Forget Your Password? Don't Worry--- Here is the Solution-
কস্পিউটার কিংবা বায়োস এর পাসওয়ার্ড হারিয়ে গেলে কোন চিন্তা নাই। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, এবং তার মধ্যে যারা বায়োস বা কম্পিউটার এ পাসওয়ার্ড দিয়ে রাখি তারা মাঝে মধ্যেই এমন সমস্যায় পড়ি। পাসওয়ার্ড ভুলে যাই বা হারিয়ে ফেলি। যখন আমরা এমন সমস্যায় পরি তখন আমরা খুব চিন্তিত হয়ে পরি। কিন্তু আসলে চিন্তিত হওয়ার কিছু নাই। এই সমস্যা মাত্র ১০ মিনিটেই সমাধান করা যায়। এই সমস্যার সমাধান ২ টি উপায়ে করা যায়।
১. এক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার কম্পিউটার এর কেসিং খুলতে হবে। তারপর মাদার-বোর্ড থেকে সিমস (CMOS) ব্যাটারি টি ৫ মিনিট এর জন্য খুলে ফেলতে হবে। ব্যাস আপনার কাজ শেষ। এরপর আবার ব্যাটারি টি আগের জায়গায় লাগিয়ে দিন। আশা করি এতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও যদি না হয় তাহলে পরের টেকনিক টা অনুসরণ করুন।
২. যদি আগের টেকনিক এ আপনার সমস্যার সমাধান না হয় তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান । এই পদ্ধতিতে আপনাকে বায়স জাম্পারের সাথে কাজ করতে হবে। । কিন্তু আপনি যদি এটা করতে ভয় পেয়ে থাকেন তা হলে একজন এক্সপার্ট এর সাহায্য নিতে পারেন। শুধু জাম্পার টা খুলুন এবং এটি অন্য ২ টা পিন এর সাথে লাগিয়ে দিন। যদি এখন আপনার পিন নাম্বার ১ ও ২ থাকে তাইলে ৩ ও ৪ নাম্বার পিন এর সাথে লাগিয়ে দিন । মানে, যদি এখন আপনার পিন নাম্বার ১ ও ২ হয় তাহলে ৩ ও ৪ নাম্বার ব্যবহার করুন, এবং কম্পিউটার রিস্টার্ট দেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার বায়স ডিফল্ট সেটিং এ চলে আসছে। এর পর পুনরায় জাম্পার টি ১ ও ২ নাম্বার পিন এ ঢুকিয়ে দিন, ব্যাস আপনার সমস্যার সমাধান এখানেই শেষ। আপনার বায়োস সেটিং আবার নতুন হয়ে গেল। এখন পাসওয়ার্ড মুক্ত হয়ে গেল আপনার কম্পিউটার বা বায়োস। ইচ্ছে করলে আবার নতুন পাসওয়ার্ড দিতে পারেন অথবা এভাবেই পাসওয়ার্ড মুক্ত রাখতে পারেন আপনার কম্পিউটার কিংবা কম্পিউটারের বায়োস। ধন্যবাদ।
To know more information contact with us Or make a call to 0911-977800