Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.৩

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.৩

৩য় অধ্যায় {অধ্যায় - ৩ পদার্থের গঠন}
(প্রশ্ন নং ১০১ হতে ১৫৯)
৩য় এবং শেষ পর্ব
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারেন-
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারেন-


Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.৩ ১০১. কমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
ক) মৌলিক
খ) যৌগিক
গ) তেজস্ক্রিয়
ঘ) নিউক্লিয়
 
সঠিক উত্তর: (গ)
১০২. রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী-
i. সৌর জগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের ন্যায় পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ
iii. পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৩. Na কীসের প্রতীক?
ক) পটাসিয়াম
খ) নাইট্রোজেন
গ) সিলভার
ঘ) সোডিয়াম
 

সঠিক উত্তর: (ঘ)
১০৪. Fr পরমাণুর N কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 8
খ) 18
গ) 32
ঘ) 50
 

সঠিক উত্তর: (গ)
১০৫. A ও B মৌল দ্বারা গঠিত যৌগটি-
i. ক্ষারীয় দ্রবণে সাদা উৎপন্ন করা যায়
ii. প্রশমন ক্রিয়ার মাধ্যমে উ৭পন্ন করা যায়
iii. আর্দ্রবিশ্লেষণ উভয়মূখী ক্রিয়া প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৬. সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8
গ) 2,8,8
ঘ) 2,8,3
 

সঠিক উত্তর: (খ)
১০৭. এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে-
i. হাইড্রোজেন থাকে 99985টি
ii. ডিউটোরিয়াম 15টি
iii. ট্রিটিয়ামের পরিমাণ অতি নগণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৮. বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি?
ক) এটি পরমানুসমূহের বর্ণালীরেখার ব্যাখ্যা প্রদান করতে পারে
খ) এটি হাইড্রোজেন ও এর বর্ণারী রেখোর ব্যাখা দিতে সক্ষম
গ) এটি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদানে সক্ষম
ঘ) এটি পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা প্রদানে সক্ষম
সঠিক উত্তর: (খ)

১০৯. Copper এর প্রতীক কী?
ক) Cu
খ) Co
গ) C
ঘ) Cr
 

সঠিক উত্তর: (ক)
১১০. হাইড্রোজেনের আইসোটোপ-
i. H এ নিউট্রন 1টি, প্রোটন 1টি
ii. D এ নিউট্রন 1টি, ইলেকট্রন 1টি
iii. T এ ইলেকট্রন 1টি, নিউট্রন 1টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১১১. রুডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 2,8,18,8,1
খ) 2,8,18,18,8,1
গ) 2,8,18,32,8,1
ঘ) 2,8,18,18,32,8,1
 

সঠিক উত্তর: (ক)
১১২. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক) ভর সংখ্যা
খ) নিউক্লিয়ন সংখ্যা
গ) পারমাণবিক ভর
ঘ) পারমাণবিক সংখ্যা
 

সঠিক উত্তর: (ঘ)
১১৩. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) অক্সিজেন
গ) হিলিয়াম
ঘ) হাইড্রোজেন
 

সঠিক উত্তর: (ঘ)
১১৪. সালফারের প্রতীক কোনটি?
ক) P
খ) Se
গ) S
ঘ) S8
 

সঠিক উত্তর: (গ)
১১৫. কোনটি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস?
ক) 2,8,2
খ) 2,4,2
গ) 2,8,1
ঘ) 2,2,4
 

সঠিক উত্তর: (ক)
১১৬. ইলেকট্রনের ৫ম শেলে উপস্তর সংখ্যা কয়টি?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
 

সঠিক উত্তর: (ঘ)
১১৭. আয়রনের ল্যাটিন নাম কী?
ক) লোহা
খ) ফেরাস
গ) ফেরাম
ঘ) স্টিল
 

সঠিক উত্তর: (গ)
১১৮. নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,7?
ক) F
খ) Ar
গ) CI
ঘ) O
 

সঠিক উত্তর: (গ)
১১৯. ক্রোমিয়ামের প্রতীক কী?
ক) Cu
খ) Cr
গ) C
ঘ) Co
 

সঠিক উত্তর: (খ)
১২০. কোবান্টের প্রতীক কী?
ক) CI
খ) Cd
গ) Co
ঘ) C
 

সঠিক উত্তর: (গ)
১২১. কোনটি মৌলিক কণিকা নয়?
ক) নিউট্রন
খ) প্রোটন
গ) হাইড্রোজেন অণু
ঘ) ইলেক্ট্রন
 

সঠিক উত্তর: (গ)
১২২. নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণরত পথকে কী বলা হয়?
ক) শক্তিস্তর
খ) উপশক্তিস্তর
গ) ইলেকট্রন পথ
ঘ) উপবৃত্তাকার কক্ষপথ
 

সঠিক উত্তর: (ক)
১২৩. নাইট্রোজেন অণু কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
 

সঠিক উত্তর: (খ)
১২৪. নিউট্রনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) কোন চার্জ বা আধান নেই
খ) ভর প্রোটনের ভরের দ্বিগুণ
গ) প্রতীক P
ঘ) প্রতীক e
 

সঠিক উত্তর: (ক)
১২৫. কোন মৌলের N কক্ষপথে ৮টি ইলেকট্রন বিদ্যমান?
ক) Cd
খ) Ar
গ) CI
ঘ) Kr
 

সঠিক উত্তর: (ঘ)
১২৬. আইসোটোপ সৃষ্টি হয় কোন সংখ্যার ভিন্নতার কারণে?
ক) প্রোটন
খ) ফোটন
গ) ইলেকট্রন
ঘ) নিউট্রন
 

সঠিক উত্তর: (ঘ)
১২৭. বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট-
i. একই মৌলের পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে
ii. নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের উদ্ভব হয়
iii. একই মৌলের পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কখনো পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১২৮. অক্সিজেন মৌলের পরমাণুতে একটি প্রোটন প্রবেশ করানো সম্ভব হলে এটি কোন মৌলের পরমাণুতে পরিণত হবে?
ক) কার্বণ
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ফ্লোরিন
 

সঠিক উত্তর: (ঘ)
১২৯. Na এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 11
খ) 18
গ) 20
ঘ) 23
 

সঠিক উত্তর: (ঘ)
১৩০. ওজোন গ্যাস কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
 

সঠিক উত্তর: (গ)
১৩১. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক) মৌলিক কণিকা
খ) পরমাণু
গ) অণু
ঘ) আয়ন
 

সঠিক উত্তর: (খ)
১৩২. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি?
ক) 137Cs
খ) 131I
গ) 192Ir
ঘ) 125I
 

সঠিক উত্তর: (খ)
১৩৩. দুটি পরমাণুর নিউট্রন সংখ্যা পরস্পর সমান হলে তাদেরকে কী বলা হয়?
ক) আইসোটোপ
খ) আইসোমার
গ) আইসোবার
ঘ) আইসোটোন
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৪. রাদারফোর্ডের পরমাণু মডেলে-
i. নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ পরমাণুর স্থিতিশীলতার কারণ
ii. পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য
iii. পরমাণুর চার্জ নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৩৫. মৌলের পারমাণবিক সংখ্যা কোনটি?
ক) নিউট্রন সংখ্যা
খ) ভর সংখ্যা
গ) প্রোটন সংখ্যা
ঘ) আধান সংখ্যা
 

সঠিক উত্তর: (গ)
১৩৬. ট্রিটিয়ামের ভরসংখ্যা কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
 

সঠিক উত্তর: (গ)
১৩৭. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-
চিত্র-পাঞ্জরী রসায়ন পৃ-৬৮
এক্ষেত্রে-
i. শক্তিস্তর তিনটি
ii. M শক্তিস্তর 2টি ইলেকট্রন আছে
iii. L শক্তিস্তরে 2টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৩৮. আয়রনের ইলেকট্রনবিন্যাস কোনটি?
ক) 2,8,16
খ) 2,8,14,2
গ) 2,8,8,6,2
ঘ) 2,8,10,6
 

সঠিক উত্তর: (খ)
১৩৯. বোরন মৌলের নামটি এসেছে কোন ভাষা থেকে?
ক) ইংরেজি
খ) ল্যাটিন
গ) স্পেনিস
ঘ) আরবী
 

সঠিক উত্তর: (ঘ)
১৪০. রাদারফোর্ড কোন পরীক্ষার দ্বারা পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পান?
ক) y কণা
খ) B কণা
গ) a কণা
ঘ) x কণা
 

সঠিক উত্তর: (গ)
১৪১. সালফিউরিক এসিডের আণবিক ভর কত?
ক) 98
খ) 100
গ) 98 গ্রাম
ঘ) 106 গ্রাম
 

সঠিক উত্তর: (ক)
১৪২. 2,8,2 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
ক) Na
খ) K
গ) Mn
ঘ) Mg
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৩. সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তারপরও কেন্দ্রে সকল প্রোটনসমূহ কীভাবে অবস্থান করে?
ক) নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে
খ) প্রোটন সমূহের মাঝে মাঝে নিউট্রন অবস্থান করে এবং নিউক্লিয় আকষর্ণধর্মী বল
গ) ইলেকট্রনসমূহ প্রোটনসমূহকে আকর্ষণ করে ফলে স্থির থাকে
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)

১৪৪. নিচের কোনটি মৌল?
ক) Na
খ) NaCI
গ) CO2
ঘ) H2O
 

সঠিক উত্তর: (ক)
১৪৫. মৌলিক কণিকা প্রোটনের ক্ষেত্রে-
i. এর আধান ধনাত্মক
ii. এর আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সমান
iii. এর আপেক্ষিক ভরকে 1 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়?
ক) আইসোমার
খ) আইসোবার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
 

সঠিক উত্তর: (গ)
১৪৭. আইসোটোনের কোনটি সমান?
ক) প্রোটন সংখ্যা
খ) নিউট্রন সংখ্যা
গ) ইলেকট্রন সংখ্যা
ঘ) ফোটন সংখ্যা
 

সঠিক উত্তর: (খ)
১৪৮. সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত?
ক) 40
খ) 40 গ্রাম
গ) 23
ঘ) 23 গ্রাম
 

সঠিক উত্তর: (ক)
১৪৯. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,1 এটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থিত?
ক) ১ম
খ) ৫ম
গ) ৭ম
ঘ) ৩য়
 

সঠিক উত্তর: (খ)
১৫০. সোডিয়ামের ল্যাটিন নাম কী?
ক) Nobedaum
খ) Natrium
গ) Kalium
ঘ) Plumbum
 

সঠিক উত্তর: (খ)
১৫১. কোনো মৌলের ভর সংখ্যা 23 হলে-
i. প্রোটন সংখ্যা 11+ নিউট্রন সংখ্যা 12
ii. প্রোটন সংখ্যা 12+ নিউট্রন সংখ্যা 13
iii. নিউক্লিয়ন সংখ্যা 23
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫২. বোর তত্বের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য-
i. প্রত্যেক পরমানুতে বিদ্যমান শক্তিস্তরকে n দ্বারা সূচীত করা হয়
ii. নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর বেশী শক্তিসম্পন্ন এবং দূরত্ব বাড়ার সাথে শক্তি কমে
iii. ইলেকট্রন শোষিত শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৩. একটি পরমাণুর কোনটি সমান?
ক) মৌলসমূহের ক্ষেত্রে কেবলমাত্র ১টি ভরসংখ্যা বিদ্যমান
খ) নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যার চেয়ে কম
গ) ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান
ঘ) নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার সমান
 

সঠিক উত্তর: (গ)
১৫৪. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক-
i. CI
ii. AI
iii. Ca
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৫৫. পরমাণুর যে কোন প্রধান শক্তিস্তরে ইলেকট্রনের ধারণক্ষমতা কত?
ক) n2
খ) 2n2
গ) 4n2
ঘ) 3n2
 

সঠিক উত্তর: (খ)
১৫৬. নিম্নোক্ত আয়নগুলোর ক্ষেত্রে-
i. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান Ca2+
ii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান AI3+
iii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান CI-
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৭। নিম্নের আয়নগুলো পর্যবেক্ষণ কর এবং ৩টি প্রশ্নের উত্তর দাও:
AI3+, Be2+, N3-, S2-
১৫৭. মোন আয়নটিতে ইলেকট্রন বিশিষ্ট সর্বাধিক শেল রয়েছে?
ক) Al3+
খ) Bl2+
গ) N3-
ঘ) S2-
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৮. কোন আয়নদ্বয় আইসোইলেকট্রনীয়?
ক) Al3+ ও Be2+
খ) Al3+ ও N3-
গ) Be2+ ও N3-
ঘ) S2- ও Al3+
 

সঠিক উত্তর:
১৫৯. Al3+ ও N3+
i. আয়নদ্বয় আইসো ইলেকট্রনীয়
ii. উভয়ই জারক
iii. যথাক্রমে 10টি ও 3টি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)


SHARE THIS

Author:

Previous Post
Next Post