Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৫

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৫
৩য় অধ্যায় ৫ম পর্ব {অধ্যায় - ৩ বল (প্রশ্ন নং ২০১ থেকে ২৫০)}
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারবেন-
নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৫২০১. 6 kg ভরের একটি বস্তুকে 10 ms-2 ত্বরণে গতিশীল করতে প্রয়োগকারী বল হলো –
i. 0.6 kg m-1s2
ii. 60 kg ms-2
iii. 60 N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (খ)
২০২. নিচের কোনটি স্থির বস্তু নয়?
ক) চেয়ার
খ) টেবিল
গ) পতনশীল বস্তু
ঘ) ইট
 

সঠিক উত্তর: (গ)
২০৩. দুটি চুম্বক মেরুর মাঝে কাজ করে –
i. আকর্ষণধর্মী বল
ii. বিকর্ষণধর্মী বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
২০৪. ঘর্ষণ সর্বদা গতিকে
ক) সহজ করে
খ) সহায়তা করে
গ) বাধা দেয়
ঘ) বাড়িয়ে দেয়
 

সঠিক উত্তর: (গ)
২০৫. প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি?
ক) চিরকাল গতিশীল থাকা
খ) চিরকাল স্থির থাকা
গ) কখনও গতিশীল কখনও স্থির থাকা
ঘ) যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া
 

সঠিক উত্তর: (ঘ)
২০৬. পর্বতারোহিরা চক পাউডার ব্যবহার করেন কেন?
ক) পাহাড়ের শিলাখন্ড শক্ত থাকায়
খ) আবহাওয়া আর্দ্র থাকায়
গ) ঘর্ষণ বৃদ্ধির জন্য
ঘ) হাত ঘামে বলে
 

সঠিক উত্তর: (গ)
২০৭. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। স্থির অবস্থান থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে গতিশীল করলে কোনটি ঘটবে?
ক) ইস্পাতের সিলিন্ডারটিকে গতিশীল করতে অধিকতর বলের প্রয়োজন
খ) উভয় সিলিন্ডারকে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে
গ) কাঠের সিলিন্ডারটি গতিশীল করতে অধিক বলের প্রয়োজন
ঘ) একটি অপরটিকে ধাক্কা দিবে
 

সঠিক উত্তর: (ক)
২০৮. দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
ক) স্থিতি ঘর্ষণের কারণে
খ) পিছলানো ঘর্ষণের কারণে
গ) প্রবাহী ঘর্ষণের ফলে
ঘ) আবর্ত ঘর্ষণের ফলে
 

সঠিক উত্তর: (খ)
২০৯. গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিচের কোনটি ঘটে?
ক) টায়ারের উঁচু-নিচু খাঁজগুলো আরো সুস্পষ্ট হয়
খ) টায়ারের ঘর্ষণের পরিমাণ কমে যায়
গ) টায়ারের পৃষ্ঠ পূর্বের তুলনায় অধিকতর অসমতল হয়
ঘ) রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বেড়ে যায়
 

সঠিক উত্তর: (খ)
২১০. একটি চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হবে –
i. স্পর্শ বল
ii. অস্পর্শ বল
iii. দূরবর্তী বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২১১. বায়ুর বাঁধা কোন বলের বিপরীতে কাজ করে?
ক) সবল নিউক্লিয় বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) তাড়িতচুম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২১২. তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে বলা হয় –
ক) অয়েন্টমেন্ট
খ) পেস্ট
গ) লুব্রিকেন্ট
ঘ) প্লাজমা
 

সঠিক উত্তর: (গ)
২১৩. গাড়ি চালানোর সময় প্রথমেই ড্রাইভার ও আরোহীদের কি করা উচিত?
ক) গান শোনা
খ) DVD প্লেয়ার চালানো
গ) সিট বেল্ট বাঁধা
ঘ) মোবাইলে কথা বলা
 

সঠিক উত্তর: (গ)
২১৪. কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর কী বলে?
ক) ত্বরণ
খ) সরণ
গ) দ্রুতি
ঘ) ভরবেগ
 

সঠিক উত্তর: (ঘ)
২১৫. অস্পর্শ বল –
i. টান বল
ii. মহাকর্ষ বল
iii. তাড়িতচৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২১৬. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে তাদেরকে কী বলে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) মহাকর্ষ বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (ক)
২১৭. গাড়ির সু বা প্যাড কিসের তৈরি?
ক) চামড়া
খ) রাবার
গ) এসবেস্টস
ঘ) কাপড়
 

সঠিক উত্তর: (গ)
২১৮. ভরবেগের একক কোনটি?
ক) kg m
খ) kg ms-1
গ) kg m2s-1
ঘ) kg ms-2
 

সঠিক উত্তর: (খ)
২১৯. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগ –
ক) সর্বদা সমান
খ) সর্বদা বেশি
গ) সর্বদা কম
ঘ) পূর্বে বেশি পরে কম
 

সঠিক উত্তর: (ক)
২২০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক) শব্দ শক্তি
খ) আলোক শক্তি
গ) তাপশক্তি
ঘ) রাসায়নিক শক্তি
 

সঠিক উত্তর: (গ)
২২১. কোনটি স্পর্শ বলের উদাহরণ?
ক) মহাকর্ষ বল
খ) অভিকর্ষ বল
গ) টান বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২২২. তড়িৎ বলের কারণে সৃষ্টি হয় –
i. ঘর্ষণ বল
ii. টান বল
iii. স্প্রিং বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২২৩. নিউটনের গতির প্রথম সূত্রটি পদার্থের কিসের ধর্ম প্রকাশ করে?
ক) ভরের
খ) বেগের
গ) ত্বরণের
ঘ) জড়তার
 

সঠিক উত্তর: (ঘ)
২২৪. যাত্রীসহ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীদের ক্ষেত্রে কী ঘটবে?
ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
গ) বাসযাত্রী ডানদিকে হেলে পড়বে
ঘ) বাসযাত্রী বামপাশে হেলে পড়বে
 

সঠিক উত্তর: (ক)
২২৫. প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে – এটি গতির –
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) জড়তার সূত্র
 

সঠিক উত্তর: (গ)
২২৬. রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
ক) ঘর্ষণ বল কম হবে
খ) ঘর্ষণ বল বেশি হবে
গ) গাড়ি সহজে থামানো যাবে
ঘ) গাড়ির গতি বেড়ে যাবে
 

সঠিক উত্তর: (ক)
২২৭. কোনো বস্তুকে টেনে নেয়া হলে কোন বল কাজ করে?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) সবল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (ক)
২২৮. অভিকর্ষ বল নিচের কোন বলটির রূপ –
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) দুর্বল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ক)
২২৯. m ভরের একটি বস্তুর F বল প্রয়োগ করায় a ত্বরণ সৃষ্টি হলে কোন সূত্রটি সঠিক?
ক) F = ma
খ) a = mF
গ) F = m/a
ঘ) a = m/F
 

সঠিক উত্তর: (ক)
২৩০. তাড়িতচৌম্বক বল –
i. আকর্ষণধর্মী
ii. বিকর্ষণধর্মী
iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৩১. টান বল কিসের উদাহরণ?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) দুর্বল নিউক্লীয় বল
ঘ) সবল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (ক)
২৩২. বলের একক নির্ধারণের জন্য সমানুপাতিক ধ্রুবকের মান কত ধরা হয়?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 1
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৩. কোন বলটি বেশি শক্তিশালী?
ক) মহাকর্ষ বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) তাড়িতচৌম্বকীয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৪. বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায়। এ ঘটনাটি ব্যাখা করা যায় –
i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
iii. মহাকর্ষ সূত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৩৫. গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কী হবে?
ক) দ্বিগুণ হবে
খ) অর্ধেক হবে
গ) চারগুণ হবে
ঘ) এক চতুর্থাংশ কমে যাবে
 

সঠিক উত্তর: (গ)
২৩৬. যে সকল বল অন্য বলের কোনো রূপ নয়, তাদের সংখ্যা কত?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ২টি
 

সঠিক উত্তর: (গ)
২৩৭. বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে যা কিছু প্রয়োগ করতে হয় তাকে কী বলে?
ক) ভর
খ) বল
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (খ)
২৩৮. । স্থির বস্তু হল –
i. কাঠের গুঁড়ি
ii. পড়ন্ত বস্তু
iii. ঘরবাড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৩৯. বস্তুর উপর বল প্রয়োগ করলে –
i. স্থির বস্তু গতিশীল হয়
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়
iii. গতিশীল বস্তুর দিকের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৪০. খেলনা গাড়িতে সংকুচিত করে সঞ্চয় করা হয় –
ক) গতিশক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) বিভব শক্তি
ঘ) স্থিতিশক্তি
 

সঠিক উত্তর: (গ)
২৪১. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা –
ক) ভরবেগ
খ) ওজন
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
২৪২. চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
ক) ঘর্ষণ বল
খ) অস্পর্শ বল
গ) নিউক্লিয় বল
ঘ) মহাকর্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
২৪৩. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
ক) বল
খ) ত্বরণ
গ) জড়তা
ঘ) বেগ
 

সঠিক উত্তর: (গ)
২৪৪. ঘর্ষণ বল কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (গ)
২৪৫. কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (খ)
২৪৬. নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
ক) জড়তা
খ) বেগ
গ) সময়
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
২৪৭. গড়ানো মার্বেলকে টোকা দিলে এটি গতিশীল হয় কেন?
ক) বেগ বৃদ্ধি পায় বলে
খ) বেগ হ্রাস পায় বলে
গ) ত্বরণ ধ্রুব থাকে বলে
ঘ) ত্বরণ হ্রাস পায় বলে
 

সঠিক উত্তর: (ক)
২৪৮. পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুটি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল ক্রিয়া করে তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) সবল নিউক্লীয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২৪৯. একজন গোলকিপার 10 ms-1 বেগে একটি ফুটবল ধরল। গোলকিপার ও ফুটবলের ভর যথাক্রমে 70 kg ও 400 g হলে গোলকিপারের পশ্চাদবেগ হবে –
i. 0.057 ms-1
ii. 0.205 kmh-1
iii. 17.6 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৫০. গাড়ির গতি বা বেগ কেমন হওয়া প্রয়োজন?
ক) নিয়ন্ত্রণযোগ্য
খ) নিয়ন্ত্রণ অযোগ্য
গ) সামান্য
ঘ) অনেক বেশি
 

সঠিক উত্তর: (ক)


SHARE THIS

Author:

Latest
Next Post