বিষয় - ভাষা (Question fro 101 to 150)- 1st Lesson - 3rd Stage (For All Class)
ক) জ্যোছনা
খ) চামার
গ) চাকু
ঘ) ঢেঁকি
সঠিক উত্তর: (খ)
১০২. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি -
ক) শব্দ
খ) বর্ণ
গ) অর্থ
ঘ) ভাষা
সঠিক উত্তর: (ঘ)
১০৩. সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো?
ক) তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) অর্ধ-তৎসম শব্দ
ঘ) দেশি শব্দ
সঠিক উত্তর: (গ)
১০৪. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) তুর্কি
খ) ফারসি
গ) আরবি
ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর: (গ)
১০৫. ‘হাসপাতাল’ কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি
খ) ফারসি
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর: (ক)
১০৬. বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) ইংরেজদের আগমনের পর
সঠিক উত্তর: (ঘ)
১০৭. নিচের কোনটি আরবি শব্দ?
ক) নামায
খ) রোযা
গ) খোদা
ঘ) হজ
সঠিক উত্তর: (ঘ)
১০৮. মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে
খ) কন্ঠধ্বনির সাহায্যে
গ) চিত্রাঙ্কনের সাহায্যে
ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
সঠিক উত্তর: (খ)
১০৯. তদ্ভব কোন ধরনের শব্দ?
ক) পারিভাষিক
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) আঞ্চলিক
সঠিক উত্তর: (ক)
১১০. বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা?
ক) পঁচিশ কোটি
খ) সতের কোটি
গ) চব্বিশ কোটি
ঘ) বাইশ কোটি
সঠিক উত্তর: (গ)
১১১. বাংলা একাক্ষর শব্দে ও-কার কী হয়?
ক) বিবৃত হয়
খ) সংবৃত হয়
গ) হ্রস্ব হয়
ঘ) দীর্ঘ হয়
সঠিক উত্তর: (ঘ)
১১২. নিচের কোনটি আরবি ভাষার শব্দ?
ক) আদালত
খ) কার্তুজ
গ) আদমি
ঘ) চাবি
সঠিক উত্তর: (ক)
১১৩. পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
ক) আনারস
খ) আলমারি
গ) গুদাম
ঘ) চাহিদা
সঠিক উত্তর: (ঘ)
১১৪. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) সর্বনাম ও ক্রিয়া
গ) বিশেষ্য ও ক্রিয়া
ঘ) ক্রিয়া ও বিশেষণ
সঠিক উত্তর: (খ)
১১৫. নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ক) বোষ্টম
খ) দেশ
গ) গঞ্জ
ঘ) কেচ্ছা
সঠিক উত্তর: (খ)
১১৬. ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফরাসি
খ) পর্তুগিজ
গ) গুজরাটি
ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর: (খ)
১১৭. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
ক) কর্ম
খ) গিন্নী
গ) হাত/কান্না
ঘ) ইস্কুল
সঠিক উত্তর: (গ)
১১৮. ‘কুপন’ কোন ভাষা থেকে গৃহীত শব্দ?
ক) ইংরেজি
খ) ফরাসি
গ) ফারসি
ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর: (খ)
১১৯. কোনটি ফারসি ভাষা থেকে আগত শব্দ?
ক) হালাল
খ) বেগম
গ) ব্যাগ
ঘ) গায়েব
সঠিক উত্তর: (খ)
১২০. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক) স্নাতক
খ) দারোগা
গ) কারখানা
ঘ) হারাম
সঠিক উত্তর: (ক)
১২১. সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক) সর্বনাম ও ক্রিয়াপদ
খ) বিশেষ্য ও বিশেষণ পদ
গ) বিশেষ্য ও ক্রিয়াপদ
ঘ) ক্রিয়া ও বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
১২২. কোনটি পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ?
ক) পাউডার
খ) নভেল
গ) বোতল
ঘ) চেয়ার
সঠিক উত্তর: (গ)
১২৩. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
১২৪. বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
ক) উড়িষ্যা
খ) তামিল
গ) নাগপুর
ঘ) মিজোরাম
সঠিক উত্তর: (ক)
১২৫. কোন শব্দে ‘ষ’ - এর ব্যবহার হয় না?
ক) বিদেশি
খ) তৎসম
গ) দেশি
ঘ) তদ্ভব
সঠিক উত্তর: (ক)
১২৬. কোন রীতি গুরুগম্ভীর নয়?
ক) সাধুরীতি
খ) চলিত রীতি
গ) লেখ্য রীতি
ঘ) কথ্য রীতি
সঠিক উত্তর: (খ)
১২৭. সাধু ভাষারীতির বাক্য কোনটি?
ক) জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ
খ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
গ) ধান কাটা হল সারা
ঘ) দেখে এলাম তারে
সঠিক উত্তর: (ক)
১২৮. যে শব্দগুলো বাংলা ভাষায় অবিকৃত রয়েছে সেগুলো -
ক) তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) দেশি শব্দ
ঘ) বিদেশি শব্দ
সঠিক উত্তর: (ক)
১২৯. কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?
ক) দেশি
খ) তদ্ভব
গ) অর্ধতৎসম
ঘ) তৎসম
সঠিক উত্তর: (ক)
১৩০. কোনটি তুর্কি শব্দ?
ক) রিক্সা
খ) চাহিদা
গ) দারোগা
ঘ) খদ্দর
সঠিক উত্তর: (গ)
১৩১. কোনগুলো তৎসম শব্দ?
ক) আজ, আলনা, আটপৌর, ওঝা, কাজ
খ) অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত
গ) কামড়, কয়লা, নেকা, পেয়ালা, নক্ষত্র
ঘ) চেহারা, চাকর, চাকরি, জঙ্গল, জঙ্গী
সঠিক উত্তর: (খ)
১৩২. Secretary - এর পরিভাষা কী?
ক) সচিব
খ) সদস্য সচিব
গ) সাধারণ সম্পাদক
ঘ) সম্পাদক
সঠিক উত্তর: (ক)
১৩৩. ‘কুৎসিত’ কোন ভাষার শব্দ?
ক) দেশি
খ) তৎসম
গ) ফারসি
ঘ) তুর্কি
সঠিক উত্তর: (খ)
১৩৪. ‘ভবন’ কোন শ্রেণির শব্দ?
ক) পারিভাষিক শব্দ
খ) যৌগিক শব্দ
গ) তৎসম শব্দ
ঘ) তদ্ভব শব্দ
সঠিক উত্তর: (গ)
১৩৫. বাংলা ভাষার মূল উৎস কী?
ক) হিন্দি ভাষা
খ) বৈদিক ভাষা
গ) কানাড়ি ভাষা
ঘ) অনার্য ভাষা
সঠিক উত্তর: (খ)
১৩৬. বাংলা ভাষার রীতি কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৩৭. বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
ক) দেশি শব্দ
খ) সংকর শব্দ
গ) মুন্ডারি শব্দ
ঘ) পারিভাষিক শব্দ
সঠিক উত্তর: (ক)
১৩৮. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
ক) আরবি
খ) ফারসি
গ) পর্তুগিজ
ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
১৩৯. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক) মহাভারত
খ) চর্যাপদ
গ) রামায়ণ
ঘ) জঙ্গনামা
সঠিক উত্তর: (খ)
১৪০. কোনটি ইউরোপীয় ভাষার শব্দ নয়?
ক) দোকান
খ) কার্তুজ
গ) ইস্কাপন
ঘ) আলপিন
সঠিক উত্তর: (ক)
১৪১. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক) প্রাচীন যুগ
খ) মধ্যযুগ
গ) অন্ধকার যুগ
ঘ) আধুনিক যুগ
সঠিক উত্তর: (ঘ)
১৪২. নিচের কোনটি মিশ্র শব্দ?
ক) আলপিন
খ) মাস্টার
গ) জানোয়ার
ঘ) খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য?
ক) চরিত রীতি
খ) সাধুরীতি
গ) আঞ্চলিক কথ্য রীতি
ঘ) প্রমিত রীতি
সঠিক উত্তর: (ক)
১৪৪. ‘হারতাল’ কোন ভাষার শব্দ?
ক) ওলন্দাজ
খ) তুর্কি
গ) হিন্দি
ঘ) গুজরাটি
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি
খ) জাপানি
গ) ওলন্দাজ
ঘ) ফরাসি
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ভাষার কয়টি রূপ দেখা যায়?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)
১৪৭. বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে কী বলে?
ক) দেশি শব্দ
খ) সংকর শব্দ
গ) মুন্ডারি শব্দ
ঘ) পারিভাষিক শব্দ
সঠিক উত্তর: (ক)
১৪৮. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
১৪৯. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) ইংরেজ আগমনের পরে
ঘ) স্বাধীনতা যুদ্ধের পরে
সঠিক উত্তর: (গ)
১৫০. বাক্যের একক কী?
ক) উক্তি
খ) বিভক্তি
গ) উপসর্গ
ঘ) শব্দ
সঠিক উত্তর: (ঘ)
To know more information contact with us Or make a call to 01911-977800