Geography MCQ for SSC - ভূগোল - ১.১


নবম-দশম শ্রেণির ভূগোল
১ম অধ্যায়ঃ (ভূগোল ও পরিবেশ )- ১ম পর্ব 
প্রশ্ন সংখ্যা (০১ হতে ৫০)




Geography MCQ for SSC - ভূগোল - ১.১
১. মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হচ্ছে-
i. মাটি, পানি
ii. বায়ু
iii. উদ্ভিদ ও প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
২. নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়?
ক) মূল্যবোধ
খ) শিক্ষা
গ) মানুষ
ঘ) অর্থনীতি
 

সঠিক উত্তর: (গ)
৩. প্রথম ‘Geography’ শব্দটি ব্যবহার করেন কোন ভূগোলবিদ?
ক) টলেমি
খ) ডাডলি স্ট্যাম্প
গ) ইরাটসথেনিস
ঘ) কার্ল রিটার
 

সঠিক উত্তর: (গ)
৪. “পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট মানুষকে ঘিরে থাকা সকল অবস্তার যোগফল বোঝায়।”-কে সজ্ঞাটি দিয়েছেন?
ক) আর্মস
খ) পিটার হ্যাগেট
গ) পার্ক
ঘ) ম্যাকটি
 

সঠিক উত্তর: (গ)
৫. ভুগোলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
 

সঠিক উত্তর: (ক)
৬. অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন। এক্ষেত্রে ভূগোলের অন্তর্ভুক্ত হবে-
i. ভৌত পরিবেশ মানুষের কার্মকান্ড
ii. সামাজিক পরিবেশে মানুষের জীবনধারা
iii. ভৌত ও সামাজিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৭. পরিবেশ কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
 

সঠিক উত্তর: (ক)
৮. মানুষ এ পৃথিবীতে-
i. বাস করে
ii. জীবনযাত্রা নির্বাহ করে
iii. বিচরণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৯. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন?
ক) পৃথিবীর জ্ঞান ভান্ডার
খ) পৃথিবীর জ্ঞানের আধান
গ) পৃথিবীর বর্ণনা
ঘ) পৃথিবীর বিজ্ঞান
 

সঠিক উত্তর: (ঘ)
১০. ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে-
i. পরিবেশের বিজ্ঞান
ii. সমাজের বিজ্ঞান
iii. নৃবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১১. ‘মহাবিশ্বের বিভিন্ন জ্যোতিষ্কের সৃষ্টি ও বিবর্তন’ ভূগোলের কোন শাখার অন্তর্ভূক্ত?
ক) ঐতিহাসিক ভূগোল
খ) সামাজিক ভূগোল
গ) গাণিতিক ভূগোল
ঘ) প্রাকৃতিক ভূগোল
 

সঠিক উত্তর: (গ)
১২. নিচের কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়?
ক) বায়ু
খ) আর্দ্রতা
গ) গাছপালা
ঘ) আলো
 

সঠিক উত্তর: (গ)
১৩. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
i. প্রকৃতি
ii. শক্তি
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৪. ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে-
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. সামাজিক মূল্যবোধের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৫. কোনটি জীব ভূগোলের অন্তর্ভূক্ত?
ক) ব্যবসা-বাণিজ্য পরিচালনা
খ) উদ্ভিদ ও জীবজন্তু
গ) অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ) শহরের ক্রমবিকাশ
 

সঠিক উত্তর: (খ)
১৬. পৃথিবীর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের অন্তর্ভূক্ত?
ক) প্রাকৃতিক ভূগোল
খ) রাজনৈতিক ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল
ঘ) ঐতিহাসিক ভূগোল
 

সঠিক উত্তর: (ক)
১৭. “মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল”। -উক্তিটি কার?
ক) অধ্যাপক ম্যাকলি
খ) ইরাটসথেনিস
গ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
ঘ) রিচার্ড হার্টশোন
 

সঠিক উত্তর: (ক)
১৮. মানুষ ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার আলোচনা ভূগোলের প্রধান কার্য-
i. কার্যকারণ উদঘাটন করা
ii. পৃথিবীর বর্ণনা দেওয়া
iii. পরিবেশের বিশ্লেষণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৯. পূর্বে ভূগোলকে কয়ভাগে ভাগ করা হত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (ক)
২০. “ভৌত ও সামাজিক পরিবেশ মানুষের কার্মকান্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল।”-কে বলেছেন?
ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
খ) অধ্যাপক ম্যাকনি
গ) কর্ল রিটার
ঘ) রিচার্ড হার্টশোন
 

সঠিক উত্তর: (খ)
২১. ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে নানান প্রজাতির উদ্ভিদের সংস্থান, এদের ভৌগোলিক কারণ অণ্বেষন করে থাকে কোন ভূগোল?
ক) অর্থনৈতিক ভূগোল
খ) রাজনৈতিক ভূগোল
গ) ঐতিহাসিক ভূগোল
ঘ) উদ্ভিদ ভূগোল
 

সঠিক উত্তর: (ঘ)
২২. প্রথম দিকে ভূগোলকে কয় ভাগে ভাগ করা হতো?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
 

সঠিক উত্তর: (খ)
২৩. পরিবেশের উপাদান কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
 

সঠিক উত্তর: (ক)
২৪. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়-
ক) ভূগোল
খ) পরিবেশ
গ) সমাজ
ঘ) সংস্কৃতি
 

সঠিক উত্তর: (খ)
২৫. গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোল কোন শাখায় আলোচিত হয়?
ক) আঞ্চলিক
খ) ঐতিহাসিক
গ) সামাজিক
ঘ) জনসংখ্যা
 

সঠিক উত্তর: (গ)
২৬. ভূগোল ও পরিবেশ পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়-
ক) কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে
খ) কীভাবে শিল্পের উদ্ভব হয়েছে
গ) কীভাবে মানুষের উদ্ভব হয়েছে
ঘ) কীভাবে ব্যবসায়-বাণিজ্যের উদ্ভব হয়েছে
 

সঠিক উত্তর: (ক)
২৭. মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে কোন ধরনের অবস্থা বিরাজমান?
ক) অর্থনৈতিক
খ) রাজনৈতিক
গ) আর্থ-সামাজিক
ঘ) পারিপার্শ্বিক
 

সঠিক উত্তর: (ঘ)
২৮. জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কী?
ক) জীব পরিবেশ
খ) ভৌত পরিবেশ
গ) প্রাকৃতিক পরিবেশ
ঘ) সামাজিক পরিবেশ
 

সঠিক উত্তর: (ক)
২৯. তোমার প্রাণিজগতের বৈচিত্র সম্পর্কে ভীষণ আগ্রহ। এ আগ্রহ মেটাতে তুমি কী করতে পার?
ক) আঞ্চলিক ভূগোল অধ্যয়ন
খ) প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন
গ) প্রাণী ভূগোল অধ্যয়ন
ঘ) সামাজিক ভূগোল অধ্যয়ন
 

সঠিক উত্তর: (গ)
৩০. মানুষের কর্মকান্ডের ফলে সৃষ্ট পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে?
ক) মানুষের কর্ম ও ব্যস্ততায়
খ) মানুষের অসীম বুদ্ধিমত্তায়
গ) মানুষের আচার-আচরণে
ঘ) মানুষের টিকে থাকায়
 

সঠিক উত্তর: (ক)
৩১. পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অবিহিত করেন?
ক) জৈব ও প্রাকৃতিক অবস্থা
খ) অজৈব ও সামাজিক অবস্থা
গ) জৈব ও অজৈব অবস্থা
ঘ) অজৈব ও পারিবারিক অবস্থা
 

সঠিক উত্তর: (ক)
৩২. জড় ও জীব উপাদান নিয়ে গঠিত-
i. ভৌত পরিবেশ
ii. প্রাকৃতিক পরিবেশ
iii. সামাজিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৩৩. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে?
ক) ভৌত পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) প্রাকৃতিক পরিবেশ
ঘ) ভৌত ও প্রাকৃতিক পরিবেশ
 

সঠিক উত্তর: (ঘ)
৩৪. যে জিনিস প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাহলো-
i. রাস্তাঘাট নির্মাণ
ii. অফিস আদালত নির্মাণ
iii. শহর বন্দর নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৩৫. নিচের কোনটি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত?
ক) ভূমিরুপবিদ্যা
খ) সমুদ্রবিদ্যা
গ) অর্থনীতি
ঘ) সবকটি
 

সঠিক উত্তর: (ঘ)
৩৬. অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান জানা আবশ্যক?
ক) ভূতত্ত্ব
খ) অর্থনীতি
গ) ভূগোল
ঘ) সমাজবিজ্ঞান
 

সঠিক উত্তর: (গ)
৩৭. প্রাণিজগতের বৈচিত্রের কারণ অনুসন্ধান করা হয় কোন ভূগোলে?
ক) রাজনৈতিক ভূগোল
খ) আঞ্চলিক ভূগোল
গ) প্রাণী ভূগোল
ঘ) মানবিক ভূগোল
 

সঠিক উত্তর: (গ)
৩৮. ভূগোলের কোন শাখায় জ্ঞানের প্রয়োগে তুমি নতুন কোনো অঞ্চলের মানুষের জীবনধারা সম্পর্কে জানতে পারবে?
ক) প্রাকৃতিক ভূগোল
খ) অর্থনৈতিক ভূগোল
গ) রাজনৈতিক ভূগোল
ঘ) মানব-ভূগোল
 

সঠিক উত্তর: (ঘ)
৩৯. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান ১৯৬৫ ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে?
ক) বিজ্ঞান একাডেমি
খ) ভূগোল একাডেমি
গ) ভূগোল ও পরিবেশ একাডেমি
ঘ) ভূগোল বিদ্যা একাডেমি
 

সঠিক উত্তর: (ক)
৪০. ভূগোল মানব সম্প্রদায় ও পরিবেশের ব্যাপক মিথস্ক্রিয়ার এক উপলব্ধি। এ প্রেক্ষিতে কোন ভূগোলবিদের উপলব্ধি স্মরণীয়?
ক) অ্যাকারমেন
খ) হার্টশোন
গ) ম্যাকনি
ঘ) রিটার
 

সঠিক উত্তর: (ক)
৪১. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়-
i. কৃষিকাজ
ii. শহর ও নগর
iii. বনজ সম্পদ ও খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
৪২. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মত অনুযায়ী ভূগোল হলো-
i. পৃথিবীর বর্ণনা
ii. পৃথিবীর অধিবাসীর বর্ণনা
iii. সাগর ও মহাসাগরের বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৪৩. ভূগোলশাস্ত্র পাঠকালীন পরিবেশ বলতে তুমি বুঝবে-
i. মানুষকে ঘিরে থাকা সকল অবস্থা
ii. প্রকৃতির সকল দান
iii. মানুষকে ঘিরে থাকা সকল আদর্শ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৪৪. কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচনার বহির্ভূত?
ক) বায়ুমন্ডল
খ) বারিমন্ডল
গ) জলবায়ু
ঘ) খনিজ সম্পদ সংগ্রহ
 

সঠিক উত্তর: (ঘ)
৪৫. সর্বপ্রথম কে ‘Geography’ কথাটি ব্যবহার করেন?
ক) ভিডাল-ডি-লাব্লাশ
খ) অধ্যাপক ম্যাকনি
গ) কার্ল রিটার
ঘ) ইরাটসথেনিস
 

সঠিক উত্তর: (ঘ)
৪৬. নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় নয়?
ক) ভূমিরূপ
খ) পরিবহন
গ) বায়ুমন্ডল
ঘ) বারিমন্ডল
 

সঠিক উত্তর: (খ)
৪৭. রিচার্ড হার্টশোনের মতে ভূগোলে পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোর বিবরণ কীভাবে তুলে ধরা হয়?
ক) যুক্তিসংগতভাবে
খ) অবিন্যস্তভাবে
গ) শৃঙ্খলাবদ্ধভাবে
ঘ) একতাবদ্ধভাবে
 

সঠিক উত্তর: (ক)
৪৮. ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে?
ক) অধ্যাপক ম্যাকনি
খ) অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ) অধ্যাপক কার্ল রিটার
ঘ) অধ্যাপক ভন হামবোল্ট
 

সঠিক উত্তর: (গ)
৪৯. প্রাকৃতিক পরিবেশের উপাদান হতে পারে-
i. নদী
ii. প্রতিষ্ঠান
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
৫০. অ্যাকারমেন কোন দেশের ভূগোলবিদ?
ক) ইংল্যান্ড
খ) ফ্রান্স
গ) জার্মানি
ঘ) যুক্তরাষ্ট্র
 

সঠিক উত্তর: (ঘ)


SHARE THIS

Author:

Previous Post
Next Post