Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.১

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.১
৩য় অধ্যায় ১ম পর্ব {অধ্যায় - ৩ বল (প্রশ্ন নং ০১ থেকে ৫০)}

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.১
১. শিকারিরা বন্দুক থেকে গুলি ছোড়ার পর পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন?
ক) গুলি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
খ) শিকারি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
গ) শিকারি ও বন্দুকের প্রতিক্রিয়া বল ভিন্ন সময়ে ক্রিয়াশীল হওয়ায়
ঘ) গুলি ও বন্দুকের ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
 

সঠিক উত্তর: (ঘ)
২. প্রকৃতিতে বল কাজ করে –
ক) এককভাবে
খ) জোড়ায়-জোড়ায়
গ) জোড়-বিজোড়
ঘ) ক ও খ
 
সঠিক উত্তর: (খ)
৩. দুর্বল নিউক্লিয় বলের কারণে সংঘটিত হয় –
i. তেজস্ক্রিয় ভাঙ্গন
ii. নিউক্লিয়াসের বিটা ক্ষয়
iii. মৌলিক কণিকার ক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৪. যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাসমূহের মধ্যে কাজ করে তাকে বলা হয় –
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) তাড়িত চৌম্বক বল
ঘ) মহাকর্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
৫. দুটি নিউক্লিয়নের মধ্যে যে বল কাজ করে তাকে বলে –
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) অভিকর্ষ বল
 

সঠিক উত্তর: (খ)
৬. কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
ক) ওজন
খ) ঘর্ষণ
গ) ভর
ঘ) অস্পর্শ বল
 

সঠিক উত্তর: (খ)
৭. দুটি আহিত স্থির বস্তুর মধ্যে কোন বলটি ক্রিয়া করে না?
ক) মহাকর্ষ বল
খ) চৌম্বক বল
গ) অস্পর্শ বল
ঘ) তড়িৎ বল
 

সঠিক উত্তর: (খ)
৮. সংঘর্ষের সময় কোন বল কাজ করে?
ক) তড়িৎ বল
খ) যান্ত্রিক বল
গ) চৌম্বক বল
ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়া বল
 

সঠিক উত্তর: (ঘ)
৯. ঘর্ষণের ফলে কোনটি ঘটে?
ক) যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
খ) ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত
গ) ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পায়
ঘ) শক্তির সংরক্ষণ সূত্র রঙ্ঘিত হয়
 

সঠিক উত্তর: (খ)
১০. সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) রশি টানাটানি
ঘ) বেসবল
 

সঠিক উত্তর: (গ)
১১. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময় ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে?
ক) 5 kg ms-1
খ) 10 kg ms-1
গ) 15 kg ms-1
ঘ) 20 kg ms-1
 

সঠিক উত্তর: (ঘ)
১২. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?
ক) নিউটনের গতির প্রথম সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) শক্তির নিত্যতা সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
 

সঠিক উত্তর: (ঘ)
১৩. একটি বস্তু যখন অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?
ক) স্থিতি ঘর্ষণ
খ) পিছলানো ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) প্রবাহী ঘর্ষণ
 

সঠিক উত্তর: (গ)
১৪. ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর –
ক) সমান
খ) বিপরীত
গ) অসমান
ঘ) সমান ও বিপরীত
 

সঠিক উত্তর: (ঘ)
১৫. কোন বস্তুর ভর 4 kg এবং বস্তুটি 4 ms-1 বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত হবে?
ক) 15 kg ms-1
খ) 16 kg ms-1
গ) 17 kg ms-1
ঘ) 18 kg ms-1
 

সঠিক উত্তর: (খ)
১৬. পদার্থের জড়তার পরিমাপকে কী বলে?
ক) বল
খ) স্থিতি
গ) ওজন
ঘ) ভর
 

সঠিক উত্তর: (ঘ)
১৭. পিছলানো ঘর্ষণের অপর নাম কী?
ক) স্থিতি ঘর্ষণ
খ) আবর্ত ঘর্ষণ
গ) প্রবাহী ঘর্ষণ
ঘ) বিসর্প ঘর্ষণ
 

সঠিক উত্তর: (ঘ)
১৮. নিচের কোনটি লুব্রিকেন্ট পদার্থ?
ক) পেট্রোল
খ) ডিজেল
গ) মবিল
ঘ) গ্যাস
 

সঠিক উত্তর: (গ)
১৯. প্রতিক্রিয়া বলটি কতক্ষণ থাকবে?
ক) 2s পর্যন্ত
খ) 3s পর্যন্ত
গ) যতক্ষণ পর্যন্ত ক্রিয়াবলটি থাকবে
ঘ) 1s পর্যন্ত
 

সঠিক উত্তর: (গ)
২০. নিউটনের তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?
ক) F2=F1
খ) F2=-F1
গ) F1>F2
ঘ) F2>F1
 

সঠিক উত্তর: (খ)
২১. জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
ক) ঘর্ষণ
খ) বল
গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) ভর
 

সঠিক উত্তর: (ক)
২২. ঘর্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) পর্বতারোহীগণ শিলাখন্ড বা পাহাড়ের তলকে ভালোভাবে পা এবং হাত দ্বারা আঁকড়ে ধরেন
খ) ঘর্ষণ বৃদ্ধির জন্য গ্রীজ ব্যবহার করা হয়
গ) খেলোয়াড়দের বুটের নিচে যথাসম্ভব মসৃণ থাকে যাকে দৌড়ানোর সময় পরে না যায়
ঘ) বল বেয়ারিং ব্যবহার করার ফলে ঘর্ষণ বৃদ্ধি করা সম্ভবপর হয়
 

সঠিক উত্তর: (ক)
২৩. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। গতিশীল অবস্থা থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে থামাতে হলে কোনটি ঘটবে?
ক) ইস্পাতের সিলিন্ডারটিকে থামাতে অধিকতর বলের প্রয়োজন
খ) কাঠের সিলিন্ডারটিকে থামাতে অধিকতর বলের প্রয়োজন
গ) ইস্পাতের সিলিন্ডারটিকে থামানো অসম্ভব
ঘ) কাঠের সিলিন্ডারটিকে থামানো অসম্ভব
 

সঠিক উত্তর: (ক)
 ২৪. ভরবেগ কিসের উপর নির্ভর করে?
ক) ভর
খ) বেগ
গ) ভর ও বেগ
ঘ) কোনটিই নয়
 

সঠিক উত্তর: (গ)
২৫. বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর দিকে সৃষ্ট ত্বরণের মধ্যে সম্পর্ক জানা যায় কোন সূত্র হতে?
ক) নিউটনের প্রথম সূত্র
খ) নিউটনের দ্বিতীয় সূত্র
গ) নিউটনের তৃতীয় সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
 

সঠিক উত্তর: (খ)
২৬. ঘর্ষণ বল কিসের উদাহরণ?
ক) অস্পর্শ বলের
খ) স্পর্শ বলের
গ) মহাকর্ষ বলের
ঘ) তাড়িতচৌম্বক বলের
 

সঠিক উত্তর: (খ)
২৭. আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয় –
ক) তড়িৎ বল ও অভিকর্ষ বল
খ) তড়িৎ বল ও চৌম্বক বল
গ) চৌম্বক বল ও নিউক্লিয় বল
ঘ) অভিকর্ষ বল ও নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (খ)
২৮. প্রকৃতি থেকে পাওয়া যায় –
i. মহাকর্ষ ও তাড়িতচৌম্বক বল
ii. দুর্বল নিউক্লীয় বল
iii. সবল নিউক্লীয় বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৯. যাত্রীসহ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করল। বাসযাত্রীর ক্ষেত্রে কী ঘটবে?
ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
গ) বাসযাত্রী দোদুল্যমান থাকবে
ঘ) বাসযাত্রীর অবস্থান অপরিবর্তিত থাকবে
 

সঠিক উত্তর: (খ)
৩০. কোন বল খুব স্বল্প পাল্লার এবং আকর্ষণ ধর্মী?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ঘ)
৩১. সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ঘর্ষণ বল
ঘ) টান বল
 

সঠিক উত্তর: (খ)
৩২. দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) অসীম
খ) 10-16 এর বেশি
গ) 10-16 m এর কম
ঘ) 10-16 m
 

সঠিক উত্তর: (খ)
৩৩. গাড়ির টায়ারে রাবারের উপর নকশায় কোনটি থাকে?
ক) আল্পনা
খ) দাঁত
গ) কাঁটা
ঘ) চুম্বক
 

সঠিক উত্তর: (খ)
৩৪. নিউক্লিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ঘ)
৩৫. দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটি হয় না?
ক) তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া
খ) নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি
গ) নিউক্লিয়াস হতে বিটাক্ষয়
ঘ) তাড়িতচৌম্বক বলের সৃষ্টি
 

সঠিক উত্তর: (ঘ)
৩৬. একটি বাতাস ভর্তি বেলুনকে দু’হাত দ্বারা চেপে ধরলে কী ঘটে?
ক) সংকুচিত হবে
খ) প্রসারিত হবে
গ) কোন পরিবর্তন ঘটবে না
ঘ) বাতাস বেরিয়ে যাবে
 

সঠিক উত্তর: (ক)
৩৭. গতিশীল না হওয়া পর্যন্ত কোনো বস্তুর উপর কোন ঘর্ষণ বল কাজ করে?
ক) স্থিতি
খ) পিছলানো
গ) আবর্ত
ঘ) প্রবাহী
 

সঠিক উত্তর: (ক)
৩৮. কোনটি তড়িৎ বলের কারণে সৃষ্টি হয়?
ক) ঘর্ষণ বল
খ) অভিকর্ষ বল
গ) চৌম্বক বল
ঘ) মহাকর্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
৩৯. নিউটনের গতির সূত্রানুসারে –
i. বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে
ii. বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে
iii. নিউটনের প্রথম সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
৪০. দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলে –
ক) তাড়িতচৌম্বক বল
খ) মহাকর্ষ বল
গ) নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (ক)
৪১. অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
ক) বেগ
খ) দিন
গ) বেগ অথবা দিক
ঘ) বেগ এবং দিক
 

সঠিক উত্তর: (ঘ)
৪২. সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) 10-14 m
খ) 10-15 m
গ) 10-16 m
ঘ) 10-17 m
 

সঠিক উত্তর: (খ)
৪৩. বায়ুর বাঁধা হল এক ধরনের –
ক) ঘর্ষণ বল
খ) ঘাত বল
গ) টান বল
ঘ) লক্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
৪৪. নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে প্রযোজ্য –
i. দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র নির্ণয় সম্ভব
ii. দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয় সম্ভব
iii. তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয় সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
৪৫. নিচের কোনটি সঠিক?
ক) আবর্ত ঘর্ষণ বল = পিছলানো ঘর্ষণ বল
খ) আবর্ত ঘর্ষণ বল > পিছলানো ঘর্ষণ বল
গ) আবর্ত ঘর্ষণ বল < পিছলানো ঘর্ষণ বল
ঘ) আবর্ত ঘর্ষণ বল << পিছলানো ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (গ)
৪৬. যদি কোন বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধিবলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে বলা হয়
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) স্পর্শ বল
ঘ) অস্পর্শ বল
 

সঠিক উত্তর: (খ)
৪৭. ভরবেগের দিক কোন দিকে?
ক) ভরের দিকে
খ) বেগের দিকে
গ) বলের দিকে
ঘ) সরণের দিকে
 

সঠিক উত্তর: (খ)
৪৮. দুটি আহিত কণা স্থির থাকলে তাদের মধ্যে কোন ক্রিয়া করে?
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) স্পর্শ বল
ঘ) নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (খ)
৪৯. মেঝের উপর দিয়ে একটি বাক্সকে টেনে নেয়ার সময় আমরা কোন বল প্রয়োগ করি?
ক) টান বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) অসাম্য বল
 

সঠিক উত্তর: (ক)
৫০. একটি সুকৌশল আবিষ্কার কি?
ক) চাকা
খ) রেডিও
গ) টিভি
ঘ) কম্পিউটার
 

সঠিক উত্তর: (ক)


SHARE THIS

Author:

Previous Post
Next Post
২০ নভেম্বর, ২০১৭ এ ১০:১৪ PM

very nice. but it would be more beter,if the all ans. would be given under the 50th quest.

Reply
avatar
২৩ নভেম্বর, ২০১৭ এ ৫:১৮ PM

Thank You Very Much for your advice for me. But look my dear,,, I have give all answer under the question. Thanks again.

Reply
avatar