দশম শ্রেণির পদার্থ-MCQ-২.১
২য় অধ্যায় ১ম পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ০১ থেকে ৫০)}
২য় অধ্যায় ১ম পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ০১ থেকে ৫০)}
ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (খ)
২. রুবেল দৌঁড়ে বায়তুল মোকররম থেকে 500 গজ দক্ষিণে গেল এখানে রুবেলের –
ক) বেগ 500 গজ
খ) দূরত্ব 500 গজ
গ) সরণ 500 গজ
ঘ) ত্বরণ 500 গজ
ক) বেগ 500 গজ
খ) দূরত্ব 500 গজ
গ) সরণ 500 গজ
ঘ) ত্বরণ 500 গজ
সঠিক উত্তর: (গ)
৩. কোনটি ভেক্টর রাশি?
ক) কাজ
খ) সময়
গ) দ্রুতি
ঘ) তড়িৎ তীব্রতা
ক) কাজ
খ) সময়
গ) দ্রুতি
ঘ) তড়িৎ তীব্রতা
সঠিক উত্তর: (ঘ)
৪. স্কেলার রাশির ক্ষেত্রে –
i. দিকের প্রয়োজন আছে
ii. একে মান দিয়ে প্রকাশ করা হয়
iii. কাজ স্কেলার রাশির উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. দিকের প্রয়োজন আছে
ii. একে মান দিয়ে প্রকাশ করা হয়
iii. কাজ স্কেলার রাশির উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫. মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 3m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 15m
খ) 5m
গ) 25m
ঘ) 75m
ক) 15m
খ) 5m
গ) 25m
ঘ) 75m
সঠিক উত্তর: (ঘ)
৬. 10 ms-1 হচ্ছে –
i. অদিক রাশি
ii. স্কেলার রাশি
iii. প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. অদিক রাশি
ii. স্কেলার রাশি
iii. প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭. কোন ধরনের গতিতে বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে?
ক) রৈখিক গতি
খ) স্পন্দন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) চলন গতি
ক) রৈখিক গতি
খ) স্পন্দন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) চলন গতি
সঠিক উত্তর: (খ)
৮. সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তিত হওয়ার ঘটনাকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) বেগ
ঘ) সরণ
ক) স্থিতি
খ) গতি
গ) বেগ
ঘ) সরণ
সঠিক উত্তর: (খ)
৯. একটি স্থির মার্বেলকে সজোরে আঘাত করায় মার্বেলটিতে 4 ms-2 ত্বরণের
সৃষ্টি হলো। মার্বেলটি 12 m দূরত্বে গিয়ে থেমে গেলে মার্বেলটির শেষবেগ হবে –
i. 9.8 ms-1
ii. 0
iii. 35.28 kmh-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. 9.8 ms-1
ii. 0
iii. 35.28 kmh-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. 2 ms-2 ত্বরণ সৃষ্টিকারী এক্সিলারেটর চেপে 9 m যাওয়ার পর কোনো
মোটরগাড়ির বেগ 10 ms-1 হলো। এক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটির বেগ ছিল –
i. 2 ms-1
ii. 5 ms-1
iii. 8 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
i. 2 ms-1
ii. 5 ms-1
iii. 8 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১১. স্থির অবস্থান হতে একটি কণা 5 cms-2 সমত্বরণে কোনো নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে –
i. 3s পর পর বেগ 15 cms-1
ii. 4s পর এর বেগ 22 cms-1
iii. 3s এ এর অতিক্রান্ত দূরত্ব 22.5 cm
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. 3s পর পর বেগ 15 cms-1
ii. 4s পর এর বেগ 22 cms-1
iii. 3s এ এর অতিক্রান্ত দূরত্ব 22.5 cm
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. বল কী রাশি?
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) স্কেলার রাশি
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) স্কেলার রাশি
সঠিক উত্তর: (খ)
১৩. কোনো বস্তু সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ক)
১৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না
ii. সরণের মাত্রা L
iii. সরণ স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না
ii. সরণের মাত্রা L
iii. সরণ স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সরণের হারকে বেগ বলে
ii. বেগ ও ত্বরণের একক অভিন্ন
iii. বেগের একক মিটার/সেকেন্ড (ms-1)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সরণের হারকে বেগ বলে
ii. বেগ ও ত্বরণের একক অভিন্ন
iii. বেগের একক মিটার/সেকেন্ড (ms-1)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৬. দূরত্ব-সময় লেখ এর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল –
i. বেগ নির্দেশ করে
ii. বেশি হলে বেগ বেশি
iii. সংখ্যাগতভাবে ত্বরণের মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. বেগ নির্দেশ করে
ii. বেশি হলে বেগ বেশি
iii. সংখ্যাগতভাবে ত্বরণের মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭. পড়ন্ত বস্তুর সূত্র কয়টি?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
১৮. নিচের তথ্যগেুলো লক্ষ কর:
i. পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে
ii. সূর্য ছায়াপথে ঘুরছে
iii. সূর্যের গ্রহসমূহ পৃথিবীর চারদিকে ঘুরছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে
ii. সূর্য ছায়াপথে ঘুরছে
iii. সূর্যের গ্রহসমূহ পৃথিবীর চারদিকে ঘুরছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯. পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে -
i. দূরত্বে
ii. দিকে
iii. দূরত্বে ও দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. দূরত্বে
ii. দিকে
iii. দূরত্বে ও দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. পর্যাবৃত্ত গতি –
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ?
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) ঘড়ির কাঁটার গতি
গ) সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) ঘড়ির কাঁটার গতি
গ) সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
সঠিক উত্তর: (ঘ)
২২. রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?
ক) বক্রপথে
খ) বৃত্তাকার পথে
গ) সরল পথে
ঘ) পর্যাবৃত্ত পথে
ক) বক্রপথে
খ) বৃত্তাকার পথে
গ) সরল পথে
ঘ) পর্যাবৃত্ত পথে
সঠিক উত্তর: (গ)
২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে
ii. তাৎক্ষণিক দ্রুতির একক ms‑1
iii. মোট অতিক্রান্ত সময় থেকে তাৎক্ষণিক দ্রুতি হিসাব করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে
ii. তাৎক্ষণিক দ্রুতির একক ms‑1
iii. মোট অতিক্রান্ত সময় থেকে তাৎক্ষণিক দ্রুতি হিসাব করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. সকল স্থিতিই পরম
ii. সকল গতিই আপেক্ষিক
iii. কোনো গতিই পরম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সকল স্থিতিই পরম
ii. সকল গতিই আপেক্ষিক
iii. কোনো গতিই পরম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) ক্রান্তীয় অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) ক্রান্তীয় অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
সঠিক উত্তর: (ক)
২৬. দুটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে তারা ভিন্ন ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় কেন?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) বস্তুর ভর
গ) বাতাসের বাঁধা
ঘ) সবগুলো
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) বস্তুর ভর
গ) বাতাসের বাঁধা
ঘ) সবগুলো
সঠিক উত্তর: (গ)
২৭. পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তিত হয় কেন?
ক) অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে বলে
খ) আকৃতিভেদে ভর ভিন্ন হয় বলে
গ) অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে বলে
ঘ) আকৃতিভেদে কেন্দ্রের অবস্থান পরিবর্তিত হয় বলে
ক) অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে বলে
খ) আকৃতিভেদে ভর ভিন্ন হয় বলে
গ) অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে বলে
ঘ) আকৃতিভেদে কেন্দ্রের অবস্থান পরিবর্তিত হয় বলে
সঠিক উত্তর: (ক)
২৮. কোনো গাড়ির ১ম সেকেন্ডে দ্রুতি 5 ms-1। গাড়িটি 33 সেকেন্ড চলার পর 33 তম সেকেন্ডে তার দ্রুতি 7 ms-1। এটা কি দ্রুতি?
ক) গড় দ্রুতি
খ) মোট দ্রুতি
গ) সুষম দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
ক) গড় দ্রুতি
খ) মোট দ্রুতি
গ) সুষম দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
সঠিক উত্তর: (ঘ)
২৯. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)
৩০. পড়ন্ত বস্তুর সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) আদিবেগ থাকবে
খ) বাতাসের বাঁধা থাকবে
গ) আদি বেগ থাকবে না
ঘ) অভিকর্ষ বল থাকবে না
ক) আদিবেগ থাকবে
খ) বাতাসের বাঁধা থাকবে
গ) আদি বেগ থাকবে না
ঘ) অভিকর্ষ বল থাকবে না
সঠিক উত্তর: (গ)
৩১. দিকের বিবেচনায় বস্তু জগতের রাশিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৩২. শব্দের বেগ কোন ধরনের বেগ?
ক) সুষম বেগ
খ) অসম বেগ
গ) গড় বেগ
ঘ) তাৎক্ষণিক বেগ
ক) সুষম বেগ
খ) অসম বেগ
গ) গড় বেগ
ঘ) তাৎক্ষণিক বেগ
সঠিক উত্তর: (ক)
৩৩. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2ms-1 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক) 7s
খ) 10s
গ) 5s
ঘ) 15s
ক) 7s
খ) 10s
গ) 5s
ঘ) 15s
সঠিক উত্তর: (খ)
৩৪. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক) 10 s
খ) 18 s
গ) 22 s
ঘ) 40 s
ক) 10 s
খ) 18 s
গ) 22 s
ঘ) 40 s
সঠিক উত্তর: (ক)
৩৫. কোনো বস্তু কত দ্রুত চলছে তা কিসের উপর নির্ভর করে?
ক) বস্তুর ভর
খ) বস্তুর আয়তন
গ) বস্তুর দ্রুতি
ঘ) বস্তুর চাপ
ক) বস্তুর ভর
খ) বস্তুর আয়তন
গ) বস্তুর দ্রুতি
ঘ) বস্তুর চাপ
সঠিক উত্তর: (গ)
৩৬. একটি বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকলে এর বেগ প্রতি সেকেন্ডে কত হবে?
ক) 9.8 ms-1 করে বৃদ্ধি পাবে
খ) 9.8 ms-1 করে অপরিবর্তিত থাকবে
গ) 9.78 ms-1 করে হ্রাস পাবে
ঘ) 9.79 ms-1 করে হ্রাস পাবে
ক) 9.8 ms-1 করে বৃদ্ধি পাবে
খ) 9.8 ms-1 করে অপরিবর্তিত থাকবে
গ) 9.78 ms-1 করে হ্রাস পাবে
ঘ) 9.79 ms-1 করে হ্রাস পাবে
সঠিক উত্তর: (ক)
৩৭. সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms-2 সুষম ত্বরণে চলার
সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
ক) 10 ms-1
খ) 40 ms-1
গ) 70 ms-1
ঘ) 90 ms-1
ক) 10 ms-1
খ) 40 ms-1
গ) 70 ms-1
ঘ) 90 ms-1
সঠিক উত্তর: (খ)
৩৮. অভি বাসা থেকে 100m দৌঁড়ে গেলে এটি –
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) ত্বরণ
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) ত্বরণ
সঠিক উত্তর: (ক)
৩৯. সরণ –
i. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে
ii. এর মান বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব
iii. একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে
ii. এর মান বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব
iii. একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪০. ত্বরণের একক কোনটি?
ক) ms-1
খ) ms-2
গ) Ns
ঘ) kgs-2
ক) ms-1
খ) ms-2
গ) Ns
ঘ) kgs-2
সঠিক উত্তর: (খ)
৪১. বস্তুর অসমবেগ – এর ক্ষেত্রে –
i. সময়ের সাথে সরণের হারের মান পরিবর্তিত হয়
ii. সময়ের সাথে সরণের দিক পরিবর্তিত হয়
iii. ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ একই হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সময়ের সাথে সরণের হারের মান পরিবর্তিত হয়
ii. সময়ের সাথে সরণের দিক পরিবর্তিত হয়
iii. ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ একই হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২. কত মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি 31.3 ms-1 বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? অভিকর্ষজ ত্বরণ g=9.8 ms-2.
ক) 40m
খ) 30m
গ) 50m
ঘ) 100m
ক) 40m
খ) 30m
গ) 50m
ঘ) 100m
সঠিক উত্তর: (গ)
৪৩. গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ?
ক) সুষম বেগ
খ) গড় বেগ
গ) তাৎক্ষণিক বেগ
ঘ) অসম বেগ
ক) সুষম বেগ
খ) গড় বেগ
গ) তাৎক্ষণিক বেগ
ঘ) অসম বেগ
সঠিক উত্তর: (ঘ)
৪৪. ঘূর্ণন গতিতে –
i. অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব পরিবর্তিত হতে থাকে
ii. নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থাকে
iii. বস্তু অক্ষকে কেন্দ্র করে ঘুরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব পরিবর্তিত হতে থাকে
ii. নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থাকে
iii. বস্তু অক্ষকে কেন্দ্র করে ঘুরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৫. বিভিন্ন প্রকার রাশির ক্ষেত্রে –
i. মৌলিক রাশিসমূহ সকলেই স্কেলার
ii. ভেক্টর রাশিসমূহ সংজ্ঞায়িত করতে কোনো স্কেলার রাশির প্রয়োজন নেই
iii. ভেক্টর ও স্কেলার রাশির একক একই হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. মৌলিক রাশিসমূহ সকলেই স্কেলার
ii. ভেক্টর রাশিসমূহ সংজ্ঞায়িত করতে কোনো স্কেলার রাশির প্রয়োজন নেই
iii. ভেক্টর ও স্কেলার রাশির একক একই হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৬. g-এর আদর্শ মান কত?
ক) 9.80665 ms-2
খ) 9.83 ms-2
গ) 9.81 ms-2
ঘ) 9.8076 ms-2
ক) 9.80665 ms-2
খ) 9.83 ms-2
গ) 9.81 ms-2
ঘ) 9.8076 ms-2
সঠিক উত্তর: (ক)
৪৭. পৃথিবী ও চন্দ্রের মধ্যকার আকর্ষণ হচ্ছে –
i. মহাকর্ষ
ii. অভিকর্ষজ ত্বরণ
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. মহাকর্ষ
ii. অভিকর্ষজ ত্বরণ
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৮. নিচের কোনটি সুষম বেগের উদারহণ?
ক) বজ্রপাতের শব্দের বেগ
খ) অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ
গ) রাস্তায় চলন্ত গাড়ির বেগ
ঘ) নিক্ষিপ্ত বস্তুর বেগ
ক) বজ্রপাতের শব্দের বেগ
খ) অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ
গ) রাস্তায় চলন্ত গাড়ির বেগ
ঘ) নিক্ষিপ্ত বস্তুর বেগ
সঠিক উত্তর: (ক)
৪৯. কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায়।
বাঁধাহীনভাবে একই উচ্চতা থেকে একই সময় একটি ভারী ও হালকা বস্তু ছেড়ে দেওয়া
হলে কোনটি ঘটবে?
ক) ভারী বস্তুটি আগে পড়বে
খ) হালকা বস্তুটি আগে পড়বে
গ) দুটি বস্তু একসাথে পড়বে
ঘ) শুধু হালকা বস্তুটি পড়বে
ক) ভারী বস্তুটি আগে পড়বে
খ) হালকা বস্তুটি আগে পড়বে
গ) দুটি বস্তু একসাথে পড়বে
ঘ) শুধু হালকা বস্তুটি পড়বে
সঠিক উত্তর: (গ)
৫০. 20 ms-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 6 সে. থামান হল। ব্রেক কষার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল?
ক) 120 m
খ) 107 m
গ) 90 m
ঘ) 60 m
ক) 120 m
খ) 107 m
গ) 90 m
ঘ) 60 m
সঠিক উত্তর: (ঘ)