Bangla 2nd Part - MCQ- বাংলা ২য় পত্র (ভাষা)- ১.৪

বাংলা ২য় পত্র-MCQ
১ম অধ্যায় (ভাষা)- (৪র্থ পর্ব) 
(প্রশ্ন নং ১৫১ থেকে ১৮২)
আপনার যদি পূর্বের পর্ব না পড়া হয়ে থাকে তাহলে  ১ম পর্বের জন্য এখানে ক্লিক করুন- 
আপনার যদি পূর্বের পর্ব না পড়া হয়ে থাকে তাহলে  ২য় পর্বের জন্য এখানে ক্লিক করুন- 
আপনার যদি পূর্বের পর্ব না পড়া হয়ে থাকে তাহলে  ৩য় পর্বের জন্য এখানে ক্লিক করুন-




https://studypoint1998bd.blogspot.com/
১৫১. ‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
ক) কথ্য রীতি
খ) আঞ্চলিক রীতি
গ) আধুনিক রীতি
ঘ) সাধু রীতি
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ‘ওলন্দাজ’ শব্দটি কোনটি?
ক) হরতন
খ) রুইতন
গ) আলমারি
ঘ) ক ও খ
 
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
ক) চলিত রীতি
খ) সাধুরীতি
গ) আঞ্চলিক রীতি
ঘ) সবকটি 
সঠিক উত্তর: (খ)
১৫৪. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে 
সঠিক উত্তর: (খ)
১৫৫. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) ফারসি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) উর্দু
 

সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
ক) কথ্য রীতি
খ) লেখ্য রীতি
গ) সাধুরীতি
ঘ) চলিত রীতি
 

সঠিক উত্তর: (গ)
১৫৭. কোনটি পর্তুগিজ শব্দ?
ক) বালতি
খ) দারোগা
গ) চাহিদা
ঘ) নালিশ
 

সঠিক উত্তর: (ক)
১৫৮. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?
ক) হরতাল
খ) পাউরুটি
গ) তুরুপ
ঘ) রেস্তোরাঁ
 

সঠিক উত্তর: (খ)
১৫৯. ‘চৌ-হদ্দী’ মিশ্র শব্দটি কোন ধরনের?
ক) তৎসম
খ) তদ্ভব
গ) অর্ধ-তৎসম
ঘ) মিশ্র
 

সঠিক উত্তর: (ঘ)
১৬০. পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?
ক) হাসপাতাল
খ) নভেল
গ) ফুটবল
ঘ) স্কুল
 

সঠিক উত্তর: (ক)
১৬১. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
ক) সাধুরতি
খ) চলিত রীতি
গ) কথ্যরীতি
ঘ) লেখ্যরীতি
 

সঠিক উত্তর: (ক)
১৬২. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক) শব্দ
খ) বাক্য
গ) পদ
ঘ) অক্ষর
 

সঠিক উত্তর: (ক)
১৬৩. ‘বেমালুম’ শব্দে ‘মালুম’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) হিন্দি
খ) ফারসি
গ) বাংলা
ঘ) আরবি
 

সঠিক উত্তর: (খ)
১৬৪. তৎসম শব্দের ‘তৎ’ কোনটি বোঝায়?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) প্রাকৃত
ঘ) অসমীয়া
 

সঠিক উত্তর: (ক)
১৬৫. কোনটি মিশ্র শব্দ?
ক) বাদশা-বেগম
খ) হেড-মৌলভী
গ) চন্দ্র-সূর্য
ঘ) চাকর-বাকর
 

সঠিক উত্তর: (খ)
১৬৬. বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে কোনটি অন্তরায় হতে পারে?
ক) যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি
খ) প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে
গ) আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে
ঘ) আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
 

সঠিক উত্তর: (খ)
১৬৭. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) ভাষা
 

সঠিক উত্তর: (ঘ)
১৬৮. আজকালকার চিনিতে মিষ্টি কম - এখানে ‘চিনি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক) জাপানি
খ) চিনা
গ) মায়ানমার
ঘ) ফারসি
 

সঠিক উত্তর: (খ)
১৬৯. ‘তারিখ’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি
খ) আরবি
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
 

সঠিক উত্তর: (ক)
১৭০. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয়ভাগে বিভক্ত?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
 

সঠিক উত্তর: (খ)
১৭১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক) প্রাতিপাদিক
খ) বিদেশি শব্দ
গ) দেশি শব্দ
ঘ) সাধিত শব্দ
 

সঠিক উত্তর: (ক)
১৭২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক) চলিত
খ) সাধু
গ) আঞ্চলিক
ঘ) প্রাকৃত
 

সঠিক উত্তর: (খ)
১৭৩. বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে?
ক) আরবি ও ফারসি
খ) তুর্কি ও হিন্দি
গ) তুর্কি ও ফারসি
ঘ) ফারসি ও হিন্দি
 

সঠিক উত্তর: (ক)
১৭৪. ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক) এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ) এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ) এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে
 

সঠিক উত্তর: (খ)
১৭৫. ‘নমুনা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) আরবি
খ) পর্তুগিজ
গ) ফারসি
ঘ) ফরাসি
 

সঠিক উত্তর: (গ)
১৭৬. মিথ্যা - শব্দের সঠিক চলিত রূপ কী?
ক) মিছে
খ) মিত্তে
গ) মিথ্যে
ঘ) মিছা
 

সঠিক উত্তর: (গ)
১৭৭. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক) মুখবিবর ও জিহ্বা
খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ) দন্ত ও ওষ্ঠ
ঘ) মুঞবিবর, জিহ্বা ও ওষ্ঠ
 

সঠিক উত্তর: (খ)
১৭৮. ‘তৎসম’ অর্থ ‘তার সমান’ - এই ‘তার’ কিসের?
ক) বাংলার
খ) প্রাকৃতের
গ) সংস্কৃতের
ঘ) ইংরেজির
 

সঠিক উত্তর: (গ)
১৭৯. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) বুন
খ) বুনো
গ) বন
ঘ) বূন
 

সঠিক উত্তর: (খ)
১৮০. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
ক) খাঁটি বাংলা
খ) দেশি
গ) বিদেশি
ঘ) অর্ধ-তৎসম
 

সঠিক উত্তর: (ঘ)
১৮১. কোনটি পাঞ্জাবি শব্দ?
ক) চাহিদা/শিখ
খ) তোপ
গ) চাকর
ঘ) কোনোটিই নয়
 

সঠিক উত্তর: (ক)
১৮২. কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ক) কুচ্ছিত
খ) বেগম
গ) গিন্নী
ঘ) হস্ত/পত্র
 

সঠিক উত্তর: (ঘ)

SHARE THIS

Author:

Previous Post
Next Post