অভিযোগ
এস, আর লোটাস
গোলাপ হাতে করি আসিলে মোর দ্বারে,
না জানি প্রত্যয় ইহার, গোলাপসুদ্ধ গেলে ফিরে।
গোলাপের প্রাপক আমি নাইবা হলাম,
তোমার কমল হাতের ছোয়া নাইবা পেলাম।
শুধু এ টুকু বাসনা জাগে মনে,
তুমি মোরে গভীর অনুতাপে ধাক্কা দিয়ে,
কোথা হতে, কোথা যাও? কার সনে?
যাও যাবে যাও নেই তাতে বেদনা-
বেদনার নাও? সে ত কবেই ভাসিয়েছি,
তুমি জানো কি-
তোমায় হারিয়ে আমি কতটা বদলে গিয়েছি?