Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.২

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.
৩য় অধ্যায় ২য় পর্ব {অধ্যায় - ৩য় বল (প্রশ্ন নং ৫১ থেকে ১০০)}

যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-



Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.২
৫১. নিউটনের দ্বিতীয় সূত্র হতে কোনটি সম্পর্কে জানা যায়?
ক) বল, ভর ও ত্বরণের সম্পর্ক
খ) বল, ভর ও বেগের সম্পর্ক
গ) বল, ওজন ও ত্বরণের সম্পর্ক
ঘ) বল, ভর ও ত্বরণের সম্পর্ক
 

সঠিক উত্তর: (ক)
৫২. 50 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms-2 হবে?
ক) 50 N
খ) 100 N
গ) 150 N
ঘ) 200 N
 

সঠিক উত্তর: (ঘ)
৫৩. নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাওয়া ধারণা দুটি কোনটি?
ক) বল ও ভরবেগ
খ) বল ও জড়তা
গ) জড়তা ও ভরবেগ
ঘ) জড়তা ও শক্তি
 

সঠিক উত্তর: (খ)
৫৪. পিছলিয়ে একটি বস্তা নিচে পড়ে গেলে কোন ঘর্ষণ কাজ করে?
ক) প্রবাহী ঘর্ষণ
খ) আবর্ত ঘর্ষণ
গ) বিসর্প ঘর্ষণ
ঘ) গতি ঘর্ষণ
 

সঠিক উত্তর: (গ)
৫৫. প্যাডেল দেওয়া বন্ধ করলে সাইকেল সাথে সাথে থামে না কেন?
ক) স্থিতি জড়তার কারণে
খ) গতি জড়তার কারণে
গ) ঘর্ষণ বলের অনুপস্থিতির কারণে
ঘ) ভরবেগের পরিবর্তনের কারণে
 

সঠিক উত্তর: (খ)
৫৬. মহাকর্ষ বলের পাল্লা –
ক) অসীম
খ) 1000 km পর্যন্ত
গ) 20 km পর্যন্ত
ঘ) 40 km পর্যন্ত
 

সঠিক উত্তর: (ক)
৫৭. কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বল সাম্যাবস্থায় থাকলে –
i. বলগুলোর লব্ধির মান শূন্য হবে
ii. বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না
iii. যেকোনো দিক বলগুলোর উপাংশসমূহের যোগফল শূন্য হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৮. খেলোয়াড়ের কিক্ মারায় স্থির ফুটবল গতিশীল হয় কেন?
ক) ফুটবলের ভর হ্রাস পায় বলে
খ) স্থির অবস্থা থেকে ত্বরণ লাভ করে বলে
গ) গতি জড়তা ক্রিয়াশীল থাকে বলে
ঘ) প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় বলে
 

সঠিক উত্তর: (খ)
৫৯. একটি গাছের দুটি পাতার মধ্যে আকর্ষণ কোন ধরনের আকর্ষণ বল?
ক) অসাম্য বল
খ) স্পর্শ বল
গ) অভিকর্ষ বল
ঘ) মহাকর্ষ বল
 

সঠিক উত্তর: (ঘ)
৬০. গাড়ির চালকগণ সিটবেল্ট বাঁধেন –
i. নিরাপত্তার জন্য
ii. গতি জড়তার জন্য
iii. স্থিতি জড়তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৬১. প্রযুক্ত বল –
i. স্থির বস্তুকে গতিশীল করে
ii. স্থির বস্তুকে গতিশীর করার চেষ্টা করে
iii. গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৬২. চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি?
ক) তড়িৎ বল
খ) মহাকর্ষ বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (খ)
৬৩. যে কোন তলের অবশ্যই কি থাকবে?
ক) ঘর্ষণ
খ) ত্বরণ
গ) বেগ
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (ক)
৬৪. বই ও খাতা একটি টেবিলের উপর রাখা হলে তাদের মধ্যে কোন বল ক্রিয়া করে?
ক) অভিকর্ষ বল
খ) মহাকর্ষ বল
গ) স্পর্শ বল
ঘ) বিকর্ষণ বল
 

সঠিক উত্তর: (খ)
৬৫. কোনো বস্তু যখন কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?
ক) প্রবাহী ঘর্ষণ
খ) স্থিতি ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) পিছলানো ঘর্ষণ
 

সঠিক উত্তর: (ক)
৬৬. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে –
i. শরীরের নিচের অংশ গতিশীল হয়
ii. শরীরের উপরের অংশ গতিশীল হয়
iii. শরীরের নিচের অংশের সাপেক্ষে উপরের অংশ পিছিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
৬৭. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান শূন্য না হলে তাকে কী বলে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ত্বরণ
ঘ) মন্দন
 

সঠিক উত্তর: (খ)
৬৮. একটি গতিশীল বস্তু একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দিলে যে ঘটনা ঘটে তাকে বলা হয় –
ক) ভরবেগ
খ) নিরাপদ ভ্রমণ
গ) সংঘর্ষ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (গ)
৬৯. যেসব বল মূল বা অন্য কোনো বলের রূপ নয় তাকে বলা হয় –
ক) মহাকর্ষ বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) মৌলিক বল
 

সঠিক উত্তর: (ঘ)
৭০. স্পর্শ বলের উদাহরণ কোনটি?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সংঘর্ষের সময় সৃষ্ট বল
 

সঠিক উত্তর: (ঘ)
৭১. বেগের মাত্রা কী?
ক) L
খ) T
গ) S
ঘ) LT-1
 

সঠিক উত্তর: (ঘ)
৭২. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে – এটি কিসের সূত্র?
ক) জড়তার সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) পড়ন্ত বস্তুর সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
 

সঠিক উত্তর: (ঘ)
৭৩. সংঘর্ষের সময় কোন অকার্যকর?
ক) ক্রিয়া
খ) প্রতিক্রিয়া
গ) বাহ্যিক
ঘ) সংঘর্ষ বল
 

সঠিক উত্তর: (গ)
৭৪. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে –
ক) অস্পর্শ বল
খ) স্পর্শ বল
গ) ঘর্ষণ বল
ঘ) অসাম্য বল
 

সঠিক উত্তর: (ক)
৭৫. নিউটনের অমর গ্রন্থ “ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” কত সালে প্রকাশিত হয়?
ক) ১৬৮৬
খ) ১৬৮৭
গ) ১৭৮৭
ঘ) ১৬৮০
 

সঠিক উত্তর: (খ)
৭৬. দূরবর্তী ভ্রমণের জন্য কোনটি খেয়াল রাখা বেশি প্রয়োজন?
ক) রাস্তা
খ) পরিবেশ
গ) উচ্চ বেগ
ঘ) ক ও খ
 

সঠিক উত্তর: (ঘ)
৭৭. বলের মাত্রা কোনটি?
ক) MLT-2
খ) MLT-1
গ) ML-2T-2
ঘ) M-1LT-2
 

সঠিক উত্তর: (ক)
৭৮. বলের একক কোনটি?
ক) kg
খ) kg ms-1
গ) N
ঘ) ms-2
 

সঠিক উত্তর: (গ)
৭৯. বল পরিমাপের সমীকরণ প্রদান করে গতির কোন সূত্র?
ক) প্রথম সূত্র
খ) জড়তার সূত্র
গ) দ্বিতীয় সূত্র
ঘ) তৃতীয় সূত্র
 

সঠিক উত্তর: (গ)
৮০. একটি ট্রাক ও সি.এন.জি সমগতিতে চলছে। এর কারণ কী?
ক) ট্রাকের ভরবেগ বেশি
খ) সি.এন.জি’র ভরবেগ বেশি
গ) ট্রাকের ত্বরণ বেশি
ঘ) সি.এন.জি’র ত্বরণ বেশি
 

সঠিক উত্তর: (ক)
৮১. বস্তুর কিসের উপর রাস্তার মসৃণতার প্রভাব অনেক বেশি?
ক) বল
খ) গতি
গ) ত্বরণ
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (খ)
৮২. কোন গাড়ির গতিশক্তি নয় গুণ হলে এর বেগ হবে –
ক) সাতাশ গুণ
খ) একাশি গুণ
গ) চার গুণ
ঘ) তিন গুণ
 

সঠিক উত্তর: (ঘ)
৮৩. ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক) আলোক
খ) বিদ্যুৎ
গ) তাপ
ঘ) যান্ত্রিক
 

সঠিক উত্তর: (গ)
৮৪. ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কোনটি সঠিক?
ক) m1v1+m2u2=m1u1+m2v2
খ) m1u1+m2u2=m1v1+m2v2
গ) m2v1+m1u2=m2u1+m1v2
ঘ) m2u1+m1u2=m2v1+m1v2
 

সঠিক উত্তর: (খ)
৮৫. তাড়িতচৌম্বক বল –
i. মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী
ii. দুর্বল নিউক্লিয় বলের চেয়ে শক্তিশালী
iii. সকল নিউক্লিয় বলের চেয়ে দুর্বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৮৬. লুব্রিকেন্ট ব্যবহারের ফলে ঘর্ষণের পরিমাণ –
ক) বেড়ে যায়
খ) কমে যায়
গ) স্থির হয়
ঘ) কোনটিই নয়
 

সঠিক উত্তর: (খ)
৮৭. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকায় শর্ত কী?
ক) ত্বরণ নির্দিষ্ট থাকা
খ) ত্বরণ না থাকা
গ) বল প্রয়োগ করা
ঘ) গতিশীল বস্তুকে স্থির করা
 

সঠিক উত্তর: (খ)
৮৮. গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়েছে?
ক) ঘর্ষণ
খ) বল
গ) ত্বরণ
ঘ) ভরবেগ
 

সঠিক উত্তর: (ক)
৮৯. পৃথিবী কোন বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলে –
ক) ওজন
খ) স্পর্শ বল
গ) টান বল
ঘ) ভর
 

সঠিক উত্তর: (ক)
৯০. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক হল –
i. ঘর্ষণ বল
ii. মহাকর্ষ বল
iii. তাড়িতচৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
৯১. বল-বেয়ারিং কিসের তৈরি?
ক) টিনের
খ) লোহার
গ) ইস্পাতের
ঘ) তামার
 

সঠিক উত্তর: (গ)
৯২. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কিত নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময়ই সমান ও বিপরীতমুখী
ii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্যের সৃষ্টি করতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৯৩. যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) সবল নিউক্লীয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (ক)
৯৪. যাত্রীসহ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন?
ক) গতি জড়তার কারণে
খ) স্থিতি জড়তার কারণে
গ) ভরবেগের পরিবর্তনের কারণে
ঘ) মহাকর্ষ বলের প্রভাবে
 

সঠিক উত্তর: (খ)
৯৫. মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ ঘটে কেন?
ক) বস্তুর ভরের জন্য
খ) বস্তুর গতির জন্য
গ) বস্তুর স্থিতির জন্য
ঘ) বস্তুর ত্বরণের জন্য
 

সঠিক উত্তর: (ক)
৯৬. একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়?
ক) টান বল
খ) তাড়িতচৌম্বক বল
গ) শক্তিশালী নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (ঘ)
৯৭. নিউটনের অমর গ্রন্থ “ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”র মূল উপজীব্য কি ছিল?
ক) বস্তুর ভর
খ) বস্তুর গতি
গ) বল
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (খ)
৯৮. নিচের কোন বস্তুর বেগ পরিবর্তন করা সবচেয়ে কঠিন?
ক) মোটর সাইকেল
খ) গরুর গাড়ি
গ) ট্রাক
ঘ) সি.এন.জি
 

সঠিক উত্তর: (গ)
৯৯. নিউটনের গতিসূত্র কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
 

সঠিক উত্তর: (গ)
১০০. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার –
ক) প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক
খ) প্রযুক্ত বলের সমানুপাতিক
গ) প্রযুক্ত বলের সমান
ঘ) শূন্য
 

সঠিক উত্তর: (খ)


SHARE THIS

Author:

Previous Post
Next Post