দশম শ্রেণির পদার্থ-MCQ
১ম অধ্যায় ৫ম পর্ব {অধ্যায় - ১ ভৌত রাশি ও পরিমাপ (প্রশ্ন নং ২০১ থেকে ২৫০)}
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারেন-
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারেন-
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারেন-
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারেন-
২০১. স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ক) পিচ
খ) লঘিষ্ঠ গণন
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
ক) পিচ
খ) লঘিষ্ঠ গণন
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
সঠিক উত্তর: (খ)
২০২. ৩৩৫। ভার্নিয়ার স্কেল –
i. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে ব্যবহৃত হয়
ii. পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেন
iii. মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে ব্যবহৃত হয়
ii. পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেন
iii. মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২০৩. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?
i. শক্তি
ii. তড়িৎ প্রবাহ
iii. সরণের পর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. শক্তি
ii. তড়িৎ প্রবাহ
iii. সরণের পর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২০৪. আবদুস সালাম কোন দেশের নোবেল বিজয়ী?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) সৌদি আরব
ঘ) পাকিস্তান
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) সৌদি আরব
ঘ) পাকিস্তান
সঠিক উত্তর: (ঘ)
২০৫. ডেমোক্রিটাস কোন বিষয়ের প্রাথমিক ধারণা দিয়েছেন?
ক) অণু
খ) পরমাণু
গ) বন্ধন
ঘ) পর্যায় সারণি
ক) অণু
খ) পরমাণু
গ) বন্ধন
ঘ) পর্যায় সারণি
সঠিক উত্তর: (খ)
২০৬.
ক্যান্ডেলা কোনো আলোক উৎস দিকে একবর্ণী বিকিরণ নি:সরণ করে এবং ঐ নির্দিষ্ট
দিকে তার বিকিরণ তীব্রতা প্রতি স্টেরিডিয়ান ঘন কোণে কত?
ক) 1/863 ওয়াট
খ) 863 ওয়াট
গ) 1/368 ওয়াট
ঘ) 1/683 ওয়াট
ক) 1/863 ওয়াট
খ) 863 ওয়াট
গ) 1/368 ওয়াট
ঘ) 1/683 ওয়াট
সঠিক উত্তর: (ঘ)
২০৭.
একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে
প্রধান স্কেল 4cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm।
দন্ডটির দৈর্ঘ্য কত?
ক) 4.07 cm
খ) 4.7 cm
গ) 4.07 cm
ঘ) 4.7 cm
ক) 4.07 cm
খ) 4.7 cm
গ) 4.07 cm
ঘ) 4.7 cm
সঠিক উত্তর: (ক)
২০৮. 1 fm = কত?
ক) 10-12 m
খ) 10-15 m
গ) 10-25 m
ঘ) 10-9 m
ক) 10-12 m
খ) 10-15 m
গ) 10-25 m
ঘ) 10-9 m
সঠিক উত্তর: (খ)
২০৯. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৬৪২
খ) ১৭২৭
গ) ১৫৬৪
ঘ) ১৫৭১
ক) ১৬৪২
খ) ১৭২৭
গ) ১৫৬৪
ঘ) ১৫৭১
সঠিক উত্তর: (গ)
২১০. তাড়িতচৌম্বক তরঙ্গের ব্যবহারের মাধ্যমে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?
ক) ক্যামেরা
খ) বেতার
গ) তড়িৎ মোটর
ঘ) বায়ুকল
ক) ক্যামেরা
খ) বেতার
গ) তড়িৎ মোটর
ঘ) বায়ুকল
সঠিক উত্তর: (খ)
২১১. চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে – এ ঘটনা আবিষ্কার করেন –
ক) ওয়েরস্টেড, ফ্যারাডে ও হেনরী
খ) ওয়েরস্টেড, ফ্যারাডে ও লেঞ্জ
গ) ফ্যারাডে, জেমস ওয়ার্ট ও লেঞ্জ
ঘ) ফ্যারাডে, হেনরী ও লেঞ্জ
ক) ওয়েরস্টেড, ফ্যারাডে ও হেনরী
খ) ওয়েরস্টেড, ফ্যারাডে ও লেঞ্জ
গ) ফ্যারাডে, জেমস ওয়ার্ট ও লেঞ্জ
ঘ) ফ্যারাডে, হেনরী ও লেঞ্জ
সঠিক উত্তর: (ঘ)
২১২. কোনো কিছু কেন ঘটে, কীভাবে ঘটে এসব প্রশনের জবাব খুঁজতেন কোন বিজ্ঞানী
ক) অ্যারিস্টটল
খ) রবার্ট বেকন
গ) গ্যালিলিও
ঘ) নিউটন
ক) অ্যারিস্টটল
খ) রবার্ট বেকন
গ) গ্যালিলিও
ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
২১৩. পদার্থবিজ্ঞানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক) পদার্থ ও উদ্ভিদ
খ) উদ্ভিদ ও প্রাণী
গ) শক্তি ও প্রাণী
ঘ) পদার্থ ও শক্তি
ক) পদার্থ ও উদ্ভিদ
খ) উদ্ভিদ ও প্রাণী
গ) শক্তি ও প্রাণী
ঘ) পদার্থ ও শক্তি
সঠিক উত্তর: (ঘ)
২১৪. ইউরোপকে শিল্প বিপ্লবের দিকে নিয়ে যায় –
i. অষ্টাদশ শতাব্দীর আবিষ্কার
ii. ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার
iii. বিংশ শতাব্দীর আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. অষ্টাদশ শতাব্দীর আবিষ্কার
ii. ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার
iii. বিংশ শতাব্দীর আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২১৫. নিচের কোন রাশিটি অন্যরাশির উপর নির্ভরশীল?
ক) তাপমাত্রা
খ) ওজন
গ) তড়িৎ প্রবাহ
ঘ) দীপন ক্ষমতা
ক) তাপমাত্রা
খ) ওজন
গ) তড়িৎ প্রবাহ
ঘ) দীপন ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
২১৬. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?
ক) মিটার
খ) মাইক্রোমিটার
গ) ন্যানোমিটার
ঘ) সেন্টিমিটার
ক) মিটার
খ) মাইক্রোমিটার
গ) ন্যানোমিটার
ঘ) সেন্টিমিটার
সঠিক উত্তর: (ক)
২১৭. মাইক্রো বলতে 10 – এর সূচক কত বুঝায়?
ক) -3
খ) -6
গ) -9
ঘ) -12
ক) -3
খ) -6
গ) -9
ঘ) -12
সঠিক উত্তর: (খ)
২১৮. স্ক্রু গজের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সংখ্যা –
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
সঠিক উত্তর: (খ)
২১৯. এক ন্যানোমিটার সমান কত?
ক) 10-9 m
খ) 109 m
গ) 10-12 m
ঘ) 1012 m
ক) 10-9 m
খ) 109 m
গ) 10-12 m
ঘ) 1012 m
সঠিক উত্তর: (ক)
২২০. যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) পরিমাণ
খ) ভর
গ) মৌলিক রাশি
ঘ) পরিমাপের একক
ক) পরিমাণ
খ) ভর
গ) মৌলিক রাশি
ঘ) পরিমাপের একক
সঠিক উত্তর: (ঘ)
২২১. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কী বলে?
ক) পরিমাপ
খ) পরিমাণ
গ) ওজন নির্ণয়
ঘ) বল নির্ণয়
ক) পরিমাপ
খ) পরিমাণ
গ) ওজন নির্ণয়
ঘ) বল নির্ণয়
সঠিক উত্তর: (ক)
২২২. রমন প্রভাব কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার?
ক) ভারতীয়
খ) পাকিস্তানীয়
গ) আমেরিকান
ঘ) ইউরোপীয়
ক) ভারতীয়
খ) পাকিস্তানীয়
গ) আমেরিকান
ঘ) ইউরোপীয়
সঠিক উত্তর: (ক)
২২৩. এককের সংকেত লেখা হয় –
i. বড় হাতের হরফে
ii. ছোট হাতের হরফে
iii. ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. বড় হাতের হরফে
ii. ছোট হাতের হরফে
iii. ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২২৪. বোসন কোন ধরনের কণা?
ক) মৌলিক কণা
খ) সহমৌলিক কণা
গ) কৃত্রিম কণা
ঘ) জটিল কণা
ক) মৌলিক কণা
খ) সহমৌলিক কণা
গ) কৃত্রিম কণা
ঘ) জটিল কণা
সঠিক উত্তর: (ক)
২২৫. ন্যানো উপসর্গের উৎপাদক কোনটি?
ক) 109
খ) 107
গ) 10-7
ঘ) 10-9
ক) 109
খ) 107
গ) 10-7
ঘ) 10-9
সঠিক উত্তর: (ঘ)
২২৬. আরব মুসলিম বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় বেশি পারদর্শী ছিলেন?
ক) জ্যোতির্বিদ্যা
খ) গণিত শাস্ত্র
গ) রসায়ন
ঘ) পদার্থবিজ্ঞান
ক) জ্যোতির্বিদ্যা
খ) গণিত শাস্ত্র
গ) রসায়ন
ঘ) পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: (গ)
২২৭. যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কী?
ক) লব্ধ একক
খ) মৌলিক একক
গ) সি.জি.এস. একক
ঘ) দেশীয় একক
ক) লব্ধ একক
খ) মৌলিক একক
গ) সি.জি.এস. একক
ঘ) দেশীয় একক
সঠিক উত্তর: (ক)
২২৮.
একটি তারকে একটি স্ক্রু-গজে স্থাপন করার পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে,
রৈখিক স্কেল পাঠ 2 mm, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 30 এবং লঘিষ্ঠ গণন
0.01 mm। তারটির ব্যাস কত?
ক) 16 mm
খ) 2.2 mm
গ) 2.3 mm
ঘ) 3.4 mm
ক) 16 mm
খ) 2.2 mm
গ) 2.3 mm
ঘ) 3.4 mm
সঠিক উত্তর: (গ)
২২৯. কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
ক) কেপলার
খ) রোমার
গ) গ্যালিলিও
ঘ) ড. গিলবার্ট
ক) কেপলার
খ) রোমার
গ) গ্যালিলিও
ঘ) ড. গিলবার্ট
সঠিক উত্তর: (খ)
২৩০. বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় –
ক) লঘিষ্ঠ গণন
খ) পিচ
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
ক) লঘিষ্ঠ গণন
খ) পিচ
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
সঠিক উত্তর: (ক)
২৩১. চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে –
ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি
খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি
গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি
ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি
ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি
খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি
গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি
ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি
সঠিক উত্তর: (ক)
২৩২. বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন কোনটি?
ক) তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) উড়োজাহাজের মডেল
ঘ) ক্যালকুলাস
ক) তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) উড়োজাহাজের মডেল
ঘ) ক্যালকুলাস
সঠিক উত্তর: (ক)
২৩৩. লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয় –
ক) M
খ) D
গ) L
ঘ) LC
ক) M
খ) D
গ) L
ঘ) LC
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে?
ক) কেপলার
খ) টাইকোব্রাহের
গ) কোপারনিকাস
ঘ) নিউটন
ক) কেপলার
খ) টাইকোব্রাহের
গ) কোপারনিকাস
ঘ) নিউটন
সঠিক উত্তর: (ক)
২৩৫. বিংশ শতাব্দীতে মহাশূন্য অভিযান চলে –
i. চাঁদে
ii. মঙ্গলগ্রহে
iii. শুক্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. চাঁদে
ii. মঙ্গলগ্রহে
iii. শুক্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩৬. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?
i. আয়তন
ii. সময়
iii. একক সময়ে সরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. আয়তন
ii. সময়
iii. একক সময়ে সরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩৭. পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূম পরিমাপের জন্য কোনটি সর্বাপেক্ষা উপযোগী?
ক) স্ক্রু গজ
খ) স্লাইড ক্যালিপার্স
গ) মিটার স্কেল
ঘ) তুলা যন্ত্র
ক) স্ক্রু গজ
খ) স্লাইড ক্যালিপার্স
গ) মিটার স্কেল
ঘ) তুলা যন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
২৩৮. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে?
ক) চন্দ্রশেখর রমন
খ) আবদুস সালাম
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) স্যার জগদীশ চন্দ্র বসু
ক) চন্দ্রশেখর রমন
খ) আবদুস সালাম
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) স্যার জগদীশ চন্দ্র বসু
সঠিক উত্তর: (খ)
২৩৯. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) ম্যাক্সপ্লাঙ্ক
গ) আইনস্টাইন
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
ক) ম্যাক্সওয়েল
খ) ম্যাক্সপ্লাঙ্ক
গ) আইনস্টাইন
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
সঠিক উত্তর: (গ)
২৪০. নিউক্লিয়াস ফিশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে –
i. অটোহান
ii. ১৯৩৮ সাল
iii. স্ট্রেসম্যান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. অটোহান
ii. ১৯৩৮ সাল
iii. স্ট্রেসম্যান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪১. ইউরোনিয়াম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক) রনজেন
খ) বেকরেল
গ) মাদামকুরি
ঘ) পিয়েরে কুরি
ক) রনজেন
খ) বেকরেল
গ) মাদামকুরি
ঘ) পিয়েরে কুরি
সঠিক উত্তর: (খ)
২৪২. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. বল, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি মাপতে অভিন্ন একক ব্যবহৃত হয়
ii. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ
iii. যে আদর্শ/স্ট্যান্ডার্ড – এর সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তা হলো পরিমাপের একক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. বল, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি মাপতে অভিন্ন একক ব্যবহৃত হয়
ii. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ
iii. যে আদর্শ/স্ট্যান্ডার্ড – এর সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তা হলো পরিমাপের একক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৩. ইউক্লিড প্রথম কোন জ্যামিতিক ধারণা উপস্থাপন করেন?
ক) সময়
খ) স্থান
গ) বস্তু
ঘ) পাত্র
ক) সময়
খ) স্থান
গ) বস্তু
ঘ) পাত্র
সঠিক উত্তর: (খ)
২৪৪. অটোহান ও স্ট্রেসম্যান নির্ণয় করেন নিউক্লিয়াস –
ক) ফিউশনযোগ্য
খ) ফিশনযোগ্য
গ) ধনাত্মক চার্জযুক্ত
ঘ) ঋণাত্মক চার্জযুক্ত
ক) ফিউশনযোগ্য
খ) ফিশনযোগ্য
গ) ধনাত্মক চার্জযুক্ত
ঘ) ঋণাত্মক চার্জযুক্ত
সঠিক উত্তর: (খ)
২৪৫. সৌরকেন্দ্রিক প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন কে?
ক) টাইকোব্রাহের
খ) কেপলার
গ) কোপারনিকাস
ঘ) গ্যালিলিও
ক) টাইকোব্রাহের
খ) কেপলার
গ) কোপারনিকাস
ঘ) গ্যালিলিও
সঠিক উত্তর: (খ)
২৪৬. চাপভেদে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালান কে?
ক) রবার্ট হুক
খ) রবার্ট বয়েল
গ) হাইগেন
ঘ) স্নেল
ক) রবার্ট হুক
খ) রবার্ট বয়েল
গ) হাইগেন
ঘ) স্নেল
সঠিক উত্তর: (খ)
২৪৭. স্যাভ্রে কোন দেশের শহর?
ক) ইতালি
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) চীন
ক) ইতালি
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) চীন
সঠিক উত্তর: (খ)
২৪৮. ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানে অবদান রাখেন –
i. হাইগেন
ii. রজার বেকন
iii. লিউনার্দো দা ভিঞ্চি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. হাইগেন
ii. রজার বেকন
iii. লিউনার্দো দা ভিঞ্চি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪৯. মাইক্রো উপসর্গের উৎপাদক কোনিটি?
ক) 10-9
খ) 10-6
গ) 106
ঘ) 109
ক) 10-9
খ) 10-6
গ) 106
ঘ) 109
সঠিক উত্তর: (খ)
২৫০. ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারস –
i. ফ্রান্সের স্যাভ্রতে অবস্থিত
ii. এটি প্লাটিনাম ইরিডিয়ামে রক্ষিত আছে
iii. ইতালিতে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
i. ফ্রান্সের স্যাভ্রতে অবস্থিত
ii. এটি প্লাটিনাম ইরিডিয়ামে রক্ষিত আছে
iii. ইতালিতে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)