Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৪


দশম শ্রেণির পদার্থ-MCQ-২.
২য় অধ্যায় ৪র্থ পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ১৫১ থেকে ২০০)}
  
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন- 
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-


Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৪১৫১. গড় দ্রুতি 100 km/h হলে –
i. আদি দ্রুতি 200 km/h হতে পারে না
ii. 2 ঘন্টা সময়কালে 200 km দূরত্ব অতিক্রম করবে
iii. ত্বরণের মান 50km/h2 হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৫২. বেগ কী ধরনের রাশি?
ক) অদিক
খ) স্কেলার
গ) মৌলিক
ঘ) দিক
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৩. কোন অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি?
ক) মেরু
খ) বিষুব
গ) ক্রান্তীয়
ঘ) মেরুদেশীয়
 

সঠিক উত্তর: (ক)
১৫৪. ভেক্টর রাশির –
i. দিকের ওপর মান নির্ভর করে
ii. মান একটি ভেক্টর ও একটি স্কেলার রাশির অনুপাতের সমান
iii. নির্দেশনায় সুনির্দিষ্ট নিয়ম রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৫. 54kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত 4ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে –
i. গাড়িটির শেষ বেগ 35ms-1
ii. ত্বরণকালে গাড়িটি 115m দূরত্ব অতিক্রম করে
iii. ত্বরণকালে গাড়িটি 125m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৫৬. অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) অভিকর্ষজ বেগ
গ) অসম ত্বরণ
ঘ) মন্দন
 

সঠিক উত্তর: (ক)
১৫৭. দ্রুতি-সময় লেখ – এর জন্য –
i. দ্রুতি-সময় লেখ-এর ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
ii. ত্বরণ যত বেশি হবে দ্রুতি-সময় লেখ-এর ঢাল তত খাড়া হবে
iii. দ্রুতি-সময় লেখ-এর চিত্রের অন্তর্গত এলাকার ক্ষেত্রফলই হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৮. g = GM/R2 সূত্রে M – কে কী বলা হয়?
ক) পৃথিবীর ভর
খ) পৃথিবীর ব্যাস
গ) সূর্যের ভর
ঘ) চাঁদের ভর
 

সঠিক উত্তর: (ক)
১৫৯. চলমান কোনো বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
 

সঠিক উত্তর: (ঘ)
১৬০. 40J কী ধরনের রাশি?
ক) দিক রাশি
খ) স্কেলার রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) মৌলিক রাশি
 

সঠিক উত্তর: (খ)
১৬১. একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে কোন গতি হবে?
ক) পর্যাবৃত্ত গতি
খ) ঘূর্ণন গতি
গ) চলন গতি
ঘ) স্পন্দন গতি
 

সঠিক উত্তর: (গ)
১৬২. ত্বরণ কী ধরনের রাশি?
ক) স্কেলার
খ) ভেক্টর
গ) মৌলিক
ঘ) অদিক
 

সঠিক উত্তর: (খ)
১৬৩. একক অভিন্ন –
i. তাপ ও তাপমাত্রার
ii. কাজ ও শক্তির
iii. বেগ ও দ্রুতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৬৪. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করার সময়কে কী বলে?
ক) কম্পাঙ্ক
খ) পর্যায়কাল
গ) দশা
ঘ) তরঙ্গ
 

সঠিক উত্তর: (খ)
১৬৫. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
ক) সূচকের
খ) বীজগাণিতিক
গ) জ্যামিতিক
ঘ) লগারিদমিক
 

সঠিক উত্তর: (গ)
১৬৬. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে?
ক) চলন গতি
খ) দোলন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
 

সঠিক উত্তর: (ক)
১৬৭. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?
ক) দোলন গতি
খ) পর্যাবৃত্ত গতি
গ) চলন গতি
ঘ) ঘূর্ণন গতি
 

সঠিক উত্তর: (ঘ)
১৬৮. নিচের কোনটির নির্দিষ্ট দিক আছে?
ক) দূরত্ব
খ) সরণ
গ) সময়
ঘ) শক্তি
 

সঠিক উত্তর: (খ)
১৬৯. মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) g
খ) R
গ) G
ঘ) M
 

সঠিক উত্তর: (গ)
১৭০. সময়ের সাথে চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় –
ক) ধনাত্মক ত্বরণ
খ) ঋণাত্মক ত্বরণ
গ) মন্দন
ঘ) সবগুলি
 

সঠিক উত্তর: (ক)
১৭১. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
ক) LT-1
খ) LT-3
গ) LT-2
ঘ) ML-2
 

সঠিক উত্তর: (গ)
১৭২. একটি গাড়ির বেগ 40 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 s পরে 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত?
ক) – 2 ms-2
খ) – 4 ms-2
গ) – 5 ms-2
ঘ) – 6 ms-2
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৩. কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কিসের মান প্রকাশ করে?
ক) বেগ
খ) ত্বরণ
গ) সরণ
ঘ) দ্রুতি
 

সঠিক উত্তর: (গ)
১৭৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শব্দের বেগ সুষম বেগের উদাহরণ
ii. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় 332 ms-1
iii. অসম বেগের ক্ষেত্রে বেগের দিক পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৫. দৈর্ঘ্য ও ভরের ক্ষেত্রে –
i. দৈর্ঘ্য একটি আদিক রাশি
ii. এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন
iii. ভর ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৭৬. নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
ক) 98 ms-1
খ) 9.8 ms-1
গ) 0
ঘ) -9.8 ms-1
 

সঠিক উত্তর: (গ)
১৭৭. অভিকর্ষজ ত্বরণ –
i. g দ্বারা প্রকাশ করা হয়
ii. এর মাত্রা হচ্ছে [LT-2]
iii. g = GM/R2
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তুর সূত্র বের করেন বিজ্ঞানী গ্যালিলিও
ii. পড়ন্ত বস্তুর সূত্র ৩টি
iii. অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৯. নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
ক) সরণ
খ) ভরবেগ
গ) চৌম্বক তীব্রতা
ঘ) শক্তি
 

সঠিক উত্তর: (ঘ)
১৮০. কোন ধরনের গতিতে কোনো বস্তু তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে?
ক) ঘূর্ণন গতি
খ) পর্যাবৃত্ত গতি
গ) স্পন্দন গতি
ঘ) চলন গতি
 

সঠিক উত্তর: (খ)
১৮১. একটি কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব স্থাপন করা হল –
i. লেখচিত্রকে দূরত্ব সময় লেখচিত্র বলে
ii. এই লেখচিত্র থেকে বস্তুর বেগ নির্ণয় করা যায়
iii. এই লেখচিত্র থেকে বস্তুর বল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৮২. কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়?
ক) স্কেলার রাশি
খ) মৌলিক রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) আদিক রাশি
 

সঠিক উত্তর: (গ)
১৮৩. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (ক)
১৮৪. গিটারের তারের গতি কোন ধরনের গতির উদাহরণ?
ক) ঘূর্ণন গতি
খ) স্পন্দন গতি
গ) চলন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
 

সঠিক উত্তর: (খ)
১৮৫. নিচের কোনটি ত্বরণের মাত্রা সমীকরণ?
ক) LT2
খ) LT-1
গ) TL-2
ঘ) LT-2
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৬. ভেক্টর রাশির কোনটি থাকে?
ক) মান
খ) দিক
গ) মান ও দিক
ঘ) পৃষ্ঠটান
 
সঠিক উত্তর: (গ)
১৮৭. বেগ সম্পর্কিত তথ্য হলো –
i. এটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনের হার
ii. এস.আই পদ্ধতিতে এর একক ms‑1
iii. এর মাত্রা সমীকরণ হলো [v] = [LT-1]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর্যাবৃত্ত এক ঘরনের ঘূর্ণন গতি
ii. পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে
iii. অতিক্রমের সময়কে কম্পাঙ্ক বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৮৯. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি হবে?
ক) ভূ-পৃষ্ঠে
খ) ভূ-কেন্দ্রে
গ) পাহাড়ের উপরে
ঘ) মাটির
 

সঠিক উত্তর: (ক)
১৯০. অভিকর্ষজ ত্বরণ, g এর মান নির্ভর করে –
i. পৃথিবীর ভরের ওপর
ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর
iii. ভূ-পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৯১. কোন রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন?
ক) কাজ, শক্তি
খ) বেগ, সরণ
গ) বল, ত্বরণ
ঘ) বল, তড়িৎ, তীব্রতা
 

সঠিক উত্তর: (ক)
১৯২. সরণের দিক কোন দিকে?
ক) আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
খ) শেষ অবস্থান থেকে আদি অবস্থানের দিকে
গ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে শেষ অবস্থানের দিকে
ঘ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে আদি অবস্থানের দিকে
 

সঠিক উত্তর: (ক)
১৯৩. অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হলে উক্ত ত্বরণকে কী বলে?
ক) বেগ
খ) ত্বরণ
গ) মন্দন
ঘ) অভিকর্ষজ ত্বরণ
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৪. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে তাকে কী বলে?
ক) সুষম বেগ
খ) অসম বেগ
গ) সুষম ত্বরণ
ঘ) অসম ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
১৯৫. গতির ক্ষেত্রে –
i. পৃথিবীর গতি পরম গতি
ii. শ্রেণিতে শিক্ষকের সাপেক্ষে ছাত্ররা স্থির
iii. সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৬. একটি গাড়ির বেগ 30 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 10 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 5 ms-1।
ক) 4s
খ) 5s
গ) 3s
ঘ) 7s
 

সঠিক উত্তর: (ক)
১৯৭. এক ব্যক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত?
ক) 0m
খ) 14m
গ) 44m
ঘ) 66m
 

সঠিক উত্তর: (ক)
১৯৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যা পরিমাপ করা যায় তাই রাশি
ii. রাশিসমূহ পরিমাপ করলে এদের একটি মান থাকে
iii. রাশির মান প্রকাশ করার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৯৯. ঘড়ির কাঁটা কী ধরনের গতি?
ক) রৈখিক গতি
খ) ঘূর্ণন গতি
গ) স্পন্দন গতি
ঘ) চলন গতি
 

সঠিক উত্তর: (খ)
২০০. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?
ক) বেগ
খ) সরণ
গ) ত্বরণ
ঘ) বল
 

সঠিক উত্তর: (ক)
 

SHARE THIS

Author:

Previous Post
Next Post