Physics MCQ for S.S.C- পদার্থ মডেল- ১.১

দশম শ্রেণির পদার্থ-MCQ

১ম অধ্যায় ১ম পর্ব {অধ্যায় - ১ ভৌত রাশি ও পরিমাপ (প্রশ্ন নং ০১ থেকে ৫১)}

১. গ্যালিলিও সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সরণ, গতি, ত্বরণ ও সময়ের সম্পর্ক নির্ধারণ করেন
ii. বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন
iii. গণিতের নতুন শাখার ক্যালকুলাসের আবিষ্কারক
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
 
ঘ) i, ii, ও iii
                                                                                                                                                       
সঠিক উত্তর: (ক)
২. গুণনে প্রাপ্ত লব্ধ একক লিখতে দুই এককের মাঝে কোনটি দিতে হয়?
ক) গুণ চিহ্ন
খ) যতি চিহ্ন
গ) একটি ফাঁক
ঘ) ফুলস্টপ
 
সঠিক উত্তর: (গ)
৩. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন –
ক) রবার্ট হুক
খ) স্নেল
গ) ডা. গিলবার্ট
ঘ) হাইগেন
 
সঠিক উত্তর: (গ)
৪. এককের সংকেত কোন অক্ষরে লিখতে হয়?
ক) ইটালিক
খ) গ্রিক
গ) চায়নিজ
ঘ) রোমান
 
সঠিক উত্তর: (ঘ)
৫. লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন?
ক) থেলিস
খ) পিথাগোরাস
গ) ডেমোক্রিটাস
ঘ) অ্যারিস্টাকার্স
 
সঠিক উত্তর: (ক)
৬. নিউটনের অবদান –
i. গণিতে
ii. বলবিদ্যায়
iii. আলোকবিদ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
৭. এককের এস.আই পদ্ধতির ক্ষেত্রে –
i. এ পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে
ii. এ পদ্ধতির পূর্বে তিনটি পদ্ধতি চালু ছিল
iii. এ পদ্ধতিতে মৌলিক রাশি পাঁচটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
৮. পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় –
i. পদার্থ
ii. শক্তি
iii. জীবজগৎ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
৯. কোনো ঘটনা কখন এবং কতক্ষণ ঘরে ঘটেছে বুঝতে নিচের কোনটি সম্পর্কে ধারণা প্রয়োজন?
ক) স্থান
খ) বস্তু
গ) পাত্র
ঘ) সময়
 
সঠিক উত্তর: (ঘ)
১০. S = ut +1/2 at2 সমীকরণে –
i. S হলো সরণ, এর মাত্রা, L
ii. a হলো সরণ, এর মাত্রা, LT-2
iii. t হলো সময়, এর মাত্রা, T
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
১১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদটি প্রদান করেন –
i. আল হাজেন
ii. টলেমি
iii. প্রাচীন বিজ্ঞানীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (খ)
১২. মৌলিক একক –
i. কালের বিবর্তনে পরিবর্তন হবে না
ii. প্রাকৃতিক কারণে পরিবর্তন হবে না
iii. সহজে পুনরুৎপাদন করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
১৩. ভার্নিয়ার ধ্রুবক –
i. কে সাধারণত VC লেখা হয়
ii. s/n রাশি দ্বারা এর মান নির্ণয় করা হয়
iii. প্রধান স্কেলের ক্ষুদ্রতম একভাগ এবং ভার্নিয়ারের একভাগের পার্থক্যের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
১৪. ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোড সংকেত পাঠান কে?
ক) হেনরিক হার্জ
খ) লেঞ্জ
গ) মার্কনী
ঘ) জগদীশ চন্দ্র বসু
 
সঠিক উত্তর: (গ)
১৫. দীপন ক্ষমতা কোন প্রকার রাশি?
ক) লব্ধ
খ) মৌলিক
গ) মিশ্রণ
ঘ) যৌগিক
 
সঠিক উত্তর: (খ)
১৬. পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 
সঠিক উত্তর: (খ)
১৭. মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় –
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) ভার্নিয়ার ক্যালিপার্স
ঘ) স্ক্রু গজ
 
সঠিক উত্তর: (খ)
১৮. গোলীয় দর্পণের সাহায্যে কীভাবে আগুন ধরানো যায়?
ক) সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করে
খ) সূর্যের রশ্মিকে ছড়িয়ে দিয়ে
গ) সূর্যের রশ্মিকে পরিশ্রুত করে
ঘ) সূর্যের রশ্মিকে বিকিরিত করে
 
সঠিক উত্তর: (ক)
১৯. ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কিভাবে প্রকাশ করা হয়?
ক) ধনাত্মক সূচকে
খ) ঋণাত্মক সূচকে
গ) উপসর্গের মাধ্যমে
ঘ) ভাগ চিহ্ন দিয়ে
 
সঠিক উত্তর: (খ)
২০. পদার্থবিজ্ঞানে ব্যবহৃত –
i. কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে
ii. কোনো রাশির সংকেত লিখতে হয় বাঁকা হরফে
iii. রাশির সংকেত লেখার কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা গরুত্বপূর্ণ নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
২১. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) রিস্ট ওয়াচ
খ) স্টপ ওয়াচ
গ) ওয়াল ক্লক
ঘ) টেবিল ক্লক
 
সঠিক উত্তর: (খ)
২২. at2 এর মাত্রা কোনটি?
ক) L
খ) LT2
গ) LT-2
ঘ) T
 
সঠিক উত্তর: (ক)
২৩. এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে কয়টি পদ্ধতি চালু ছিল?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
 
সঠিক উত্তর: (খ)
২৪. আল মাসুদী কত সালে মারা যান?
ক) ৮৯৬
খ) ৯৫৬
গ) ৯৬৫
ঘ) ১০৩৮
 
সঠিক উত্তর: (খ)
২৫. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?
ক) 6.9 সে.মি.
খ) 6.3 সে.মি.
গ) 3.9 সে.মি.
ঘ) 3.6 সে.মি.
 
সঠিক উত্তর: (গ)
২৬. বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক কীভাবে প্রকাশ করা হয়?
ক) পরিসংখ্যানগত ভাবে
খ) পরিমাণগতভাবে
গ) সংখ্যাগতভাবে
ঘ) অর্থনৈতিকভাবে
 
সঠিক উত্তর: (খ)
২৭. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক) নিউটন
খ) হকিংস
গ) জেমস ওয়াট
ঘ) হেনরিখ হার্জ
 
সঠিক উত্তর: (গ)
২৮. তড়িৎক্ষেত্রে ও চৌম্বকক্ষেত্রকে একীভূত করে তাড়িতচৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে?
ক) ফ্যারাডে
খ) ওয়েরস্টেড
গ) জগদীশ চন্দ্র বসু
ঘ) ম্যাক্সওয়েল
 

সঠিক উত্তর: (ঘ)
২৯. মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ?
ক) পরিমাপের
খ) পরিমাপের এককের
গ) রাশির
ঘ) দৈর্ঘ্য, ভর
 

সঠিক উত্তর: (খ)
৩০. ৩২০। নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন
ii. স্টিবেন ওয়াইনবার্গ একজন ইংরেজ পদার্থবিদ
iii. জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
৩১. তাড়িত দুর্বল বল আবিষ্কার করেন –
i. আবদুস সালাম
ii. স্টিভেন ওয়াইনবার্গ
iii. কোলডন গ্লাশো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৩২. নিচের কোন রাশিটির একক লব্ধ একক?
ক) ভর
খ) পদার্থের পরিমাণ
গ) ক্ষেত্রফল
ঘ) দৈর্ঘ্য
 

সঠিক উত্তর: (ক)
৩৩. বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত?
ক) 0.02 মি.মি.
খ) 0.04 মি.মি.
গ) 40 মি.মি.
ঘ) 50 মি.মি.
 

সঠিক উত্তর: (ক)
৩৪. আবিষ্কারের সাথে বিজ্ঞানীদের নাম উল্লেখ করা হলো –
i. বাষ্পীয় ইঞ্জিন – জেমস ওয়াট
ii. কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্লাঙ্ক
iii. এক্সরে – রন্টজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৩৫. প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) আবদুস সালাম
গ) কোলন্ডন স্প্লাশো
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
 

সঠিক উত্তর: (ঘ)
৩৬. দশের সূচকের ব্যবহার সম্পর্কিত নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. আলোর দ্রুতি
ii. 10-3 = 0.0001
iii. 10m 10n = 10m+n
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
৩৭. আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে?
ক) মাইকেল ফ্যারাডে
খ) হাইগেন
গ) ম্যাক্সওয়েল
ঘ) হেনরী
 

সঠিক উত্তর: (গ)
৩৮. কোনটির আবিষ্কার কোষ জীববিদ্যায় বিপ্লব এনেছে?
ক) ইলেকট্রনিক মাইক্রোস্কোপ
খ) কৃত্রিম উপগ্রহ
গ) কম্পিউটার
ঘ) লাইট মাইক্রোস্কোপ
 

সঠিক উত্তর: (ক)
৩৯. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের প্রধান শাখা?
ক) ইলেকট্রনিক্স
খ) বলবিজ্ঞান
গ) আলোকবিজ্ঞান
ঘ) সবকয়টি
 

সঠিক উত্তর: (ঘ)
৪০. 4 ন্যানো সেকেন্ড এর সঠিক সংকেত কোনটি?
ক) 4 NS
খ) 4 nS
গ) 4 ns
ঘ) 4Ns
 

সঠিক উত্তর: (গ)
৪১. স্নেল সম্পর্কিত সঠিক বাক্য হলো –
i. স্নেল জার্মানির অধিবাসী
ii. আলোর প্রতিফলনের সূত্রের আবিষ্কারক
iii. চুম্বকত্ব নিয়ে গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
৪২. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?
ক) থেলিস
খ) অ্যারিস্টার্কাস
গ) গ্যালিলিও
ঘ) আর্কিমিডিস
 

সঠিক উত্তর: (ঘ)
৪৩. বোসন কী ধরনের কণা?
ক) মৌলিক কণা
খ) যৌগিক কণা
গ) রাসায়নিক কণা
ঘ) দুর্বল কণা
 

সঠিক উত্তর: (ক)
৪৪. কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?
ক) IV
খ) mol
গ) cd
ঘ) A
 

সঠিক উত্তর: (গ)
৪৫. বিংশ শতাব্দীতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিকাশ লাভ করেছে –
i. কোয়ান্টাম তত্ত্ব
ii. বোর তত্ত্ব
iii. আপেক্ষিক তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
৪৬. পরমাণুর নিউক্লিয়াস আহিত থাকে –
ক) ঋণাত্মকভাবে
খ) নিশ্চলভাবে
গ) ধনাত্মকভাবে
ঘ) নিরপেক্ষভাবে
 

সঠিক উত্তর: (গ)
৪৭. শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল?
ক) আমেরিকায়
খ) ইউরোপে
গ) এশিয়ায়
ঘ) আফ্রিকায়
 

সঠিক উত্তর: (খ)
৪৮. নিচের কোনটি লব্ধ রাশি?
ক) ভর
খ) তাপমাত্রা
গ) দৈর্ঘ্য
ঘ) বল
 

সঠিক উত্তর: (ঘ)
৪৯. পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় –
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. মনোবিজ্ঞানে
iii. রাষ্ট্রবিজ্ঞানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৫০. বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কোন সময়কে?
ক) আর্কিমিডিসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
খ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
গ) আর্কিমিডিসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
ঘ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
 

সঠিক উত্তর: (ক)

To know more information contact with us Or make a call to 01911-977800

SHARE THIS

Author:

Previous Post
Next Post