Poem- স্বরচিত কবিতা (আমার ছোট বোন)

study point bd

আমার ছোট বোন
এস,আর লোটাস

আয়রে তোরা দেখবি যদি,
আমার ছোট বোন,
হঠাৎ পাওয়া বোনটি আমার,
জানি না কখন?
শুনবি তোরা? আমার বোনের,
গুণের যত কথা,
বলব না তা বললে তোদের,
মনে পাবি ব্যথা।
শুনবি তোরা? বোনের কথা,
নামটা তাহার কি?
বলব না ত আমি তোদের,
খুজে দ্যাখ দেখি।
কি হল ভাই যাচ্ছো কেন?
বলছো কেন চলি-
দাঁড়াও না ভাই বোনের যত,
গূণের কথা বলি।
হাটে যখন বোনটি আমার,
যেন ময়ূর পাখি,
রূপে-গূণে সেরা বোনটি,
পটল-চেড়া আঁখি।
কথাগুলি দারুন মিষ্টি,
লম্বা দেহ-খান,
কৃষ্ণ বরন লম্বা চুলে,
জুড়িয়ে যাবে প্রাণ।
শুনবি তোরা? বোনের কথা,
বলত সে কেমন?
হঠাৎ পাওয়া সে যে আমার,
বিরাট বড় মন।
লিখব কি আর গুনের কথা,
গুনের নাইকো শেষ,
তোদের কাছে যেমনি হোক সে,
আমার কাছে বেশ।
বোনটি আমার রাগ করে না,
মান করে না কভু,
রাগিয়ে যদি দেয় তাকে কেউ,
রাগ করে না তবু।
বুঝলে এবার? বোনটি আমার,
কত বড় মন?
কল্পনাতে ভাবছি সবি,
পাবো কি তেমন?
এই ত হলো রঙতুলিতে,
বোনের ছবি আঁকা,
দোয়া মাঙো তোমরা সবে,
পাই যেন তার দেখা।

SHARE THIS

Author:

Previous Post
Next Post