Poem - স্বরচিত কবিতা (শশুড়বাড়ী)


শুশুড় বাড়ি
এস, আর লোটাস

যাচ্ছো কোথায়?
ময়রার বাড়ী,
কিনবে কি তা?
রসের হাঁড়ি।
কোথায় নিবে?
শশুড় বাড়ী,
আর কি নিবে?
পান সুপারী।
শুধুই কি তাই?
ফলের ঝুড়ি,
বউটি কোথায়?
বাপের বাড়ী।

আনতে যাচ্ছো?
হ' ব্যাপারী,
যাচ্ছ কবে?
হচ্ছে দেরী।
ফিরবে কবে?
কাল ব্যাপারী,
প্রথম যাচ্ছ?
জ্বি ব্যাপারী।
আমিও যাব?
না ব্যাপারী,
যাচ্ছ ক' জন?
একাই পারি।
এখন যাবে?
তাই ত বলি,
ঠিক আছে যাও,
আচ্ছা চলি।

SHARE THIS

Author:

Previous Post
Next Post