Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৩

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৩
৩য় অধ্যায় ৩য় পর্ব {অধ্যায় - ৩ বল (প্রশ্ন নং ১০১ থেকে ১৫০)}
 
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
 
Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৩
১০১. প্রত্যেক বস্তুরই –
ক) তল আছে
খ) ভর নেই
গ) ওজন নেই
ঘ) তল নেই
 

সঠিক উত্তর: (ক)
১০২. পরস্পরের সংস্পর্শে না থেকেও দুটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে -
i. চৌম্বক বল
ii. তড়িৎ বল
iii. টান বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১০৩. প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন?
ক) বায়ুর বাধাকে কাজে লাগিয়ে
খ) অভিকর্ষ বলের দিকে ক্রিয়াশীল হয়ে
গ) পতনের গতি বৃদ্ধি করার ফলে
ঘ) প্যারাসুটের বাইরের তল বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে
 

সঠিক উত্তর: (ক)
১০৪. ব্রেক কষার পর গাড়ি মন্থর গতিতে চলে কেন?
ক) বেগ বৃদ্ধি পাওয়ার জন্য
খ) ত্বরণ বৃদ্ধি পাওয়ার জন্য
গ) বেগ হ্রাস পাওয়ার জন্য
ঘ) জড়তার উপস্থিতির জন্য
 

সঠিক উত্তর: (গ)
১০৫. বিসর্প ঘর্ষণ কোনটি?
ক) আবর্ত ঘর্ষণ
খ) প্রবাহী ঘর্ষণ
গ) স্থিতি ঘর্ষণ
ঘ) পিছলানো ঘর্ষণ
 

সঠিক উত্তর: (ঘ)
১০৬. ভরবেগের সংরক্ষণ নীতির ক্ষেত্রে প্রযোজ্য –
i. ঘোড়ার পিঠ থেকে লাফ দেওয়া
ii. নৌকা থেকে লাফ দেওয়া
iii. রকেটের গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১০৭. নিউটনের প্রথম সূত্র হতে কিসের সংজ্ঞা দেয়া যায়?
ক) ত্বরণ
খ) বল
গ) বেগ
ঘ) সময়
 

সঠিক উত্তর: (খ)
১০৮. ভরের মাত্রা হল –
ক) M
খ) L
গ) T
ঘ) S
 

সঠিক উত্তর: (ক)
১০৯. চলন্ত বাসে স্থির অবস্থায় বসে থাকার কারণ কী?
ক) গতি জড়তা
খ) স্থিতি জড়তা
গ) বল
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
১১০. পুরানো টায়ারের ক্ষেত্রে চাকা পিছলে যাওয়ার জন্য কোন ঘর্ষণ দায়ী?
ক) স্থিতি
খ) আবর্ত
গ) প্রবাহী
ঘ) বিসর্প
 

সঠিক উত্তর: (ঘ)
১১১. দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) স্থিতি ঘর্ষণ
খ) পিছলানো ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) প্রবাহী ঘর্ষণ
 

সঠিক উত্তর: (ক)
১১২. খেলোয়াড়দের বুটের নিচে কি থাকে?
ক) স্পাইক
খ) বল-বেয়ারিং
গ) নকশা
ঘ) আল্পনা
 

সঠিক উত্তর: (ক)
১১৩. বল বিয়ারিং এর মধ্যে কোন ঘর্ষণ কাজ করে?
ক) স্থিতি
খ) পিছলানো
গ) আবর্ত
ঘ) প্রবাহী
 

সঠিক উত্তর: (গ)
১১৪. লুব্রিকেন্ট ব্যবহার করা হয় –
ক) ছাতায়
খ) বইয়ে
গ) তালায়
ঘ) রাস্তায়
 

সঠিক উত্তর: (ঘ)
১১৫. সংঘর্ষের সময় সৃষ্ট বল কোন ধরনের বলের অন্তর্ভুক্ত?
ক) এক ধরনের মহাকর্ষ বল
খ) এক ধরনের অস্পর্শ বল
গ) এক ধরনের স্পর্শ বল
ঘ) এক ধরনের দুর্বল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (গ)
১১৬. নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
ক) জড়তা
খ) ওজন
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
১১৭. নিউটনেন গতির প্রথম সূত্র হতে কোন ধারণা পাওয়া যায়?
ক) জড়তা
খ) বল
গ) ভরবেগ
ঘ) ক ও খ
 

সঠিক উত্তর: (ঘ)
১১৮. জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের যোগান দেয়?
ক) গতিশক্তি
খ) চৌম্বক বল
গ) তড়িৎ বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (ঘ)
১১৯. নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?
ক) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান
খ) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী
গ) সমমুখী ক্রিয়া ও প্রতিক্রিয়া অসমান
ঘ) প্রত্যেক ক্রিয়ারই সমমুখী প্রতিক্রিয়া আছে
 

সঠিক উত্তর: (খ)
১২০. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
ক) বলের পরিমাণ
খ) বলের সংজ্ঞা
গ) বলের ক্রিযা ও প্রতিক্রিয়া
ঘ) ভরবেগের সংজ্ঞা
 

সঠিক উত্তর: (ক)
১২১. কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
ক) মহাকর্ষ বল
খ) অভিকর্ষ বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (গ)
১২২. বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করার জন্য কোনটি দায়ী?
ক) ভর
খ) ত্বরণ
গ) বল
ঘ) ভরবেগ
 

সঠিক উত্তর: (ক)
১২৩. 5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত?
ক) 10 kgms-1
খ) 2 ms-1kg-1
গ) 50 kgms-1
ঘ) 5 kgms-1
 

সঠিক উত্তর: (গ)
১২৪. নিউটনের তৃতীয় সূত্রানুসারে –
ক) ক্রিয়াবল = প্রতিক্রিয়া বল
খ) ক্রিয়াবল > প্রতিক্রিয়া বল
গ) ক্রিয়াবল < প্রতিক্রিয়া বল
ঘ) ক্রিয়াবল আছে কিন্তু প্রতিক্রিয়া বল নাই
 

সঠিক উত্তর: (ক)
১২৫. যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় তাকে কী বলে?
ক) মৌলিক বল
খ) মহাকর্ষ বল
গ) তাড়িতচৌম্বক বল
ঘ) দুর্বল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ক)
১২৬. ঘাতবলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. বলের মান কম কিন্তু ক্রিয়াকাল বেশি
ii. বলের মান ও ক্রিয়াকাল সমান
iii. বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১২৭. ভিজা রাস্তায় জুতা পায়ে হাঁটা কষ্টকর কেন?
ক) ঘর্ষণের পরিমাণ অনেক বেশি হওয়ায়
খ) ঘর্ষণের পরিমাণ অনেক কম হওয়ায়
গ) ঘর্ষণের পরিমাণে তারতম্য হওয়ায়
ঘ) ঘর্ষণের পরিমাণ অপরিবর্তিত থাকায়
 

সঠিক উত্তর: (খ)
১২৮. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় –
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) চৌম্বক বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (ঘ)
১২৯. কোনো বস্তুর কোন ক্ষমতা নেই?
ক) নিজের অবস্থান পরিবর্তন করার
খ) চিরকাল গতিশীল থাকার
গ) চিরকাল স্থির থাকার
ঘ) ভর নির্দিষ্ট রাখার
 

সঠিক উত্তর: (ক)
১৩০. 10 kg ভরের কোনো বস্তু 10 ms-1 বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে –
ক) 10 kg ms-1
খ) 120 kg ms-1
গ) 100 kg ms-1
ঘ) 1 kg ms-1
 

সঠিক উত্তর: (ঘ)
১৩১. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কী বলে?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) মহাকর্ষ বল
ঘ) মৌলিক বল
 

সঠিক উত্তর: (খ)
১৩২. একটি কাঠের তৈরি ও একটি ইস্পাতের তৈরি সমাকৃতির দুটি সিলিন্ডারের স্থির অবস্থান থেকে গতিশীল এবং গতিশীল অবস্থান থেকে স্থির করতে কোনটি সঠিক?
ক) কাঠের সিলিন্ডারের জড়তা বেশি
খ) ইস্পাতের সিলিন্ডারের জড়তা বেশি
গ) কাঠের সিলিন্ডারের ভর বেশি
ঘ) ইস্পাতের সিলিন্ডারের ভর কম
 

সঠিক উত্তর: (খ)
১৩৩. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ক)
১৩৪. সাম্য বলগুলোর লব্ধি কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) শূন্য
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৫. নিউটনের গতির তৃতীয় সূত্রের ক্ষেত্রে –
i. প্রত্যেক ক্রিয়াশীল বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে
ii. নিউটনের তৃতীয় সূত্র হতে বলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর একই দিকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৩৬. রাস্তার পাশে বর্ষাকালে কাঁদার মধ্যে ট্রাকের চাকা আটকে গেলে শুধু এক জায়গায় ঘুরতে থাকে কেন?
ক) ব্রেকের কারণে
খ) সামনের চাকার কারণে
গ) ঘর্ষণ কমে যায় বলে
ঘ) মাটি নরম বলে
 

সঠিক উত্তর: (গ)
১৩৭. ঘর-বাড়ি, দালানকোঠা নির্মাণ সম্ভব হয় কোনটির জন্য?
ক) ওজন
খ) ভরবেগ
গ) ঘর্ষণ
ঘ) ভর
 

সঠিক উত্তর: (গ)
১৩৮. নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় –
i. জড়তার
ii. বলের
iii. ত্বরণের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে?
ক) মহাকর্ষ বল
খ) দুর্বল নিউক্লীয় বল
গ) স্পর্শ বল
ঘ) সবল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (ক)
১৪০. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে তাকে কোনটির জন্য?
ক) বল
খ) ত্বরণ
গ) ওজন
ঘ) ঘর্ষণ
 

সঠিক উত্তর: (ঘ)
১৪১. নৌকা চালানোতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে?
ক) পিছলানো
খ) স্থিতি
গ) আবর্ত
ঘ) প্রবাহী
 

সঠিক উত্তর: (ঘ)
১৪২. গতিশীল বস্তু হল –
i. রাস্তা-ঘাট
ii. পতনশীল বস্তু
iii. নিক্ষিপ্ত ক্রিকেট বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৪৩. ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে –
i. সর্বদা সমান ও বিপরীতমুখী
ii. সর্বদা একই বস্তুর উপর প্রযুক্ত হয়
iii. সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৪৪. নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হতে গুণগত সংজ্ঞা পাওয়া যায় –
ক) ভরের
খ) বলের
গ) জড়তার
ঘ) ত্বরণের
 

সঠিক উত্তর: (খ)
১৪৫. নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয় কোন বলের জন্য?
ক) সবল নিউক্লিয় বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) তাড়িত চৌম্বক বল
 

সঠিক উত্তর: (খ)
১৪৬. একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগে বেরিয়ে এলো। বন্দুকের পশ্চাদবেগ কত হবে?
ক) 0.5 ms-1
খ) 1.0 ms-1
গ) 1.5 ms-1
ঘ) 2.0 ms-1
 

সঠিক উত্তর: (ক)
১৪৭. 2 kg ভরের একটি বস্তু 5 ms-1 বেগে চলতে থেকে 3 s পরে 8 ms-1 বেগ প্রাপ্ত হলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত?
ক) 1 N
খ) 2 N
গ) 3 N
ঘ) 4 N
 

সঠিক উত্তর: (খ)
১৪৮. ঘর্ষণের প্রকারভেদের মধ্যে অন্তর্ভুক্ত –
i. স্থিতি ঘর্ষণ
ii. আবর্ত ঘর্ষণ
iii. প্রবাহী ঘর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৯. ঠেলা গাড়িতে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
ক) স্থিতি
খ) আবর্ত
গ) প্রবাহী
ঘ) বিসর্প
 

সঠিক উত্তর: (খ)
১৫০. কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
ক) স্থির থাকবে
খ) অসম বেগে চলতে থাকবে
গ) বেগ কমতে থাকবে
ঘ) বেগ বাড়তে থাকবে
 

সঠিক উত্তর: (ক)


SHARE THIS

Author:

Previous Post
Next Post