Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৩


নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-২.
২য় অধ্যায় ৩য় পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ১০১ থেকে ১৫০)}
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৩
১০১. সরণের মাত্রা কোনটি
ক) S
খ) M
গ) L
ঘ) F
 

সঠিক উত্তর: (গ)
১০২. কোনটি ভেক্টর রাশি?
i. সরণ, বেগ, অভিকর্ষজ ত্বরণ
ii. ত্বরণ, মন্দন, ভরবেগ
iii. কাজ, ক্ষমতা, শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১০৩. একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3m অতিক্রম করল। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত?
ক) 2m
খ) 3m
গ) 4m
ঘ) 5m
 

সঠিক উত্তর: (ক)
১০৪. কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে কী বলে?
ক) সমবেগ
খ) সমত্বরণ
গ) অসম ত্বরণ
ঘ) অসমবেগ
 

সঠিক উত্তর: (খ)
১০৫. স্থির অবস্থান থেকে চলন্ত একটি ট্রেনে কত ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 10s সময়ে 20ms-1 হবে?
ক) 3 ms-2
খ) 5 ms-2
গ) 2 ms-2
ঘ) 4 ms-2
 

সঠিক উত্তর: (গ)
১০৬. দ্রুতির একক কোনটি?
ক) ms-1
খ) ms-2
গ) m
ঘ) (ms)-1
 

সঠিক উত্তর: (ক)
১০৭. যেসকল ভৌত রাশির শুধু মান আছে তাদেরকে বলা হয় –
ক) দিক রাশি
খ) ভেক্টর রাশি
গ) স্কেলার রাশি
ঘ) পূর্ণ রাশি
 

সঠিক উত্তর: (গ)
১০৮. মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু –
i. সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. ভিন্ন ভিন্ন সময়ে ভূ-পৃষ্ঠে পৌঁছে
iii. এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১০৯. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে –
i. বৃত্তাকার
ii. উপবৃত্তাকার
iii. সরল রৈখিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১১০. মধ্যাকর্ষণের প্রভাবে 500 m উঁচু স্থান হতে পড়ন্ত কোনো বস্তু –
i. 4s এ বেগ প্রাপ্ত হয় 39.2 m/s
ii. ভূমিতে পড়তে সময় নেয় 20 s
iii. 4s এ দূরত্ব অতিক্রম করে 78.4 m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১১১. দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি স্কেলার রাশি
ii. এটি নির্ণয়ে শুধু রাশির মানই বিবেচ্য
iii. এটি প্রকাশে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১১২. ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায় –
i. গড় মন্দন
ii. প্রকৃত মন্দন
iii. তাৎক্ষণিক মন্দন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১১৩. টেবিলের x, y, z – এর মানের পর্যাক্রম কোনটি? বস্তু আদিবেগ (m/s) শেষ বেগ (m/s) সময় (s) ত্বরণ (ms-2) চিতাবাঘ 0 30 5 x বাস দুর্ঘটনা 60 0 Y -15 রকেট 450 750 100 z
ক) 6, 2, 3
খ) 2, 6, 3
গ) 3, 2, 6
ঘ) 6, 2, 5
 

সঠিক উত্তর: (ক)
১১৪. 450 অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মান কত?
ক) 9.78918 ms-2
খ) 9.83217 ms-2
গ) 9.80665 ms-2
ঘ) 9.72851 ms-2
 

সঠিক উত্তর: (গ)
১১৫. কোনো সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84m পশ্চাৎ হতে 20ms-1 সমবেগে তার দিকে যাত্রা করল। একই সময় ইঞ্জিনটি 2ms-2 সমত্বরণে সামনের দিকে চলা শুরু করল। তাহলে এরা –
i. 6s পর মিলিত হবে
ii. 14s পর মিলিত হবে
iii. আর কখনো মিলিত হবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১১৬. চলমান একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তার দ্রুতিকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) সুষম ত্বরণ
ঘ) সুষম বেগ
 

সঠিক উত্তর: (খ)
১১৭. স্পন্দন গতি হচ্ছে –
i. সরল দোলকের গতি
ii. কম্পনশীল সুরশলাকার গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১১৮. স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাঁধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) সবগুলো
 

সঠিক উত্তর: (ক)
১১৯. সরণ নির্ভর করে –
i. সরলরৈখিক মানের উপর
ii. দিকের উপর
iii. বস্তুর গতিপথের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১২০. গতির সমীকরণ কয়টি?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
 

সঠিক উত্তর: (খ)
১২১. আশিক তার বাসা থেকে পূর্ব দিকে 200m গিয়ে বাজার করল এতে আশিকের –
i. বেগ 200m
ii. সরণ 200m
iii. প্রকৃত অবস্থান নির্ণয় করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১২২. কোনো রাশিকে সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে কোনটি প্রকাশ করা হয়?
ক) ভেক্টর রাশি
খ) স্কেলার রাশি
গ) মৌলিক রাশি
ঘ) আদিক রাশি
 

সঠিক উত্তর: (ক)
১২৩. নিচের কোনটি চলন গতির উদাহরণ?
ক) চলন্ত ট্রাকের গতি
খ) বৈদ্যুতিক পাখার গতি
গ) ঘড়ির কাঁটার গতি
ঘ) সরল দোলকের গতি
 

সঠিক উত্তর: (ক)
১২৪. সময়ের সীমান্ত মান যখন শূন্যের কাছাকাছি তখন যে দ্রুতি হয় তাকে কী বলে?
ক) দ্রুতি
খ) তাৎক্ষণিক দ্রুতি
গ) তাৎক্ষণিক ত্বরণ
ঘ) তাৎক্ষণিক সরণ
 

সঠিক উত্তর: (খ)
১২৫. যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে সকাল 7 টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 km পথ অতিক্রম করে তবে তার গড় দ্রুতি কত?
ক) 50 kmh-1
খ) 40 kmh-1
গ) 60 kmh-1
ঘ) 55 kmh-1
 

সঠিক উত্তর: (ক)
১২৬. কোনো বস্তু পরম গতিশীল হয় যখন প্রসঙ্গ বস্তুটি –
ক) পরম স্থিতিশীল
খ) স্থিতিশীল
গ) পরম গতিশীল
ঘ) গতিশীল
 

সঠিক উত্তর: (গ)
১২৭. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ সম্পর্কে কোন বিজ্ঞানী একটি সূত্র দেন?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) আর্কিমিডিস
ঘ) থেলিস
 

সঠিক উত্তর: (ক)
১২৮. একটি পড়ন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 24.5 m
খ) 44.1 m
গ) 49.0 m
ঘ) 245 m
 

সঠিক উত্তর: (খ)
১২৯. একটি নিক্ষিপ্ত বস্তুর তাৎক্ষণিক বেগের অভিমুখ কোন দিকে হয়?
ক) অনুভূমিক দিকে
খ) বিচরণ পথের লম্ব বরাবর
গ) উল্লম্ব দিকে
ঘ) বিচরণ পথের স্পর্শক বরাবর
 

সঠিক উত্তর: (ঘ)
১৩০. স্কেলার রাশির কী আছে?
ক) মান
খ) দিক
গ) মান ও দিক
ঘ) সবগুলি
 

সঠিক উত্তর: (ক)
১৩১. নিচের কোন রাশিটির মান আছে কিন্তু দিক নেই?
ক) দ্রুতি
খ) বেগ
গ) সরণ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
১৩২. সমত্বরণে উপরের দিকে চলন্ত লিফটে আরোহী নিজেকে মনে করে –
ক) হালকা
খ) ওজনহীন
গ) ভারী
ঘ) স্বাভাবিক
 

সঠিক উত্তর: (গ)
১৩৩. পড়ন্ত বস্তুর সূত্রাবলি প্রদান করেন কে?
ক) নিউটন
খ) কেপলার
গ) গ্যালিলিও
ঘ) আর্কিমিডিস
 

সঠিক উত্তর: (গ)
১৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
ii. বেগ বৃদ্ধি পেলে তাকে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বলা হয়
iii. বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৫. কোনো গাড়ির বেগ 5 ms-1থেকে সুষমভাবে ‍বৃদ্ধি পেয়ে 10s পরে 45 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
ক) 2 ms-1
খ) 3 ms-1
গ) 4 ms-1
ঘ) 5 ms-1
 

সঠিক উত্তর: (গ)
১৩৬. গতির চারটি সমীকরণের প্রত্যেকটিতে কতটি রাশি আছে?
ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
 

সঠিক উত্তর: (ক)
১৩৭. দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঐ বিন্দুর কী নির্দেশ করে?
ক) সরণ
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) দ্রুতি
 

সঠিক উত্তর: (খ)
১৩৮. দূরত্ব-সময় লেখ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো –
i. কোনো বিন্দুতে ঢাল ঐ মুহূর্তের দ্রুতি নির্দেশ করে
ii. ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
iii. দ্রুতি যত বেশি হয় ঢাল তত খাড়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
ক) মহাকর্ষ
খ) অভিকর্ষ
গ) মহাকর্ষীয় বিভব
ঘ) অভিকর্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
১৪০. সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কী বলে?
ক) সরণ
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) দ্রুতি
 

সঠিক উত্তর: (গ)
১৪১. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়?
ক) গতির ১ম সূত্র
খ) গতির ২য় সূত্র
গ) গতির ৩য় সূত্র
ঘ) গতির ৪র্থ সূত্র
 

সঠিক উত্তর: (খ)
১৪২. গতির সমীকরণগুলো প্রযোজ্য হয় বস্তু যখন –
i. সুষম ত্বরণে গতিশীল থাকে
ii. সরলরেখায় গতিশীল থাকে
iii. অসম বেগে গতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৩. একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোন ব্যক্তি দৌঁড়ালে খুঁটির সাপেক্ষে বস্তুটি –
ক) স্থিতিশীল
খ) গতিশীল
গ) ভারী
ঘ) সবগুলো
 

সঠিক উত্তর: (খ)
১৪৪. কোনো বস্তুর বেগ নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকলে তাকে কী বলে?
ক) অসম ত্বরণ
খ) সুষম ত্বরণ
গ) তাৎক্ষণিক ত্বরণ
ঘ) গড় ত্বরণ
 

সঠিক উত্তর: (খ)
১৪৫. প্রতিনিয়ত ছায়াপথে ঘুরছে –
i. সূর্য
ii. সূর্যের গ্রহ
iii. সূর্যের উপগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৬. কোনো রাশি যখন পরিমাপ করা হয় তখন –
i. রাশির একটি মান থাকে
ii. মানকে প্রকাশ করার জন্য সংখ্যা ব্যবহৃত হয়
iii. মানকে প্রকাশ করার জন্য একটি একক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৭. তাপমাত্রা কোন রাশির উদাহরণ?
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) যৌগিক রাশি
 

সঠিক উত্তর: (ক)
১৪৮. একটি গাড়ির বেগ 15 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 9 ms-1।
ক) 10s
খ) 9s
গ) 5s
ঘ) 15s
 

সঠিক উত্তর: (গ)
১৪৯. 54 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত কত ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ 35 ms-2 হয়?
ক) 4 ms-2
খ) 2 ms-2
গ) 5 ms-2
ঘ) 3 ms-2
 

সঠিক উত্তর: (ক)
১৫০. স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms-2 সুষম ত্বরণে চলার সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
ক) 20 ms-1
খ) 30 ms-1
গ) 40 ms-1
ঘ) 15 ms-1
 

সঠিক উত্তর: (গ)


 

SHARE THIS

Author:

Previous Post
Next Post