Chemistry -MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ২.২

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ

২য় অধ্যায় ২য় পর্ব {অধ্যায় - ২ পদার্থের অবস্থা (প্রশ্ন নং ৫১ হতে ১০০)}
 
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ১ম পর্ব পড়তে পারেন-


Chemistry -MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ২.২
৫১. সি.এন.জি কী?
ক) সম্প্রসারিত প্রাকৃতিক গ্যাস
খ) সংকুচিত প্রাকৃতিক গ্যাস
গ) সংকুচিত বিউটেন গ্যাস
ঘ) এক ধরনের বেবী ট্যাক্সি
 

সঠিক উত্তর: (খ)
৫২. অক্সিজেনের ব্যাপনের হার কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি, কারণ-
i. অক্সিজেনের আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
ii. অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম
iii. অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে বেশি সক্রিয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৫৩. উর্ধ্বপাতিত পদার্থ-
i. ন্যাপথালিন
ii. আয়োডিন
iii. কর্পূর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৪. মুখ বন্ধ বেলুনের ভেতরের গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোনটি ঘটবে?
ক) চাপ বাড়বে
খ) চাপ কমবে
গ) ব্যাপন ঘটবে
ঘ) নিঃসরণ ঘটবে
 

সঠিক উত্তর: (ক)
৫৫. কোনটি দৃঢ়তা বেশি?
ক) লবণ
খ) পানি
গ) আমোনিয়া
ঘ) হাইড্রোজেন
 

সঠিক উত্তর: (ক)
৫৬. পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় কেন?
ক) পানির অণুগুলো ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয় বলে
খ) পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে
গ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
ঘ) পানির অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি হ্রাস পায় বলে
 

সঠিক উত্তর: (ঘ)
৫৭. নিচের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম?
ক) NH2
খ) CH4
গ) CO2
ঘ) N2
 

সঠিক উত্তর: (গ)
৫৮. তাপ বাড়ালে ব্যাপন প্রক্রিয়ার কিরূপ পরিবর্তন হয়?
ক) ত্বরান্বিত হয়
খ) মন্থর হয়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) বন্ধ হয়
 

সঠিক উত্তর: (ক)
৫৯. স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে কী বলে?
ক) স্ফুটনাঙ্ক
খ) গলনাঙ্ক
গ) হিমাঙ্ক
ঘ) সুপ্ততাপ
 

সঠিক উত্তর: (খ)
৬০. উর্ধ্বপাতনযোগ্য পদার্থ কোনটি?
ক) আয়োডিন
খ) ফসফরাস
গ) অ্যামোনিয়াম
ঘ) পানি
 

সঠিক উত্তর: (ক)
৬১. পদার্থের কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আকার্ষণ শক্তি বেশি থাকে?
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) অর্ধ-তরল
 

সঠিক উত্তর: (ক)
৬২. ঘরবাড়িতে ব্যবহৃত হয়-
i. অধিক চাপে মিথেন
ii. রিফাইনারি থেকে প্রাপ্ত বিউটেন
iii. রিফাইনারি থেকে প্রাপ্ত প্রোপেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৬৩. নিচের কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়?
ক) সিলিকন ডাই অক্সাইড
খ) লবণ
গ) সোডিয়াম
ঘ) আয়োডিন
 

সঠিক উত্তর: (ঘ)
৬৪. কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক) লোহা যখন ঘর্ষণের দ্বারা চুম্বকত্ব প্রাপ্ত হয়
খ) বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরা লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
গ) পানিকে তাপ দিলে যখন বাষ্পে পরিণত হয়
ঘ) চিনিকে পানিতে দ্রবীভূত করা হয়
 

সঠিক উত্তর: (খ)
৬৫. কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?
ক) রাসায়নিক ধর্ম
খ) ভৌত ধর্ম
গ) ভৌত ও রাসায়নিক ধর্ম
ঘ) তরল ধর্ম
 

সঠিক উত্তর: (খ)
৬৬. পানি, তরল প্রভূতি পদার্থের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
৬৭. ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুটির উপর নির্ভরশীল?
ক) ভর ও আয়তন
খ) চাপ ও তাপমাত্রা
গ) চাপ ও আয়তন
ঘ) ভর ও ঘনত্ব
 

সঠিক উত্তর: (ঘ)
৬৮. পানির হিমাঙ্ক কত?
ক) 1000C
খ) 00C
গ) 2730C
ঘ) 8010C
 

সঠিক উত্তর: (খ)
৬৯. কোনগুলো পদার্থ?
ক) আলো, পানি, লোহা
খ) লবণ, বালি, বায়ু
গ) তাপ, বরফ, বাষ্প
ঘ) বিদ্যুৎ, আলো, তাপ
 

সঠিক উত্তর: (খ)
৭০. বিশ্বের সবকিছুকে নিচের কোন দুটি ভাগে ভাগ করা যায়?
ক) খাঁটি বস্তু ও মিশ্রণ
খ) মৌলিক ও যৌগিক
গ) জৈব ও অজৈব
ঘ) পদার্থ ও শক্তি
 

সঠিক উত্তর: (ঘ)
৭১. H2,He ও CO2 গ্যাসের ক্ষেত্রে-
i. CO2 এর ব্যাপন সময় সবচেয়ে বেশি
ii. H2 এর সবচেয়ে কম
iii. He এর সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৭২. তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলোর অবস্থান কোথায়?
ক) খুব কাছাকাছি
খ) মোটামুটি দূরত্বে
গ) অনেক দূরত্বে
ঘ) বিভিন্ন দিকে চলমান
 

সঠিক উত্তর: (খ)
৭৩. দহন হচ্ছে-
ক) কোনো কিছুকে আগুনে পোড়ানো
খ) বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া
গ) মোমবাতি পোড়ানো
ঘ) বাতাস ও অক্সিজেনে বিক্রিয়া
 

সঠিক উত্তর: (খ)
৭৪. নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভিতরে চাপ- এবং বাইরের চাপ- থাকে।
ক) অধিক, কম
খ) কম, অধিক
গ) সমান, সমান
ঘ) কম, সমান
 

সঠিক উত্তর: (ক)
৭৫. ব্যাপন হল কোন মাধ্যমে কণার ইতঃস্তত ভ্রমণ। তাপ প্রয়োগে এ গতি কেন বৃদ্ধি পায়?
ক) মাধ্যমের ঘনত্ব হ্রাস পায়
খ) অণুর ঘনত্ব হ্রাস পায়
গ) অণুর চাপ বৃদ্ধি পায়
ঘ) অণুর কম্পনশক্তি বৃদ্ধি পায়
 

সঠিক উত্তর: (ঘ)
৭৬. কোন গ্যাসকে অধিক চাপে CNG তে পরিণত করা যায়?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) মিথেন
ঘ) বিউটেন
 

সঠিক উত্তর: (গ)
৭৭. গলনাঙ্ক মাপা হয় কোন চাপে?
ক) 01.01 atm
খ) 0.1 atm
গ) 1 atm
ঘ) 100 atm
 

সঠিক উত্তর: (গ)
৭৮. পদার্থের কণাগুলো সাধারণত কোন অবস্থায় থাকতে পারে?
ক) এক সাথে কঠিন ও তরল অবস্থায়
খ) এক সাথে তরল ও গ্যাসীয় অবস্থায়
গ) এক সাথে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়
ঘ) যেকোনো একটি অবস্থায়
 

সঠিক উত্তর: (ঘ)
৭৯. আন্তঃআণবিক শক্তি কী?
ক) পরমাণুসমূহের মধ্যে আকর্ষণ
খ) পরমাণুসমূহের মধ্যে বিকর্ষণ
গ) অণুসমূহের মধ্যে আকর্ষণ
ঘ) অণুসমূহের মধ্যে বিকর্ষণ
 

সঠিক উত্তর: (গ)
৮০. উচ্চচাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে গ্যাস অণুসমূহকে স্থানান্তরিত হওয়াকে কী বলে?
ক) অনুব্যাপন
খ) ব্যাপন
গ) নিঃসরণ
ঘ) অভিস্রবণ
 

সঠিক উত্তর: (খ)
৮১. নিচের পদার্থের বৈশিষ্ট্যসমূহ লক্ষ কর-
i. তামা একটি ধাতু
ii. পানি একটি মৌলিক পদার্থ
iii. নাইট্রোজেন অধাতু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
৮২. উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়-
i. নিশাদল
ii. কর্পূর
iii. আয়োডিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৮৩. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?
ক) গলনাঙ্ক
খ) স্ফুটনাঙ্ক
গ) হিমাঙ্ক
ঘ) আপেক্ষিক তাপ
 

সঠিক উত্তর: (খ)
৮৪. সয়াবিন তেল একটি তরল পদার্থ, কেননা-
i. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে এর আয়তন স্থির থাকে
ii. এটি তার ধারকপাত্রের আকার গ্রহণ করে
iii. এর নির্দিষ্ট ঘনত্ব রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৮৫. কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফুর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক) অনুব্যাপন
খ) ব্যাপন
গ) অভিস্রবণ
ঘ) মিশ্রণ
 

সঠিক উত্তর: (খ)
৮৬. কোনটি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন পদার্থ?
ক) কার্বন ডাইঅক্সাইড
খ) চুনাপাথর
গ) পারদ
ঘ) ব্রোমিন
 

সঠিক উত্তর: (খ)
৮৭. মোমের প্রধান উপাদান কী?
ক) পানি
খ) ডিজেল
গ) হাইড্রোকার্বন
ঘ) ক্ষার
 

সঠিক উত্তর: (গ)
৮৮. খাঁটি বস্তুর রাসায়নিক সংযুক্তি হয়-
ক) পরিবর্তনীয়
খ) অনির্দিষ্ট
গ) অপরিবর্তনীয়
ঘ) আবর্তিত
 

সঠিক উত্তর: (গ)
৮৯. পানি হতে তাপ বের হলে কী ঘটবে?
ক) বরফ
খ) তরল
গ) পানি
ঘ) জলীয় বাষ্প
 

সঠিক উত্তর: (ক)
৯০. কোনটি মিশ্র পদার্থ?
ক) পানি
খ) লবণ
গ) বায়ু
ঘ) কার্বন ডাই অক্সাইড
 

সঠিক উত্তর: (গ)
৯১. তাপ প্রয়োগ সরাসরি বাষ্পে পরিণত হয়-
i. আয়োডিন
ii. বেনজিন
iii. নিশাদল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
৯২. তরল পদার্থের বৈশিষ্ট্য কী?
ক) নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় তরল পদার্থের আয়তন সর্বদা নির্দিষ্ট থাকে
খ) সাধারণ অবস্থায় তরলের উপরিতল থেকে তরলের কোন বাষ্পায়ন হয় না
গ) তাপ প্রয়োগ করলে তরলের আয়তন স্থির থাকে
ঘ) চাপ প্রয়োগ করলে তরলের আয়তন হ্রাস পায়
 

সঠিক উত্তর: (ক)
৯৩. নিচের কোনটির আন্তঃআণবিক মক্তি সবচেয়ে বেশি?
ক) H2O
খ) C6H6
গ) AICI3
ঘ) NaCI
 

সঠিক উত্তর: (ঘ)
৯৪. পারদ এক পাত্র হতে অন্যপাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে?
ক) আকৃতি
খ) আয়তন
গ) ভর
ঘ) ঘনত্ব
 

সঠিক উত্তর: (ক)
৯৫. পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কী?
ক) ইলকট্রন
খ) অণু
গ) পরমাণু
ঘ) প্রোটিন
 

সঠিক উত্তর: (গ)
৯৬. আন্তঃআণবিক শক্তি নির্ভর করে বস্তুর কিসের ওপর?
ক) মাধ্যমের উপর
খ) প্রস্থের উপর
গ) দৈর্ঘ্যের উপর
ঘ) প্রকৃতির উপর
 

সঠিক উত্তর: (ঘ)
৯৭. কোন মাধ্যমে ব্যাপন সংঘটিত হয়?
i. কঠিন বস্তুর ক্ষেত্রে
ii. তরল বস্তুর ক্ষেত্রে
iii. গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৯৮. বিভিন্ন পদার্থের ব্যাপনের হারের ভিন্নতার কারণ কী?
ক) পদার্থের ভরের ভিন্নতা
খ) পদার্থের আয়তনের ভিন্নতা
গ) পদার্থের দৈর্ঘ্যের ভিন্নতা ২.৩
ঘ) পদার্থের অণুসমূহের আকর্ষণ শক্তির ভিন্নতা
 

সঠিক উত্তর: (ক)
৯৯. নিচের কোনটি সমসত্ব মিশ্রণ?
ক) বালু ও চিনির মিশ্রণ
খ) লোহার গুঁড়া ও লবণের মিশ্রণ
গ) বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ
ঘ) চিনি ও পানির দ্রবণ
 

সঠিক উত্তর: (ঘ)
১০০. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন সংকুচিত হয় না?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) প্লাজমা
 

সঠিক উত্তর: (ক)

 

SHARE THIS

Author:

Previous Post
Next Post