Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৬


দশম শ্রেণির পদার্থ-MCQ-২.
২য় অধ্যায় ৬ষ্ঠ এবং শেষ পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ২৫১ থেকে ২৭৩)}
এই অধ্যায় থেকে সর্বমোট ২৭৩ টি প্রশ্ন নির্বাচিত হলো
  

যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন- 
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৫ম পর্ব পড়তে পারবেন-

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৬
২৫১. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক) ত্বরণ
খ) মন্দন
গ) ভর
ঘ) দ্রুতি
 
সঠিক উত্তর: (ঘ)
২৫২. শব্দের বেগকে সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ হিসেবে ধরা হয় কেন?
ক) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
খ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ হ্রাস পেতে থাকে বলে
গ) শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে বলে
ঘ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে অতি দ্রুত শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
 

সঠিক উত্তর: (গ)
২৫৩. অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৪. স্পন্দন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি –
i. পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে
ii. পর্যায়কালের বাকী অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে
iii. এটি এক ধরনের পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৫. স্কেলার রাশিগুলো হলো –
i. দৈর্ঘ্য, ভর, দ্রুতি
ii. কাজ, শক্তি, সময়
iii. কাজ, ক্ষমতা শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৬. চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে –
i. একজনের সাপেক্ষে অন্যজন স্থির
ii. লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে উভয়ই গতিশীল
iii. পৃথিবী সাপেক্ষে তাদের গতি আপেক্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৭. কোনো গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে –
ক) চলনগতি
খ) রৈখিক গতি
গ) স্পন্দন গতি
ঘ) ঘূর্ণন গতি
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৮. কোনটি স্কেলার রাশি?
ক) তড়িৎ তীব্রতা
খ) বল
গ) তাপমাত্রা
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (গ)
২৫৯. বস্তু জগতের কোনটিকে দিকের বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে?
ক) পদার্থ
খ) ধাতু
গ) রাশি
ঘ) অধাতু
 

সঠিক উত্তর: (গ)
২৬০. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) অভিকর্ষ
গ) মহাকর্ষ
ঘ) মহাকর্ষীয় বিভব
 

সঠিক উত্তর: (খ)
২৬১. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক) রৈখিক গতি
খ) চলন গতি
গ) স্পন্দন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
 

সঠিক উত্তর: (ঘ)
২৬২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. প্রসঙ্গ বিন্দুটি অজানা বিন্দু
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৬৩. ত্বরণ ও বেগের ক্ষেত্রে –
i. বেগ ও ত্বরণ উভয়ই দিক রাশি
ii. ত্বরণের মাত্রা LT-2
iii. বেগের মাত্রা LT-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৬৪. g = GM/R2 সূত্রে R – কে কী বলা হয়?
ক) পৃথিবীর ভর
খ) চন্দ্রের ব্যাসার্ধ
গ) পৃথিবীর ব্যাস
ঘ) পৃথিবীর ব্যাসার্ধ
 

সঠিক উত্তর: (ঘ)
২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সূর্য ও মানুষের মধ্যে অতিকর্ষ বল ক্রিয়া করে
ii. কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে তাতে ত্বরণ সৃষ্টি হয়
iii. অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২৬৬. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
ক) ত্বরণ
খ) মন্দন
গ) সুষম ত্বরণ
ঘ) অসম ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
২৬৭. গতির সমীকরণগুলোর প্রত্যেকটিতে কয়টি করে রাশি আছে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
 

সঠিক উত্তর: (খ)
২৬৮. একটি রাইফেলের গুলি কেবল 0.5 cm পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কতটি তক্তাকে ভেদ করতে পারবে?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
 

সঠিক উত্তর: (গ)
২৬৯. কোনটি ত্বরণের একক?
ক) ms-1
খ) m2s-2
গ) ms-2
ঘ) ms2
 

সঠিক উত্তর: (গ)
২৭০. 15 ms-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5 s যাবত 4 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 35 m
খ) 65 m
গ) 79 m
ঘ) 125 m
 

সঠিক উত্তর: (ঘ)
২৭১. স্থিতি কার অবস্থা?
ক) স্থিতিশীল বস্তুর
খ) গতিশীল বস্তুর
গ) ভারী বস্তুর
ঘ) হালকা বস্তুর
 

সঠিক উত্তর: (ক)
২৭২. কোনটি বেগের মাত্রা?
ক) LT-2
খ) L
গ) TL-1
ঘ) LT-1
 

সঠিক উত্তর: (ঘ)
২৭৩. ভেক্টর রাশির অপর নাম কি?
ক) দিক রাশি
খ) অদিক রাশি
গ) স্কেলার রাশি
ঘ) সবগুলো
 

সঠিক উত্তর: (ক)


SHARE THIS

Author:

Previous Post
Next Post