নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ
২য় অধ্যায় ৪র্থ এবং শেষ পর্ব {অধ্যায় - ২ পদার্থের অবস্থা (প্রশ্ন নং ১৫১ হতে ২১৯)}
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ১ম পর্ব পড়তে পারেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ২য় পর্ব পড়তে পারেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ৩য় পর্ব পড়তে পারেন-
১৫১. পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল ও গতিশক্তি পরস্পর-
ক) বিপরীতমুখী
খ) সমমুখী
গ) বিপরীত ও সমমুখী
ঘ) একমুখী
ক) বিপরীতমুখী
খ) সমমুখী
গ) বিপরীত ও সমমুখী
ঘ) একমুখী
সঠিক উত্তর: (ক)
১৫২. বিভিন্ন মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়ে-
i. স্বতঃস্ফুর্তভাবে
ii. চাপের প্রভাবে
iii. তাপের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. স্বতঃস্ফুর্তভাবে
ii. চাপের প্রভাবে
iii. তাপের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
খ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
গ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়
ঘ) জিঙ্ক (Zn)ও সালফিউরিক এসিডের (H2SO4) বিক্রিয়া
ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
খ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
গ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়
ঘ) জিঙ্ক (Zn)ও সালফিউরিক এসিডের (H2SO4) বিক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. SO2, CO2, H2S প্রভৃতির বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. স্ফুটনাংক
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. স্ফুটনাংক
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (খ)
১৫৫. আমোনিয়া গ্যাস বায়ুর সাথে মিশলে তা-
ক) নীল লিটমাসকে লাল করে
খ) লাল লিটমাসকে নীল করে
গ) লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকে
ঘ) নীল লিটমাস বর্ণহীন হয়ে যায়
ক) নীল লিটমাসকে লাল করে
খ) লাল লিটমাসকে নীল করে
গ) লিটমাস পেপারের বর্ণ অপরিবর্তিত থাকে
ঘ) নীল লিটমাস বর্ণহীন হয়ে যায়
সঠিক উত্তর: (খ)
১৫৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে ব্যবহৃত হয় কোনটি?
ক) ব্যারোমিটার
খ) ক্যালরিমিটার
গ) থার্মোমিটার
ঘ) ন্যানোমিটার
ক) ব্যারোমিটার
খ) ক্যালরিমিটার
গ) থার্মোমিটার
ঘ) ন্যানোমিটার
সঠিক উত্তর: (গ)
১৫৭. একটি তরল 1000C তাপমাত্রায় বাষ্পীভূত হয়। তরলটির অন্য কোন বৈশিষ্ট্যর দ্বারা প্রমাণিত হয় যে, এটি বিশুদ্ধ পানি?
ক) বাষ্পীভূত হওয়ার পর কোন অবশিষ্ট থাকে না
খ) এটি 00C তাপমাত্রায় কঠিন অবস্থা প্রাপ্ত হয়
গ) এটি অম্লীয় বা ক্ষারীয় নয়
ঘ) এটি বর্ণহীন
ক) বাষ্পীভূত হওয়ার পর কোন অবশিষ্ট থাকে না
খ) এটি 00C তাপমাত্রায় কঠিন অবস্থা প্রাপ্ত হয়
গ) এটি অম্লীয় বা ক্ষারীয় নয়
ঘ) এটি বর্ণহীন
সঠিক উত্তর: (খ)
১৫৮. নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস?
ক) বায়োগ্যাস
খ) মিথেন
গ) হিলিয়াম
ঘ) হাইড্রোজেন
ক) বায়োগ্যাস
খ) মিথেন
গ) হিলিয়াম
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (খ)
১৫৯. নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?
ক) কেরোসিন
খ) সাধারণ লবণ
গ) পানি
ঘ) নাইট্রোজেন
ক) কেরোসিন
খ) সাধারণ লবণ
গ) পানি
ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)
১৬০. CNG চালিত যানবাহনের কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক) মিথেন
খ) ইথেন
গ) বিউটেন
ঘ) অকটেন
ক) মিথেন
খ) ইথেন
গ) বিউটেন
ঘ) অকটেন
সঠিক উত্তর: (ক)
১৬১. তাপশক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটে?
ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়
খ) গতিশক্তি হ্রাস পায়
গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়
ঘ) তীব্রবেগে এলোমেলোভাবে ছুটাছুটি করে
ক) আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি পায়
খ) গতিশক্তি হ্রাস পায়
গ) আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি সমান হয়
ঘ) তীব্রবেগে এলোমেলোভাবে ছুটাছুটি করে
সঠিক উত্তর: (ঘ)
১৬২. জীবাশ্ম জ্বালানির নানাবিধ ব্যবহার রয়েছে। কোনটি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক) মিথেন
খ) সি.এন.জি
গ) বিউটেন
ঘ) প্রোপেন
ক) মিথেন
খ) সি.এন.জি
গ) বিউটেন
ঘ) প্রোপেন
সঠিক উত্তর: (খ)
১৬৩. সমসত্ত্ব মিশ্রণের-
ক) সকল অংশে উপাদানের অনুপাত একই হয়
খ) উপাদানের ধর্ম পরিবর্তিত হয়
গ) একেক অংশে উপাদানের অনুপাত ভিন্ন
ঘ) উপাদান অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়
সঠিক উত্তর: (ক)
ক) সকল অংশে উপাদানের অনুপাত একই হয়
খ) উপাদানের ধর্ম পরিবর্তিত হয়
গ) একেক অংশে উপাদানের অনুপাত ভিন্ন
ঘ) উপাদান অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়
সঠিক উত্তর: (ক)
১৬৪. কোন অবস্থায় পদার্থের আয়তন নির্দিষ্ট থাকে?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) বাষ্পীয়
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) বাষ্পীয়
সঠিক উত্তর: (ক)
১৬৫. পানি ফুটা শুরু করে সম্পূর্ণ বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপ দিলেও তাপমাত্রা বাড়ে না, এর কারণ কোনটি?
ক) পানি তাপ শোষণ করে
খ) পানি তাপ নির্গত করে
গ) পরিপার্শ্বের বস্তুসমূহ তাপ শোষণ করে
ঘ) বাষ্প তাপ শোষণ করে
ক) পানি তাপ শোষণ করে
খ) পানি তাপ নির্গত করে
গ) পরিপার্শ্বের বস্তুসমূহ তাপ শোষণ করে
ঘ) বাষ্প তাপ শোষণ করে
সঠিক উত্তর: (ক)
১৬৬. পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়?
ক) অভিস্রবণ মিশ্রণ
খ) ব্যাপন
গ) অনুব্যাপন
ঘ) নিঃসরণ
ক) অভিস্রবণ মিশ্রণ
খ) ব্যাপন
গ) অনুব্যাপন
ঘ) নিঃসরণ
সঠিক উত্তর: (খ)
১৬৭. সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর গলনাঙ্ক উচ্চ
ii. এর আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল
iii. এর অণুসমূহের গতিশক্তি খুবই বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. এর গলনাঙ্ক উচ্চ
ii. এর আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল
iii. এর অণুসমূহের গতিশক্তি খুবই বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৮. দহন বিক্রিয়া সবসময়-
ক) তাপোৎপাদী হয়
খ) তাপহারী হয়
গ) তাপ উৎপন্ন হয় না
ঘ) তাপের উৎপাদ-তাপহারী হয়
ক) তাপোৎপাদী হয়
খ) তাপহারী হয়
গ) তাপ উৎপন্ন হয় না
ঘ) তাপের উৎপাদ-তাপহারী হয়
সঠিক উত্তর: (ক)
১৬৯. একই পদার্থকে কীভাবে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় দেওয়া যায়?
ক) তাপ প্রয়োগে
খ) তাপ হ্রাস করে
গ) চাপ প্রয়োগ
ঘ) চাপ হ্রাস করে
ক) তাপ প্রয়োগে
খ) তাপ হ্রাস করে
গ) চাপ প্রয়োগ
ঘ) চাপ হ্রাস করে
সঠিক উত্তর: (ক)
১৭০. কক্ষ তাপমাত্রায় একটি পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসটির-
i. গলনাংক ও স্ফটনাংক কক্ষতাপমাত্রার নিচে অবস্থান করে
ii. গলনাংক কক্ষতাপমাত্রার নিচে কিন্তু স্ফুটনাংক কক্ষতাপমাত্রার উপরে থাকে
iii. কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. গলনাংক ও স্ফটনাংক কক্ষতাপমাত্রার নিচে অবস্থান করে
ii. গলনাংক কক্ষতাপমাত্রার নিচে কিন্তু স্ফুটনাংক কক্ষতাপমাত্রার উপরে থাকে
iii. কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (খ)
১৭১. কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এর ফলে-
ক) কণাসমূহের গতি তীব্র হয়
খ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়
গ) কণাসমূহের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়
ঘ) কণাসমূহের আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়
ক) কণাসমূহের গতি তীব্র হয়
খ) কণাসমূহের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়
গ) কণাসমূহের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়
ঘ) কণাসমূহের আন্তঃআণবিক ব্যবধান বেড়ে যায়
সঠিক উত্তর: (খ)
১৭২. পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব কী?
ক) ভৌত ধর্ম
খ) রাসায়নিক ধর্ম
গ) ভৌত ও রাসায়নিক ধর্ম
ঘ) কোনোটিই নয়
ক) ভৌত ধর্ম
খ) রাসায়নিক ধর্ম
গ) ভৌত ও রাসায়নিক ধর্ম
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৭৩. কঠিন পদার্থ আছে-
i. যার ওজন ও আয়তন আছে
ii. যা স্থান দখল করে
iii. যা বল প্রয়োগে বাধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. যার ওজন ও আয়তন আছে
ii. যা স্থান দখল করে
iii. যা বল প্রয়োগে বাধা প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. গলনাঙ্ক এমন এক তাপমাত্রা যাতে-
ক) কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে
খ) কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
গ) কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়
ঘ) কোনো কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
ক) কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে
খ) কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
গ) কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়
ঘ) কোনো কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
সঠিক উত্তর: (গ)
১৭৫. অবস্থাভেদে পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?
ক) কঠিন>তরল>গ্যাসীয়
খ) গ্যাসীয়<কঠিন<তরল
গ) তরল>গ্যাসীয়>কঠিন
ঘ) গ্যাসী>তরল>কঠিন
ক) কঠিন>তরল>গ্যাসীয়
খ) গ্যাসীয়<কঠিন<তরল
গ) তরল>গ্যাসীয়>কঠিন
ঘ) গ্যাসী>তরল>কঠিন
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পদার্থের-পরিবর্তন ঘটে।
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) অবস্থার
ঘ) ভৌত ও রাসায়নিক
ক) ভৌত
খ) রাসায়নিক
গ) অবস্থার
ঘ) ভৌত ও রাসায়নিক
সঠিক উত্তর: (গ)
১৭৭. মোম একটি-
i. হাইড্রোকার্বন
ii. কার্বোহাইড্রেট
iii. জৈব যৌগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. হাইড্রোকার্বন
ii. কার্বোহাইড্রেট
iii. জৈব যৌগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (খ)
১৭৮. যার জড়তা আছে তাই-
ক) শক্তি
খ) পদার্থ
গ) জড় পদার্থ
ঘ) উপাদান
ক) শক্তি
খ) পদার্থ
গ) জড় পদার্থ
ঘ) উপাদান
সঠিক উত্তর: (খ)
১৭৯. খাবার লবণ ও পানির দ্রবণ এর ক্ষেত্রে-
i. এটি একটি সমসত্ত্ব মিশ্রণ
ii. প্রক্রিয়াটি একটি ব্যাপন প্রক্রিয়া
iii. প্রক্রিয়াটি একটি অনুব্যাপন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. এটি একটি সমসত্ত্ব মিশ্রণ
ii. প্রক্রিয়াটি একটি ব্যাপন প্রক্রিয়া
iii. প্রক্রিয়াটি একটি অনুব্যাপন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
১৮০. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকে?
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) অর্ধতরল
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) অর্ধতরল
সঠিক উত্তর: (ক)
১৮১. চাপ প্রয়োগ করলে তরল পদার্থ স্বল্পমাত্রায় সংকুচিত হয়, এর কারণ কোনটি?
ক) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি থাকে
খ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না
গ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্তান সামান্য থাকে
ঘ) এতে আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান বেশি থাকে
ক) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি থাকে
খ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে না
গ) এতে আন্তঃআণবিক ফাঁকা স্তান সামান্য থাকে
ঘ) এতে আন্তঃপারমাণবিক ফাঁকা স্থান বেশি থাকে
সঠিক উত্তর: (গ)
১৮২. জলীয়বাষ্পকে তরলে পরিণত করা যায়?
ক) চাপ অপসারণ করে
খ) শীতল করে
গ) চাপ অপসারণ বা শীতল করে
ঘ) চাপ প্রয়োগ বা শীতল করে
ক) চাপ অপসারণ করে
খ) শীতল করে
গ) চাপ অপসারণ বা শীতল করে
ঘ) চাপ প্রয়োগ বা শীতল করে
সঠিক উত্তর: (ঘ)
১৮৩. মোমবাতি জ্বলতে থাকলে-
i. পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়
ii. ভৌত পরিবর্তন ঘটে
iii. রাসায়নিক পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়
ii. ভৌত পরিবর্তন ঘটে
iii. রাসায়নিক পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৪. গলানাঙ্কের ক্ষেত্রে-
i. যে তাপমাত্রায় কঠিন তরলের সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
ii. বরফের গলনাঙ্ক 00C
iii.গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. যে তাপমাত্রায় কঠিন তরলের সৃষ্টি হয় তাই গলনাঙ্ক
ii. বরফের গলনাঙ্ক 00C
iii.গলনাঙ্ক কোনো পদার্থের ভৌত ধর্ম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৫. কোনো বস্তুর আন্তঃআণবিক শক্তি খুব বেশি হলে তা-
ক) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থ
খ) সাধারণ তাপমাত্রায় তরল
গ) সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়
ঘ) তার ওজন বেশি
ক) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট কঠিন পদার্থ
খ) সাধারণ তাপমাত্রায় তরল
গ) সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়
ঘ) তার ওজন বেশি
সঠিক উত্তর: (ক)
১৮৬. তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূন্য হয়
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূন্য হয়
সঠিক উত্তর: (খ)
১৮৭. লোহার গলনাঙ্ক কত?
ক) 10630C
খ) 15400C
গ) 36000C
ঘ) 8010C
ক) 10630C
খ) 15400C
গ) 36000C
ঘ) 8010C
সঠিক উত্তর: (খ)
১৮৮. পদার্থের-
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৮৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?
ক) মধু
খ) কেরোসিন
গ) মোম
ঘ) নাইট্রোজেন
ক) মধু
খ) কেরোসিন
গ) মোম
ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
১৯০. কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?
ক) হিমাঙ্কে
খ) স্ফুটনাঙ্কে
গ) গলনাঙ্কে
ঘ) শিশিরাঙ্কে
ক) হিমাঙ্কে
খ) স্ফুটনাঙ্কে
গ) গলনাঙ্কে
ঘ) শিশিরাঙ্কে
সঠিক উত্তর: (গ)
১৯১. পানির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর স্ফুটনাঙ্ক নিম্ন
ii. এর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির মান প্রায় সমান
iii. এর আন্তঃআনবিক ফাঁকা স্থান খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. এর স্ফুটনাঙ্ক নিম্ন
ii. এর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির মান প্রায় সমান
iii. এর আন্তঃআনবিক ফাঁকা স্থান খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
১৯২. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীলতার সঠিক ক্রম কোনটি?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) প্লাজমা
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) প্লাজমা
সঠিক উত্তর: (গ)
১৯৩. চাপের প্রভাবে কোনো অণুসমূহের প্রবাহিত হওয়াকে নিঃসরণ বলে। এর উদাহরণ কোনটি?
ক) ময়লার দুর্গন্ধ চারদিকে ছড়ানো
খ) KMnO দ্রবণের বর্ণ বেগুনি হওয়া
গ) তরলের মধ্যে দ্রবণ কণার চলাচল
ঘ) গাড়ির চাকা পাংচার হওয়া
ক) ময়লার দুর্গন্ধ চারদিকে ছড়ানো
খ) KMnO দ্রবণের বর্ণ বেগুনি হওয়া
গ) তরলের মধ্যে দ্রবণ কণার চলাচল
ঘ) গাড়ির চাকা পাংচার হওয়া
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক) পাথর
খ) পেট্রোল
গ) লোহা
ঘ) কার্বন ডাইঅক্সাইড
ক) পাথর
খ) পেট্রোল
গ) লোহা
ঘ) কার্বন ডাইঅক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
১৯৫. তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা কোন অবস্থায় পরিণত হয়?
ক) কঠিন
খ) গ্যাসীয়
গ) তরলই থেকে যায়
ঘ) কেলাস গঠন করে
ক) কঠিন
খ) গ্যাসীয়
গ) তরলই থেকে যায়
ঘ) কেলাস গঠন করে
সঠিক উত্তর: (খ)
১৯৬. কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণার গতি-
ক) কম
খ) সমান
গ) বেশি
ঘ) নগণ্য
ক) কম
খ) সমান
গ) বেশি
ঘ) নগণ্য
সঠিক উত্তর: (গ)
১৯৭. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) সকল অবস্থায়
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) সকল অবস্থায়
সঠিক উত্তর: (ঘ)
১৯৮. কত অ্যাটমোস্ফিয়ার চাপকে স্বাভাবিক চাপ বলা হয়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১৯৯. উদ্দীপকের যৌগটির ক্ষেত্রে তাপ প্রদানে বক্ররেখায় কয়টি ধাপ বৃষ্টি হবে?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
সঠিক উত্তর: (ঘ)
২০০. নিচের পরিবর্তনসমূহ লক্ষ করো-
i. মোমকে তাপে গলনো একটি রাসায়নিক পরিবর্তন
ii. পানিকে ঠাণ্ডা করল তা বরফে পরিণত হয়
iii. কপার ধাতুকে দীর্ঘ সময় বাতাসে উত্তপ্ত করা একটি রাসায়নিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. মোমকে তাপে গলনো একটি রাসায়নিক পরিবর্তন
ii. পানিকে ঠাণ্ডা করল তা বরফে পরিণত হয়
iii. কপার ধাতুকে দীর্ঘ সময় বাতাসে উত্তপ্ত করা একটি রাসায়নিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
২০১. চিনির শরবত হচ্ছে-
ক) অসমসত্ব মিশ্রণ
খ) সমসত্ব মিশ্রণ
গ) মৌলিক পদার্থ
ঘ) যৌগিক পদার্থ
ক) অসমসত্ব মিশ্রণ
খ) সমসত্ব মিশ্রণ
গ) মৌলিক পদার্থ
ঘ) যৌগিক পদার্থ
সঠিক উত্তর: (খ)
২০২. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভূতির-
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. ভর আছে
ii. জায়গা দখল করে
iii. জড়তা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৩. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?
ক) নিঃসরণ
খ) অনুব্যাপন
গ) ব্যাপন
ঘ) অভিস্রবণ
ক) নিঃসরণ
খ) অনুব্যাপন
গ) ব্যাপন
ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (গ)
২০৪. রাসায়নিক পরিবর্তনে-
i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
iii. এ পরিবর্তন স্থায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়
ii. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
iii. এ পরিবর্তন স্থায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৫. পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য ও ধর্ম রয়েছে-
i. কঠিন অবস্থায়
ii. তরল অবস্থায়
iii. গ্যাসীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. কঠিন অবস্থায়
ii. তরল অবস্থায়
iii. গ্যাসীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০৬. চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন-
ক) কোনো পরিবর্তন ঘটে না
খ) অতি অল্প মাত্রায় সংকোচনশীল
গ) অনেক বেশি সংকোচনশীল
ঘ) অসংকোচনশীল
ক) কোনো পরিবর্তন ঘটে না
খ) অতি অল্প মাত্রায় সংকোচনশীল
গ) অনেক বেশি সংকোচনশীল
ঘ) অসংকোচনশীল
সঠিক উত্তর: (খ)
২০৭. হাসপাতালের সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরা হয়-
ক) কম চাপে
খ) উচ্চ চাপে
গ) মোটামুটি চাপে
ঘ) কোনো রকম চাপ ছাড়া
ক) কম চাপে
খ) উচ্চ চাপে
গ) মোটামুটি চাপে
ঘ) কোনো রকম চাপ ছাড়া
সঠিক উত্তর: (খ)
২০৮. পদার্থের অণুসমূহের গতিশক্তির ফলে-
i. অণুসমূহ দূরে সরে যায়
ii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পায়
iii. আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. অণুসমূহ দূরে সরে যায়
ii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পায়
iii. আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
২০৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক) পানি
খ) লবণ
গ) মোম
ঘ) নাইট্রোজেন
ক) পানি
খ) লবণ
গ) মোম
ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
২১০. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের আণবিক ভর কত?
ক) 12
খ) 12g
গ) 16
ঘ) 16g
ক) 12
খ) 12g
গ) 16
ঘ) 16g
সঠিক উত্তর: (গ)
২১১. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
ক) পাথর
খ) কার্বন ডাই অক্সাইড
গ) লোহা
ঘ) পেট্রোল
ক) পাথর
খ) কার্বন ডাই অক্সাইড
গ) লোহা
ঘ) পেট্রোল
সঠিক উত্তর: (খ)
২১২. নিচের কোনটি যৌগিক পদার্থ?
ক) ইট
খ) পারদ
গ) সিলিন্ডার ভরা অক্সিজেন গ্যাস
ঘ) বেলুন ভরা হিলিয়াম গ্যাস
ক) ইট
খ) পারদ
গ) সিলিন্ডার ভরা অক্সিজেন গ্যাস
ঘ) বেলুন ভরা হিলিয়াম গ্যাস
সঠিক উত্তর: (ক)
২১৩. প্রেসার কুকারে ভাত রান্না করতে কম সময় লাগে, কারণ
i. কৃত্রিম উপায়ে চাপ বৃদ্ধি করা হয়
ii. অল্প তাপে পানি ফুটতে থাকে
iii. চাপ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. কৃত্রিম উপায়ে চাপ বৃদ্ধি করা হয়
ii. অল্প তাপে পানি ফুটতে থাকে
iii. চাপ বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (খ)
২১৪. আন্তঃআণবিক শক্তি পদার্থের কোনটির উপর নির্ভর করে?
ক) প্রস্থের উপর
খ) পদার্থের ঘনত্বের উপর
গ) দৈর্ঘ্যের উপর
ঘ) প্রকৃতির উপর
ক) প্রস্থের উপর
খ) পদার্থের ঘনত্বের উপর
গ) দৈর্ঘ্যের উপর
ঘ) প্রকৃতির উপর
সঠিক উত্তর: (ঘ)
২১৫. ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে বায়ুর চাপ-
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) ভেতরে বেশি বাইরে কম
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) ভেতরে বেশি বাইরে কম
সঠিক উত্তর: (গ)
২১৬. সদ্য ফুটানো এক কাপ গরম টেবিলে রাখেলে-
i. জলীয় বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়বে
ii. কাপটি এক সময় ঠাণ্ডা হয়ে যাবে
iii. এক সময় কাপটি পানি শূন্য হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. জলীয় বাষ্পের কণা বাতাসে ছড়িয়ে পড়বে
ii. কাপটি এক সময় ঠাণ্ডা হয়ে যাবে
iii. এক সময় কাপটি পানি শূন্য হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
২১৭. পদার্থ হলো এমন ভৌত বস্তু যার-
i. ভর আছে
ii. আয়তন আছে
iii. আকার নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. ভর আছে
ii. আয়তন আছে
iii. আকার নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ক)
নিচের অনুচ্ছেদ ব্যবহার করে ২টি প্রশ্নের উত্তর দাও।
A একটি কঠিন পদার্থ যা খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। এর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। এর অণুসমূহ দৃঢ় সংবদ্ধ ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে।
২১৮. ‘A’ পদার্থে তাপ প্রয়োগ করলে-
i. আন্তঃআণবিক আকার্ষণ কমে যাবে
ii. অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পাবে
iii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
A একটি কঠিন পদার্থ যা খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়। এর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। এর অণুসমূহ দৃঢ় সংবদ্ধ ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে।
২১৮. ‘A’ পদার্থে তাপ প্রয়োগ করলে-
i. আন্তঃআণবিক আকার্ষণ কমে যাবে
ii. অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পাবে
iii. আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১৯. সাদা ধোঁয়া কাচনলের ঘন হাইড্রোজেন ক্লোরাইডের কাছাকাছি হয়, কারণ-
i. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অ্যামোনিয়ার চেয়ে বেশি
ii. আণবিক ভর কম হওয়ায় অ্যামোনিয়ার ব্যাপন প্রক্রিয়া দ্রুত হয়
iii. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি হওয়ায় ব্যাপনের হার কম হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
i. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর অ্যামোনিয়ার চেয়ে বেশি
ii. আণবিক ভর কম হওয়ায় অ্যামোনিয়ার ব্যাপন প্রক্রিয়া দ্রুত হয়
iii. হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি হওয়ায় ব্যাপনের হার কম হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
সঠিক উত্তর: (ঘ)