Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৫


নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-২.
২য় অধ্যায় ৫ম পর্ব {অধ্যায় - ২ গতি (প্রশ্ন নং ২০১ থেকে ২৫০)}
  
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন- 
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
যারা ২য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারবেন-


Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ২.৫
২০১. বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ কিসের ওপর নির্ভর করে না?
ক) পৃথিবীর ব্যাসার্ধ
খ) বস্তুর আয়তন
গ) পৃথিবীর ভর
ঘ) বস্তুর ভর
 

সঠিক উত্তর: (ঘ)
২০২. একটি বাসের বেগ 36 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 7 s পরে 15 ms-1 হয়। বাসটির ত্বরণ কত?
ক) – 3 ms-2
খ) 3 ms-2
গ) 3 ms-1
ঘ) – 3 ms-1
 

সঠিক উত্তর: (ক)
২০৩. নিচের কোনটি রৈখিক গতি?
ক) সরল পথে ট্রাকের গতি
খ) বৈদ্যুতিক পাখার গতি
গ) ঘড়ির কাঁটার গতি
ঘ) সরল দোলকের গতি
 

সঠিক উত্তর: (ক)
২০৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দ্রুতির নির্দিষ্ট কোন দিক নেই
ii. যে বস্তুর দ্রুতি যত বেশি সেটি তত দ্রুত চলে
iii. দ্রুতি ও বেগ অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২০৫. চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?
ক) আপেক্ষিক স্থিতি
খ) আপেক্ষিক গতি
গ) পরম স্থিতি
ঘ) পরম গতি
 

সঠিক উত্তর: (ক)
২০৬. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে তাকে কী বলে?
ক) অভিকর্ষ
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষ ত্বরণ
ঘ) প্লবতা
 

সঠিক উত্তর: (ক)
২০৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ত্বরণ দুই রকমের
ii. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ
iii. চলন্ত সাইকেলের ত্বরণ সুষম ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২০৮. 72kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 4s যাবত 1.5 ms-2 ত্বরণ প্রয়োগ করা হল। গাড়িটির শেষ বেগ কত?
ক) 20 ms-1
খ) 26 ms-1
গ) 39 ms-1
ঘ) 56 ms-1
 

সঠিক উত্তর: (খ)
২০৯. নিচের কোনটির মাত্রা L?
ক) ভর
খ) সময়
গ) তাপমাত্রা
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (ঘ)
২১০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়
ii. বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্নয় করা যায়
iii. সুষম ত্বরণের ক্ষেত্রে লেখ চিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২১১. বল –
i. একটি ভেক্টর রাশি
ii. কোনো মৌলিক রাশির উপর নির্ভরশীল নয়
iii. পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২১২. যদি একটি বস্তু g এর মানের সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয় তাহলে কতক্ষণ পরে ভূমিতে পতিত হবে?
ক) 0.1s
খ) 0.2s
গ) 1s
ঘ) 2s
 

সঠিক উত্তর: (ঘ)
২১৩. তীর চিহ্ন দ্বারা কোন রাশিকে প্রকাশ করা হয়?
ক) স্কেলার রাশি
খ) অদিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) ভেক্টর রাশি
 

সঠিক উত্তর: (ঘ)
২১৪. গতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় –
ক) গতিসূত্র
খ) গতির সমীকরণ
গ) গতিবিদ্যা
ঘ) সবগুলো
 

সঠিক উত্তর: (খ)
২১৫. ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে –
i. বৈদ্যুতিক পাখার গতি
ii. ঘড়ির কাঁটার গতি
iii. সম্পনশীল সুর শলাকার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২১৬. নিচের কোনটির মান ও দিক উভয়ই আছে?
ক) দ্রুতি
খ) কাজ
গ) শক্তি
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (ঘ)
২১৭. দ্রুতির মাত্রা সমীকরণ কোনটি?
ক) LT-2
খ) LT-3
গ) LT-1
ঘ) (LT)-1
 

সঠিক উত্তর: (গ)
২১৮. সমঘূর্ণন গতিতে চলমান বস্তুর –
i. সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন ঘটে
ii. বেগ সর্বদা সমান
iii. দ্রুতি সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২১৯. চলন্ত বাস থেকে মনে হয় বাইরের গাছপালা পেছনের দিকে চলে যাচ্ছে এর কারণ –
i. বাস স্থির
ii. বাসের সাপেক্ষে যাত্রী স্থির
iii. গাছপালার সাপেক্ষে বাস গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২২০. অসম বেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্রের আকৃতি কীরূপ?
ক) সরলরৈখিক
খ) X-অক্ষের সমান্তরাল
গ) বক্ররেখা
ঘ) Y-অক্ষের সমান্তরাল
 

সঠিক উত্তর: (গ)
২২১. ভেক্টর রাশির ক্ষেত্রে –
i. মান ও দিক উভয়ের প্রয়োজন হয়
ii. মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না
iii. তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২২২. নিচের কোনটির দিক নেই?
ক) ত্বরণ
খ) বেগ
গ) বল
ঘ) শক্তি
 

সঠিক উত্তর: (ঘ)
২২৩. একটি বস্তু দ্রুত বেগে চললে, বস্তুর ত্বরণ কী হবে?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) সুষম
ঘ) কোনো ত্বরণ হয় না
 

সঠিক উত্তর: (ঘ)
২২৪. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক) গতি
খ) রাশি
গ) ভেক্টর
ঘ) স্থিতি
 

সঠিক উত্তর: (খ)
২২৫. সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তিত থাকার ঘটনাকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) দূরত্ব
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (ক)
২২৬. পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলে?
ক) আপেক্ষিক স্থিতি
খ) পরম গতি
গ) আপেক্ষিক গতি
ঘ) পরম স্থিতি
 

সঠিক উত্তর: (খ)
২২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বেগের নির্দিষ্ট দিক আছে
ii. বেগের মাত্রা LT-1
iii. বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২২৮. 20 ms-1 বেগে চলন্ত গাড়িকে ব্রেক কষে 50 s এ থামানো হলো। এ সময় গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে –
i. 5 m
ii. 500 m
iii. 0.5 km
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২২৯. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্কী কীরূপ হবে?
ক) বিপরীত আনুপাতিক
খ) সমানুপাতিক
গ) বর্গমূলের সমানুপাতিক
ঘ) বর্গের সমানুপাতিক
 

সঠিক উত্তর: (খ)
২৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো গাড়ির তাৎক্ষণিক দ্রুতি নির্ণয়ে স্পিডোমিটার ব্যবহৃত হয়
ii. ক্রিকেট খেলায় যেকোন বলের দ্রুতি নির্ণয়ে রাডার ব্যবহৃত হয়
iii. চলন্ত গাড়ি চলতে শুরু করার ঠিক 5 সেকেন্ড পরের মুহূর্তের দ্রুতি তার তাৎক্ষণিক দ্রুতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৩১. বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কী বলে?
ক) সরণ
খ) কাজ
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (গ)
২৩২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. স্কেলার রাশির শুধুমাত্র মান আছে
ii. ভেক্টর রাশির শুধুমাত্র দিক আছে
iii. ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৩৩. স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের –
ক) সমানুপাতিক
খ) বর্গের সমানুপাতিক
গ) ব্যস্তানুপাতিক
ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
 

সঠিক উত্তর: (খ)
২৩৪. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) v2=u2+gh
খ) h=(u+v)t
গ) F=mg
ঘ) v2=u2+2gh
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৫. বায়ুতে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে –
ক) 332 m
খ) 664 m
গ) 1660 m
ঘ) 106 m
 

সঠিক উত্তর: (গ)
২৩৬. স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার সাথে ঐ সময়ের সম্পর্ক কীরূপ?
ক) বর্গের ব্যস্তানুপাতিক
খ) বর্গের সমানুপাতিক
গ) বর্গমূলের সমানুপাতিক
ঘ) বর্গমূলের ব্যস্তানুপাতিক
 

সঠিক উত্তর: (খ)
২৩৭. কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর বেগ স্থাপন করলে –
i. বেগ-সময় লেখচিত্র পাওয়া যায়
ii. এই লেখচিত্র থেকে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার নির্ণয়
iii. লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৮. জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে –
i. এটিকে কোনো কাঠামোগত তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
ii. তীর চিহ্নিত সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
iii. তীর চিহ্নিত সরলরেখার দৈর্ঘ্য রাশিটির মান নির্দেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৩৯. পড়ন্ত বস্তুর সূত্র প্রযোজ্য হবে যখন –
i. বস্তু বিনা বাঁধায় পড়বে
ii. বস্তুর আদি বেগ থাকবে না
iii. বস্তুর ওপর শুধুমাত্র অভিকর্ষ বল কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৪০. গাড়ির স্পিডোমিটারে বিদ্যমান দ্রুতির একক কোনটি?
ক) ms-1
খ) kmh-1
গ) kms-1
ঘ) mh-1
 

সঠিক উত্তর: (খ)
২৪১. প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল কোনো বস্তুর –
i. প্রকৃতপক্ষে স্থির
ii. এ স্থিতিকে পরম স্থিতি বলে
iii. প্রসঙ্গ বস্তু পরম স্থিতিশীল হলে তার সাপেক্ষে স্থিতিশীল বস্তুও পরম স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২৪২. নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
ক) দ্রুতি, সরণ
খ) দ্রুতি, বেগ
গ) সরণ, ত্বরণ
ঘ) দ্রুতি, ত্বরণ
 

সঠিক উত্তর: (খ)
২৪৩. স্কেলার রাশি কোনটি?
ক) তড়িৎ তীব্রতা
খ) সরণ
গ) বল
ঘ) তড়িৎ বিভব
 

সঠিক উত্তর: (ঘ)
২৪৪. কোনো বস্তুর স্থিতি প্রকৃতপক্ষে –
ক) পরম স্থিতি
খ) পরম গতি
গ) আপাত স্থিতি
ঘ) আপাতত গতি
 

সঠিক উত্তর: (গ)
২৪৫. কোন রাশির ক্ষেত্রে দিক নির্দেশের প্রয়োজন হয় না?
ক) দিক রাশি
খ) ভেক্টর রাশি
গ) উভয়ই
ঘ) স্কেলার রাশি
 

সঠিক উত্তর: (ঘ)
২৪৬. কোথায় g- এর মান সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) বিষুব অঞ্চলে
ঘ) ক্রান্তীয় অঞ্চলে
 

সঠিক উত্তর: (খ)
২৪৭. যেকোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) দূরত্ব
খ) সরণ
গ) দ্রুতি
ঘ) বেগ
 

সঠিক উত্তর: (ক)
২৪৮. প্রসঙ্গ কাঠামো হলো –
ক) দৃঢ় বস্তু
খ) দৃঢ় বিন্দু
গ) নড়নক্ষম বস্তু
ঘ) যেকোনো বস্তু
 

সঠিক উত্তর: (ক)
২৪৯. সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কী বলে?
ক) অসম ত্বরণ
খ) ধনাত্মক ত্বরণ
গ) মন্দন
ঘ) সুষম ত্বরণ
 

সঠিক উত্তর: (গ)
২৫০. কোনটি আদিক রাশি?
ক) সরণ
খ) তড়িৎ তীব্রতা
গ) শক্তি
ঘ) চৌম্বক তীব্রতা
 

সঠিক উত্তর: (গ)



SHARE THIS

Author:

Previous Post
Next Post