Higher Math- MCQ- for SSC - উচ্চতর গণিত-৭.১

Higher Math- MCQ- for SSC -উচ্চতর গণিত-৭.১
অধ্যায় - ৭ : অসীম ধারা
  (প্রশ্ন নং ০১ থেকে ৫০)


Study Point BD
১. 7 + 77 + 777 + .... ধারাটির অসীমতক সমষ্টি কত?

ক) 1

খ) 10

গ) 1/100

ঘ) সমষ্টি নেই

সঠিক উত্তর: (ঘ)

২. একটি সমান্তর ধারার ১ম পদ 9 এবং সাধারণ অন্তর 3 হলে ধারাটির তৃতীয় পদ কোনটি?

ক) 12

খ) 15

গ) 18

ঘ) 21
সঠিক উত্তর: (খ)

৩. 0.56 সংখ্যাটির গুণোত্তর ধারার অনুপাত কত?

ক) 0.0001

খ) 0.001

গ) 0.01

ঘ) 0.54
সঠিক উত্তর: (গ)

৪. একটি গুণোত্তর ধারার ১ম পদ 2 এবং অসীমতক সমষ্টি 3/2 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?

ক) 1/3

খ) -1/3

গ) 1/2

ঘ) -1/2
সঠিক উত্তর: (খ)

৫. কোন অনুক্রমের n-তম পদ 1 - (-1)n/2 হলে এর 19তম পদ কোনটি?

ক) 0

খ) 1

গ) -1

ঘ) 2
সঠিক উত্তর: (খ)

৬. 3+ 9 + 15 + ....একটি ধারা-
i. যা সমান্তর।
ii. যার সাধারণ পদ 6n - 1
iii. যার পঞ্চমপদ 27।
নিচের কোনটি সঠিক?

ক) i

খ) i ও iii

গ) ii

ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭. 1, 3, 5, 7, অনুক্রমটির 12 তম পদ কোনটি?

ক) 12

খ) 13

গ) 23

ঘ) 25
সঠিক উত্তর: (গ)

৮. 1 + 4 + 7 + 10 + .......
i. এটি একটি সমান্তর অসীম ধারা
ii. ধারাটির সপ্তম পদ 19
iii. প্রথম 5টি পদের সমষ্টি 32
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i

গ) ii

ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯. 1, 0, 1, 0,........অনুক্রমটির 10 তম পদ কোনটি?

ক) 0

খ) 1

গ) -1

ঘ) 2
সঠিক উত্তর: (ক)

১০. 1 + 5 + 7 10 + ....
i. ইহা একটি সমান্তর অসীম ধারা
ii. ধারাটির সপ্তম পদ 19
iii. প্রথম 5টি পদের সমষ্টি 32
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i

গ) ii

ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১১. কোন অনুক্রমের n তম পদ, Un = n2/n + 1 এর ৪র্থ পদ কোনটি?

ক) 4/9

খ) 12/5

গ) 16/5

ঘ) 18/4
সঠিক উত্তর: (গ)

১২. 1 + 0.1 + 0.01 + 0.001 +....ধারাটির অসীমতক সমষ্টি কত?

ক) 9/10

খ) 1/10

গ) 1/5

ঘ) 10/9
সঠিক উত্তর: (ঘ)

১৩. 6 - 6 + 6 - 6 + .... ধারাটির প্রথম 50টি পদের সমষ্টি কত?

ক) 300

খ) 6

গ) 0

ঘ) -6
সঠিক উত্তর: (গ)

১৪. 12 এর মূলদীয় ভগ্নাংশ কোনটি?

ক) 1/2

খ) 5/9

গ) 5/12

ঘ) 4/33
সঠিক উত্তর: (ঘ)

১৫. 5- 5 + 5- 5 +5 -..................ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?

ক) -5

খ) 0

গ) 5

ঘ) 20
সঠিক উত্তর: (খ)

১৬. 8 + 12 + 18 27 +......+729/8 ধারাটির সাধারণ অনুপাত কত?

ক) 2/3

খ) 1/3

গ) 3/2

ঘ) 1/2
সঠিক উত্তর: (গ)

১৭. 1 + 0.1 +0.01 +0.001 +.........
i. প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা
ii. প্রদত্ত ধারার সাধারণ অনুপাত 0.1
iii. ধারাটির অসীমতক সমষ্টি 10/9
নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. যেকোনো অনুক্রমের পদের সংখ্যা কতটি?

ক) একটি

খ) দুইটি

গ) শূন্য

ঘ) অসীম
সঠিক উত্তর: (ঘ)

১৯. একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/2 এবং অসীমতক সমষ্টি 3/4 হলে সাধারণ অনুপাত কত?

ক) 2/9

খ) 1/3

গ) 3/8

ঘ) 2/3
সঠিক উত্তর: (খ)

২০. কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি 70/81(10n - 1) - 7n/9 হলে ১ম 4টি পদের সমষ্টি কত?

ক) 6388

খ) 6838

গ) 8638

ঘ) 8863
সঠিক উত্তর: (গ)

২১. 5-5+5-5+............ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?

ক) 0

খ) 1

গ) -1

ঘ) 2
সঠিক উত্তর: (ক)

২২. 0.12 = 0.12 + 0.0012 +P +......ধারাটি অসীম গুণোত্তর ধারা হলে P এর মান কোনটি?

ক) 0.01

খ) 0.12

গ) 0.000012

ঘ) 0.0012
সঠিক উত্তর: (গ)

২৩. গুণোত্তর অসীম ধারার n তম পদ কত?

ক) ar2 - 1

খ) ar-n

গ) arn-2

ঘ) arn-1
সঠিক উত্তর: (ঘ)

২৪. 1 + 2 + 3 + 4 +....ধারাটি-
i. সমান্তর।
ii. এর অসীমতক সমষ্টি নাই।
iii. n এর মান বাড়লে Sn এর মান কমতে থাকে।
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i

গ) ii

ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো থাকে। এই সাজানো রাশিগুলোর সেটাকে বলে-

ক) সাধারণ পদ

খ) অনুক্রম

গ) ফাংশন

ঘ) ধারা
সঠিক উত্তর: (খ)

২৬. 3 + 9 15 + 21 + .........ধারাটির সাধারণ অন্তর কত?

ক) 3

খ) 6

গ) 1/3

ঘ) 1/6
সঠিক উত্তর: (খ)

২৭. প্রথম পদ a = 2 এবং সাধারণ অনুপাত r = - 1 হলে গুণোত্তর ধারাটির ৫ম পদ কত?

ক) -2

খ) 2

গ) 4

ঘ) 16
সঠিক উত্তর: (খ)

২৮. 3, 5, 7, 9.... অনুক্রমের 10তম পদ কত?

ক) 15

খ) 21

গ) 24

ঘ) 18
সঠিক উত্তর: (খ)

২৯. 2

ক) 5-5+5-5+5-....... ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?

খ) -5

গ) 0

ঘ) 5
সঠিক উত্তর: (খ)

৩০. 3,1,-1,-3,...(5 - 2n), ...অনুক্রমের পঞ্চম পদটি কত?

ক) -1

খ) -3

গ) -5

ঘ) -7
সঠিক উত্তর: (গ)

৩১. কোন ধারার n তম পদ = 1-(-1)n/2 হলে, ধারাটির 20 তম পদ কোনটি?

ক) -1

খ) 1

গ) 0

ঘ) 2
সঠিক উত্তর: (গ)

৩২. নিচের কোনটি ধারা?

ক) 1, 2, 3....

খ) 1/2, 1/4, 1/8,......

গ) 1/31,1/32,1/33,.....

ঘ) 1/2,+,1/3,+,1/4,+.....4
সঠিক উত্তর: (ঘ)

৩৩. 1 + (-1)n সাধারণ পদের অনুক্রমটি কী?

ক) 1,0,1, 0,..........

খ) 2, 0, 2, 0...............

গ) 0, 2, 0, 2,....

ঘ) 1, 2, 3, 4,.......
সঠিক উত্তর: (গ)

৩৪. 2, 0, 2,0,.....অনুক্রমটির-
i. n তম পদ 1 + (-1)n
ii. 15 তম পদ 2।
iii. 20 তম পদ 0।
নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) ii ও iii

ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩৫. 1 - 1 + 1 - 1 + 1......ধারার ৫ম আংশিক সমষ্টি Ss এর মান কত?

ক) .1

খ) -1

গ) 0

ঘ) 2
সঠিক উত্তর: (ক)

৩৬. 1 + 2 + 3 + 4 + .....ধারাটির S100= কত?

ক) 505

খ) 5000

গ) 5050

ঘ) 500500
সঠিক উত্তর: (গ)

৩৭. 0.5 + 0.05 + 0.005 +...ধারাটির অসীমতক সমষ্টি কত?

ক) 2/3

খ) 3/2

গ) 9/5

ঘ) 5/9
সঠিক উত্তর: (ঘ)

৩৮. কোন অনুক্রমের n তম পদ Ua < 1/n এবং Un 10-3 হলে n এর মান কত?

ক) n < 10-3

খ) n < 103

গ) n > 10-3

ঘ) n > 103
সঠিক উত্তর: (খ)

৩৯. 1+1/2+1/22+......অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত?

ক) 1

খ) 2

গ) 0

ঘ) 6
সঠিক উত্তর: (খ)

৪০. 2+4+6+8+....ধারাটির-
i. n তম পদ 2n
ii. n পদের সমষ্টি n(n + 1)
iii. সমষ্টি নেই
নিচর কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/3 এবং অসীমতক সমষ্টি 1/7 হলে ধারাটির সাধারণ অনুপাত কত?

ক) 3/2

খ) 2/3

গ) -3/2

ঘ) -4/3
সঠিক উত্তর: (ঘ)

৪২. গুণোত্তর ধারার n তম পদের সূত্র কোনটি?

ক) arn

খ) ran- 1

গ) arn- 1

ঘ) arn/r
সঠিক উত্তর: (গ)

৪৩. 4, 6, 8, 10, 12, 14,....অনুক্রমটির পদগুলোর যোগফল কীরূপ ধারা?

ক) সমান্তর

খ) অনন্ত

গ) গুণোত্তর

ঘ) আনুপাতিক
সঠিক উত্তর: (ক)

৪৪. কোনো অনুক্রমের n তম পদ = 1-(-1)n/2 হলে 20 তম পদ কোনটি?

ক) 0

খ) 1

গ) -1

ঘ) 2
সঠিক উত্তর: (ক)

৪৫. কোনো একটি অনুক্রমকে f(n) = n2 আকারে লিখা অনুক্রমটির সাধারণ পদ কোনটি?

ক) n

খ) (n + 1)2

গ) n2

ঘ) (n + 1)
সঠিক উত্তর: (গ)

৪৬. 1 + 2 + 4 + 8 + 16 + ....ধারাটির অসীমতক সমষ্টি কত?

ক) 0

খ) 2

গ) 1/2

ঘ) অসীমতক সমষ্টি নেই
সঠিক উত্তর: (ঘ)

৪৭. সংখ্যাটির সাধারণ ভগ্নাংশ কত?

ক) 305/999

খ) 198/99

গ) 1998/999

ঘ) 999/2033
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং তিনটি প্রশ্নের উত্তর দাও:
1 + 4 + 7 + 10 + 13 0 ...................
৪৮. ধারাটির 10 তম পদ কত?

ক) 26

খ) 27

গ) 28

ঘ) 29
সঠিক উত্তর: (গ)

৪৯. ধারাটির ১ম 7 টি পদের সমষ্টি কত?

ক) 90

খ) 91

গ) 93

ঘ) 70
সঠিক উত্তর: (ঘ)

৫০. ধারাটির r তম পদ কত?

ক) 3r - 1

খ) 3r - 2

গ) 3r - 3

ঘ) 3r
সঠিক উত্তর: (গ)


SHARE THIS

Author:

Previous Post
Next Post