সঠিক উত্তর: (ক)
৯৭. উদ্দীপকের পরমাণুর আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন
ii. উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান
iii. উভয় মৌলের নিউট্রন সংখ্যা অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৯৮. নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) ২,৩
খ) ২,৫
গ) ২,৭
ঘ) ২,৮
 

সঠিক উত্তর: (খ)
৯৯. ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 বিশিষ্ট মৌলের পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
ক) চতুর্থ পর্যায়ে IIA গ্রুপে
খ) পঞ্চম পর্যায়ে IIA গ্রুপে
গ) তৃতীয় পর্যায়ে IIA গ্রুপে
ঘ) ষষ্ঠ পর্যায়ে IIA গ্রুপে
 

সঠিক উত্তর: (খ)
১০০. কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) আয়ন
 

সঠিক উত্তর: (খ)



SHARE THIS

Author:

Previous Post
Next Post