Poem- স্বরচিত কবিতা (তুলনা করো)

তুলনা করো
এস, আর লোটাস

মুঠোফোনের ওপাশ থেকে,
ক্রিং ক্রিং শব্দে কল দিতে দিতে ক্লান্ত মনে,
আমাকে ভূল বোঝার দুয়ারে নীরব দাঁড়িয়ে,
বুঝে নিও,
আমি এপাশে তোমাতেই তোমাকে ঘিরে,
কবিতার ছন্দ মেলাতে মেলাতে ভূলেই গেছি,
হয়ত আমার দূরালাপনি বিরহে কেঁদে কেঁদে,
পরিশ্রান্ত প্রিয়।
যখন তোমার প্রতি আমার রুঢ় ব্যবহার-
তোমাকে রিষ্ট পিষ্ট করে মনের কুটিরে-
কড়াঘাত করে কাঁদায় তোমায়,
মনে করবে,
তার চেয়ে ঢের বেশী ভালবাসার চাদর দিয়ে,
আগলে রেখে আদর মাখা চুমুতে তোমায়,
শীতল করেছি কোন এক গ্রীস্মের মাঝরাতে,
বসে ভাববে।
যখন আমার কথায় কষ্ট পেয়ে আড়ালে গিয়ে,
মুখ লুকিয়ে ফোঁৎ ফোঁৎ করে কাঁদতে চাইবে,
"আর কথা বলব না" সিদ্ধান্তে দাঁড়ানোর আগে,
ক্ষমা করো,
কত শত খুঁটিনাটি রঙ তামাশায় আর,
হাসি আল্লাদে তোমাকে হাসাতে চেয়েছি,
তোমার হাতে ফোসকা পড়া দেখে আমিও কেঁদেছি,
স্মরণ করো।
যখন আমার নোংরামি আর ব্যক্তিত্বহীনতা,
তোমাকে পীড়িত করে, "লোক সমাজে,
মুখ দেখাবো কেমন করে?" ভেবে, 
সরে দাড়াও,
তখন ভেবে নিও প্রিয় আমার হাজারো দোষের মাঝে,
অতি সূক্ষ্ম কোন এক বিশেষণে বিশেষিত হয়ে,
তব আত্নার সাথে বিঁধেছিলে এ প্রাণ,
কভু না হারাও।
যখন তোমার আমার দোষ-গুণ তুল্য করতে গিয়ে,
গুণে ভরা তুমি জিতে আমাকে পদদলিত-
করার ইচ্ছেয় উম্মাদনার স্বাদ উঁকি দেয়,
নিজেকে গড়ো,
বড়-ছোট, কষ্ট-হাসির সব ভেদাভেদ ভূলে,
আমি তোমাতে, তুমি আমাতে মিশে একাকার,
সমতার এক নব্য সিলেবাসের ইতিহাস গড়ি তুমি-আমি,
এসে পড়ো।

SHARE THIS

Author:

Previous Post
Next Post