Poem -স্বরচিত কবিতা (ময়লা)


ময়লা
এস, আর লোটাস

            (ক)
ছিঃছি ছিঃছিঃ আহ দূরে যা,
দূরেই গিয়ে দাঁড়া,
ময়লা কাঁদা শরীর নিয়ে,
ঐখানে তুই খাড়া।
হায় মরেছি! ছুইবি নাকি?
নোংরা হাতে আমায়,
উহঃ জ্বালা মোর! ঘৃনায় মরি,
ময়লা কি! তোর জামায়।
হাতটা কাল, পায়েও কাঁদা,
ঝড়ছে গায়ে ঘাম,
যা ধুয়ে আয়, গোসল করে,
এখন তবে থাম।
তোর শরীরের ময়লা আমার-
নোংরা করছে মেঝে,
এত নোংরা হস কি করে?
মর না গিয়ে লাজে।
            (খ)
আমি কি আর মরব বাছা!
তুমি ত আধা মরা,
বাইরের ময়লা দেখেই তুমি,
হইলে এত কড়া?
আমার ত ভাই পায়েই কাঁদা,
তোমার ত মন জুড়ে,
এই কারনে বারো আনায়,
গিয়েছো ত মরে।
পরিস্কারটা করো আগে,
বুকের মাংস পিন্ড,
নইলে তুমি কিসের সাধু,
আস্ত একটা ভন্ড।
মন মাঝারে থাকলে কাঁদা,
বাঁচন নাই তোমার,
ময়লামুক্ত মনকে গড়া,
সবার গুরু ভার।
ভিতরটা যার পরম খাঁটি,
তাঁকে খোদায় ভালবাসে,
ভিতর করো ময়লাবিহীন,
বাইরে কি যায় আসে?
চর্ম গায়ে লাগলে ধুলো,
সবার চোখে পড়ে,
হৃদ গারদের ময়লে খুজে,
পাক করো আপনারে।
ময়লা দেখে নাক না শিটে,
ময়লামুক্ত হও,
নিজেকে পাক করার পরে,
অপরকে তা কও।

SHARE THIS

Author:

Previous Post
Next Post