Physics MCQ for S.S.C- পদার্থ মডেল- ১.৪

দশম শ্রেণির পদার্থ-MCQ
১ম অধ্যায় ৪র্থ পর্ব {অধ্যায় - ১ ভৌত রাশি ও পরিমাপ (প্রশ্ন নং ১৫১ থেকে ২০০)}


যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারেন- 
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারেন- 
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারেন- 


Physics MCQ-04
১৫১. মাইক্রো বলতে 10 এর সূচক কত বোঝায়?
ক) -3
খ) -4
গ) -5
ঘ) -6
 
সঠিক উত্তর: (ঘ)
১৫২. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন?
ক) ১৮৩১
খ) ১৮৫৮
গ) ১৮৬৪
ঘ) ১৮৫৭
 

সঠিক উত্তর: (গ)
১৫৩. ১ মিটারে কত সেন্টিমিটার?
ক) 10
খ) 100
গ) 1000
ঘ) 1
 

সঠিক উত্তর: (খ)
১৫৪. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?
ক) লিভারের নীতি
খ) জ্যামিতিক উপপাদ্য
গ) পরমাণু তত্ত্ব
ঘ) তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৫. তাড়িতচৌম্বক তরঙ্গের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে শক্তি প্রেরণে সক্ষম হন –
i. মার্কনী
ii. ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৬. 1 পিকো ফ্যারাডে = - ফ্যারাড।
ক) 10-9
খ) 10-10
গ) 10-11
ঘ) 10-12
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৭. নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক) ভর
খ) তাপ
গ) তড়িৎ প্রবাহ
ঘ) পদার্থের পরিমাণ
 

সঠিক উত্তর: (খ)
১৫৮. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
ক) বায়ুকল
খ) বায়ুবাষ্প
গ) বাষ্পীয় ইঞ্জিন
ঘ) ইউরেনিয়াম
 

সঠিক উত্তর: (গ)
১৫৯. পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির বা এককের জন্য বিভিন্ন সংকেত ও প্রতীক ব্যবহার করা হয় এককের কোন পদ্ধতি অনুসরণ করে?
ক) F.P.S পদ্ধতি
খ) CGS পদ্ধতি
গ) আন্তর্জাতিক পদ্ধতি
ঘ) ব্রিটিশ পদ্ধতি
 

সঠিক উত্তর: (গ)
১৬০. স্ক্রু গজে প্রধানত কয় ধরনের ত্রুটি দেখা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (ক)
১৬১. কোনটি লব্ধ রাশি?
ক) ভর
খ) দীপন ক্ষমতা
গ) তড়িৎপ্রবাহ
ঘ) ঘনত্ব

সঠিক উত্তর: (ঘ)
১৬২. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
ক) জেমস ওয়াট
খ) লেঞ্জ
গ) ওয়েরস্টেড
ঘ) মাইকেল ফ্যারাডে
 

সঠিক উত্তর: (গ)
১৬৩. কোয়ান্টাম তত্ত্ব কখন আবিষ্কৃত হয়?
ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) ঊনবিংশ শতাব্দীর শেষে
গ) বিংশ শতাব্দীর শুরুতে
ঘ) বিংশ শতাব্দীর শেষে
 

সঠিক উত্তর: (গ)
১৬৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ক) জুল
খ) নিউটন
গ) প্যাসকেল
ঘ) কেলভিন
 
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. বিজ্ঞান সকল জাতির জন্য বয়ে এনেছে –
i. উন্নতি
ii. সমৃদ্ধি
iii. অকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
১৬৬. মাইকেল ফ্যারাডে কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৭৭৭
খ) ১৭৯১
গ) ১০৯৭
ঘ) ১৮০৪
 

সঠিক উত্তর: (খ)
১৬৭. 104/10-6= ?
ক) 10-2
খ) 10-10
গ) 102
ঘ) 1010
 

সঠিক উত্তর: (ঘ)
১৬৮. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে –
ক) টেলিভিশন
খ) রেডিও
গ) কৃত্রিম উপগ্রহ
ঘ) আইপ্যাড
 

সঠিক উত্তর: (গ)
১৬৯. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলা হয়?
ক) S.I
খ) C.G.S
গ) I.S.U
ঘ) M.K.S
 

সঠিক উত্তর: (ক)
১৭০. প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে?
ক) ৭টি
খ) ৮টি
গ) ১১টি
ঘ) ১৩টি
 

সঠিক উত্তর: (ক)
১৭১. কম্পিউটার মানুষের ক্ষমতা –
ক) স্থবির করেছে
খ) কমিয়ে দিয়েছে
গ) বাড়িয়ে দিয়েছে
ঘ) ধ্বংস করেছে
 

সঠিক উত্তর: (গ)
১৭২. পিথাগোরাস অবদান রেখেছেন –
i. কম্পমান তারের উপর
ii. জ্যামিতিক উপপাদ্য
iii. পরমাণুর গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৭৩. সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাই এর সাথে জড়িত –
i. কোপারনিকাস
ii. কেপলার
iii. টাইকোব্রাহে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৪. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. তাপ মৌলিক রাশি
ii. দীপন তীব্রতা লব্ধ রাশি
iii. তড়িৎ প্রবাহ মৌলিক রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৭৫. জগদীশ চন্দ্র বসু কোন দেশীয় বিজ্ঞানী ছিলেন?
ক) গ্রিক
খ) স্পেনীয়
গ) বাংলাদেশীয়
ঘ) রোমান
 

সঠিক উত্তর: (গ)
১৭৬. নীলস বোরের কোন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) সোডিয়াম
ঘ) ইউরেনিয়াম
 

সঠিক উত্তর: (ক)
১৭৭. এস.আই. – এর মৌলিক একক কয়টি?
ক) ৫টি
খ) ৮টি
গ) ৭টি
ঘ) ১০টি
 

সঠিক উত্তর: (গ)
১৭৮. কেপলার কোন বিজ্ঞানীর ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন তিনটি সূত্রের সাহায্যে?
ক) কোপার্নিকাস
খ) থেলিস
গ) নিউটন
ঘ) ডপলার
 
সঠিক উত্তর: (ক)
১৭৯. কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কী বলে?
ক) পাওয়ার
খ) মাত্রা
গ) সমষ্টি
ঘ) বল
 

সঠিক উত্তর: (খ)
১৮০. যে সকল যন্ত্র স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি সে সকল যন্ত্রের কী ত্রুটি দেখা যায়?
ক) পিছন ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) প্যারালাক্স
ঘ) ক ও খ উভয়ই
 

সঠিক উত্তর: (ক)
১৮১. গ্যালিলিও কোন বিদ্যার ভিত্তি স্থাপন করেন?
ক) বলবিদ্যা
খ) সৃতিবিদ্যা
গ) ক্যালকুলাস
ঘ) জ্যোতির্বিদ্যা
 

সঠিক উত্তর: (খ)
১৮২. পশ্চিম ইউরোপীয় সভ্যতা কখন বাইজানটাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?
ক) সপ্তদশ শতাব্দীর পূর্বে
খ) পঞ্চদশ শতাব্দীর পূর্বে
গ) ত্রয়োদশ শতাব্দীর পূর্বে
ঘ) ষোড়শ শতাব্দীর পূর্বে
 

সঠিক উত্তর: (গ)
১৮৩. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) মোল
ঘ) পাউন্ড
 

সঠিক উত্তর: (গ)
১৮৪. 1 মাইক্রো উপসর্গটি নির্দেশ করে –
ক) 10-5
খ) 10-7
গ) 10-6
ঘ) 10-3
 

সঠিক উত্তর: (গ)
১৮৫. ডা. গিলবার্ট চিরস্মরণীয় হয়ে আছেন যে কাজের জন্য –
i. চুম্বক তত্ত্ব প্রদান
ii. আলোর প্রতিসরণের সূত্র প্রদান
iii. চুম্বকত্ব নিয়ে গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৮৬. নিচের কোনটিকে নিউটনের অবদান আছে?
ক) সৌরতত্ত্ব
খ) চুম্বক তত্ত্ব
গ) শব্দ বিজ্ঞান
ঘ) আপেক্ষিক বস্তু
 

সঠিক উত্তর: (গ)
১৮৭. “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত” – এটি কার মত?
ক) ইউক্লিড
খ) টলেমি
গ) নিউটন
ঘ) রজার বেকন
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৮. মূল স্কেলের পাঠ 14 মি.মি., ভার্নিয়ার ধ্রুবক 0.1 মি.মি. এবং ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত হবে?
ক) 14.3 সে.মি.
খ) 1.43 সে.মি.
গ) 14.3 মি.মি.
ঘ) 143 মি.মি.
 

সঠিক উত্তর: (গ)
১৮৯. নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. রোমার আলোর বেগ নির্ণয় করেন
ii. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন রবার্ট হুক
iii. সৌরতত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কোপারনিকাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৯০. তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় –
ক) কম্পিউটারে
খ) মহাশূন্যযানে
গ) ইলেকট্রনিক্সে
ঘ) রোগ নিরাময়ে
 

সঠিক উত্তর: (ঘ)
১৯১. চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১৩
খ) ১৯১৭
গ) ১৯৩০
ঘ) ১৯৭৯
 

সঠিক উত্তর: (গ)
১৯২. দৈর্ঘ্য কেমন রাশি?
ক) কর্কট রাশি
খ) লব্ধ রাশি
গ) মৌলিক রাশি
ঘ) যৌগিক রাশি
 

সঠিক উত্তর: (গ)
১৯৩. 1 মিলিমিটার = কত মিটার?
ক) 10
খ) 102
গ) 103
ঘ) 10-3
সঠিক উত্তর: (ঘ)
১৯৪. পিথাগোরাস অবদান রেখেছেন কোন কোন বিষয়ের উপর?
ক) লীভারের নীতি
খ) পরমাণু তত্ত্ব
গ) জ্যামিতিক উপপাদ্য ও কম্পমান তার
ঘ) জ্যোতির্বিজ্ঞান
 

সঠিক উত্তর: (গ)
১৯৫. আলোর বেগ পরিমাপ করেন কে?
ক) রবার্ট বয়েল
খ) কেপলার
গ) গ্যালিলিও
ঘ) রোমার
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৬. আমাদের আরাম-আয়েশ ও চিত্তবিনোদনের ক্ষেত্রে কিসের ভূমিকা বেশি?
ক) চুম্বক
খ) তড়িৎ
গ) তাপ
ঘ) ক ও খ
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৭. লিউনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
ক) নৃত্য শিল্পী
খ) বিজ্ঞানী
গ) গণিতবিদ
ঘ) চিত্রশিল্পী
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৮. স্ক্রুগজ ব্যবহার করা হয় –
i. তারের ব্যাসার্ধ নির্ণয়ে
ii. দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ে
iii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৯৯. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?
ক) প্ল্যাঙ্ক
খ) আইনস্টাইন
গ) রাদারফোর্ড
ঘ) হাইজেনবার্গ
 

সঠিক উত্তর: (ক)
২০০. মানুষ চাঁদে পদার্পন করে কোন শতাব্দীতে?
ক) অষ্টাদশ
খ) ঊনবিংশ
গ) বিংশ
ঘ) একবিংশ
 

সঠিক উত্তর: (গ)

To know more information contact with us Or make a call to 01911-977800

SHARE THIS

Author:

Previous Post
Next Post