Physics MCQ for S.S.C- পদার্থ মডেল -১.৬

দশম শ্রেণির পদার্থ-MCQ

১ম অধ্যায় ৬ষ্ঠ পর্ব {অধ্যায় - ১ ভৌত রাশি ও পরিমাপ (প্রশ্ন নং ২৫১ থেকে ৩০০)}





যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারেন- 
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারেন- 

যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারেন-

যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারেন- 
যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৫ম পর্ব পড়তে পারেন- 

Study Point BD
২৫১. সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?
ক) কেপলার
খ) রোমার
গ) কোপারনিকাস
ঘ) টাইকোব্রাহের
 
সঠিক উত্তর: (গ)
২৫২. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কত জনকে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (খ)
২৫৩. 1 মাইক্রো উপসর্গের উৎপাদক কোনটি?
ক) 106 অ্যাম্পিয়ার
খ) 103 অ্যাম্পিয়ার
গ) 10-6 অ্যাম্পিয়ার
ঘ) 10-3 অ্যাম্পিয়ার
সঠিক উত্তর: (গ)
২৫৪. বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই এই কথাটি কার?
ক) টলেমি
খ) ডা. গিলবার্ট
গ) ইবনে আল হাইথাম
ঘ) আল হাজেন
 

সঠিক উত্তর: (ঘ)
২৫৫. থেলিস সম্পর্কে সঠিক উক্তি হলো –
i. থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করেন
ii. কম্পমান তারের উপর থেলিসের কাজ স্থায়ী অবদান রেখেছিল
iii. থেলিস লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২৫৬. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. আলোক তত্ত্ব পদার্থবিজ্ঞানের একটি উপশাখা
ii. লিওনার্দো দা ভিঞ্চির বলবিদ্যায় যথেষ্ট জ্ঞান ছিল
iii. ভন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২৫৭. আর্কিমিডিস কীসের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরাতেন?
ক) সমতল দর্পণ
খ) গোলীয় দর্পণ
গ) স্বচ্ছ কাচ দন্ড
ঘ) দিয়াশলাই
 

সঠিক উত্তর: (খ)
২৫৮. সত্যেন্দ্রনাথ বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন –
ক) পদার্থবিজ্ঞানে
খ) রসায়নে
গ) উদ্ভিদ বিজ্ঞানে
ঘ) প্রাণিবিজ্ঞানে
 

সঠিক উত্তর: (ক)
২৫৯. ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবে –
ক) ভার্নিয়ার ধ্রুবক
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার সমপাতন
ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স
সঠিক উত্তর: (গ)
২৬০. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই এ বৈজ্ঞানিক ধারার সূচনাকারী কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) জেমজ ওয়াট
ঘ) রজার বেকন
 

সঠিক উত্তর: (খ)
২৬১. সিফাত বাজার থেকে 2kg মাংস কিনে আনল। এখানে মাংসের কী নির্ণয় করা হয়েছে?
ক) ওজন
খ) ভর
গ) আয়তন
ঘ) দৈর্ঘ্য
 

সঠিক উত্তর: (খ)
২৬২. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বেকরেল কী আবিষ্কার করেন?
ক) X-ray
খ) বোসন কণা
গ) ইউরোনিয়াম তেজস্ক্রিয়তা
ঘ) নিউক্লিয় তত্ত্ব
 

সঠিক উত্তর: (গ)
২৬৩. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোনটি আবিষ্কার করা হয়?
ক) বাষ্পীয় ইঞ্জিন
খ) তড়িৎ ইঞ্জিন
গ) জেনারেটর
ঘ) বায়ুপাম্প
 

সঠিক উত্তর: (গ)
২৬৪. নিউটনীয় স্থান-কালের ধারণাতে ‘সময়’ কত মাত্রিক?
ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) মাত্রাহীন
ঘ) ত্রিমাত্রিক
 

সঠিক উত্তর: (ক)
২৬৫. পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে যে যান্ত্রিক ত্রুটি পরিহার করা যেতে পারে –
ক) শূন্য ত্রুটি
খ) পিছট ত্রুটি
গ) ধনাত্মক ত্রুটি
ঘ) ঋনাত্মক ত্রুটি
 

সঠিক উত্তর: (খ)
২৬৬. ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন?
ক) ভারত
খ) ইতালি
গ) গ্রিক
ঘ) মিসর
 

সঠিক উত্তর: (গ)
২৬৭. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী?
ক) ভোল্ট
খ) অ্যাম্পিয়ার
গ) ওহম
ঘ) কেলভিন
 

সঠিক উত্তর: (খ)
২৬৮. গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?
ক) অ্যারিস্টটল
খ) অ্যারিস্টার্কাস
গ) ডেমোক্রিটাস
ঘ) আর্কিমিডিস
 

সঠিক উত্তর: (ঘ)
২৬৯. পদার্থবিজ্ঞান আমাদের –
i. কল্পনাকে উদ্দীপ্ত করে
ii. পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে
iii. চিন্তা শক্তির বিকাশ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৭০. বায়ুকলের সাহায্যে কি উৎপাদন করা যায়?
ক) শব্দ শক্তি
খ) তড়িৎ শক্তি
গ) তরঙ্গ শক্তি
ঘ) আলোক শক্তি
 

সঠিক উত্তর: (খ)
২৭১. ম্যাক্সপ্লাঙ্ক কত সালে মারা যান?
ক) ১৯২০
খ) ১৯৪৭
গ) ১৮৭৯
ঘ) ১৯৫৫
 

সঠিক উত্তর: (খ)
২৭২. পর্যবেক্ষকের কাণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?
ক) দৈব ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) যান্ত্রিক ত্রুটি
ঘ) ব্যক্তিগত ত্রুটি
 

সঠিক উত্তর: (ঘ)
২৭৩. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণী কে করেছিলেন?
ক) পিথাগোরাস
খ) থেলিস
গ) লোডস্টোন
ঘ) ডেমোট্রিটাস
 

সঠিক উত্তর: (খ)
২৭৪. কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) হাইগেন
গ) ম্যাক্সপ্লাঙ্ক
ঘ) নিউটন
 

সঠিক উত্তর: (গ)
২৭৫. পদার্থবিজ্ঞানে আছে –
i. তত্ত্ব সৃষ্টি ও গণিতের প্রয়োগ
ii. ব্যবহারিক উন্নয়ন বা বিকাশ
iii. প্রকৌশল শাস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৭৬. কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ?
ক) ১৮৫৪
খ) ১৮৬৪
গ) ১৮৭৪
ঘ) ১৮৮৪
 

সঠিক উত্তর: (খ)
২৭৭. সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কী নামে পরিচিত?
ক) জুলি-কুরি তত্ত্ব
খ) বোস-আইনস্টাইন সংখ্যায়ন
গ) বসু তত্ত্ব
ঘ) আপেক্ষিক তত্ত্ব
 

সঠিক উত্তর: (খ)
২৭৮. পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?
ক) নীলস বোর
খ) রাদার ফোর্ড
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
 

সঠিক উত্তর: (খ)
২৭৯. কোনটি তুলা যন্ত্রের অংশ নয়?
ক) তুলা পাত্র
খ) কাচবাক্স
গ) লিভার
ঘ) তুলা দন্ড
 

সঠিক উত্তর: (গ)
২৮০. সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে?
ক) আইনস্টাইন
খ) টলেমি
গ) অ্যারিস্টটল
ঘ) গ্যালিলিও
 

সঠিক উত্তর: (ঘ)
২৮১. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে –
ক) মাত্রা
খ) রাশি
গ) একক
ঘ) পরিমেয় বস্তু
 

সঠিক উত্তর: (খ)
২৮২. আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক) ভারত
খ) চীন
গ) মিসর
ঘ) গ্রিক
 

সঠিক উত্তর: (ঘ)
২৮৩. বিজ্ঞানের চাবিকাঠি কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) পদার্থবিজ্ঞান
গ) গণিত
ঘ) রসায়ন
 

সঠিক উত্তর: (খ)
২৮৪. নীলস বোরের হাইড্রোজেন পরমাণুর কীসের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক) ইলেকট্রন সংখ্যা
খ) পারমাণবিক সংখ্যা
গ) ইলেকট্রন স্তর
ঘ) ভর সংখ্যা
 

সঠিক উত্তর: (গ)
২৮৫. পদার্থবিজ্ঞান বিজ্ঞানের কেমন শাখা?
ক) মৌলিক শাখা
খ) রাসায়নিক শাখা
গ) যৌগিক শাখা
ঘ) উপরের সবগুলো
 

সঠিক উত্তর: (ক)
২৮৬. বাতাসের দুটি অণুর মধ্যকার দূরত্ব কত?
ক) 0.0000001 m
খ) 0.00000001 m
গ) 0.0000001 cm
ঘ) 0.000000001 m
 

সঠিক উত্তর: (খ)
২৮৭. ১৩৮। শেলডন প্লাশো কোন দেশের বিজ্ঞানী?
ক) স্পেন
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
 

সঠিক উত্তর: (ঘ)
২৮৮. খুব অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করতে হয় –
ক) নিক্তি দ্বারা
খ) তুলা যন্ত্র দ্বারা
গ) উভয়টি দ্বারা
ঘ) কোনোটিই নয়
 

সঠিক উত্তর: (খ)
২৮৯. তুলা যন্ত্রকে কোথায় রাখা হয়?
ক) কাঠের বাক্সে
খ) কাচের বাক্সে
গ) লোহার বাক্সে
ঘ) তামার বাক্সে
 

সঠিক উত্তর: (খ)
২৯০. উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) চন্দ্রশেখর রমন
গ) আবদুস সালাম
ঘ) ড. ইউনুস
 

সঠিক উত্তর: (খ)
২৯১. পদার্থবিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে উদঘাটন করে –
i. কণার গঠন
ii. শক্তির রূপান্তর
iii. বস্তু ও শক্তির রূপান্তর সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৯২. লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন –
ক) পনের শতকের শেষ দিকে
খ) পনের শতকের প্রথম দিকে
গ) ষোল শতকের শেষ দিকে
ঘ) ষোল শতকের প্রথম দিকে
 

সঠিক উত্তর: (ক)
২৯৩. প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান?
ক) পদার্থবিজ্ঞান
খ) জ্যোতির্বিদ্যা
গ) রসায়ন বিজ্ঞান
ঘ) ভূ-বিদ্যা
 

সঠিক উত্তর: (ক)
২৯৪. নিচের কোনটির সাথে ডা. গিলবার্টের সম্পর্ক রয়েছে?
ক) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ
খ) বিভিন্ন চাপের গ্যাসের ধর্ম নির্ণয়
গ) চুম্বকত্ব নিয়ে গবেষণা
ঘ) আলোর বেগ নির্ণয়
 

সঠিক উত্তর: (গ)
২৯৫. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য নিম্নোক্ত তথ্য পাওয়া গেল – স্কেলের পাঠ (M) = 1.5 cm VC.C = 0.05 mm এবং ভার্নিয়ার সম্পাতন = 10, দন্ডটির দৈর্ঘ্য কত?
ক) 1.45 cm
খ) 1.505 cm
গ) 1.55 mm
ঘ) 15.05 cm
 

সঠিক উত্তর: (গ)
২৯৬. নিচের কোনটি মৌলিক একক?
ক) লুমেন
খ) জুল
গ) অ্যাম্পিয়ার
ঘ) নিউটন
 

সঠিক উত্তর: (গ)
২৯৭. নিচের কোনটি গণিতের নতুন শাখা?
ক) পাটিগণিত
খ) জ্যামিতি
গ) বীজগণিত
ঘ) ক্যালকুলাস
 

সঠিক উত্তর: (ঘ)
২৯৮. কোনটি মৌলিক রাশি?
ক) ভর
খ) আয়তন
গ) বল
ঘ) ঘনত্ব
 

সঠিক উত্তর: (ক)
২৯৯. বিকৃতকরণ বল – এর ক্রিয়ায় স্থিতিস্থাপক বস্তুর ধর্ম অনুসন্ধান করেন কে?
ক) হাইগেন
খ) রবার্ট বয়েল
গ) রবার্ট হুক
ঘ) নিউটন
 

সঠিক উত্তর: (গ)
৩০০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?
ক) হাইগেন
খ) স্নেল
গ) রবার্ট হুক
ঘ) ভন গুয়েরিক
 

সঠিক উত্তর: (খ)


SHARE THIS

Author:

Previous Post
Next Post