সেলফি?
এস,আর লোটাস
সেলফি যেন সেলফিশ,
মূখটা টেরা-ব্যাঁকা,
মূখের আসল রূপ হারিয়ে,
হয়রে ব্যাঁকা-চ্যাকা।
মূখ-চোখটা ব্যাঁকা করে,
সেলফি তোল খিস,
গরুর মত দেখায় তখন,
দেখতে যদি ঈশ।
খোদার দেয়া রূপ্টাকে রে,
করছো কেমন বাজে,
আসল রূপটা পায়ে ঠেলে,
নকল রূপে সাজে।
মানব রূপখান ছেড়ে কেন,
বানরের বেশ ধরো?
সেলফি নামের কুলফি ফটো,
কেনই রে ভাই তোলো?
রূপ তোমারি যেমন আছে,
তেমনটাই ত বেশ,
সেলফি, টেলফি, কুলফি তুলে,
করো না তা শেষ।