Poem - স্বরচিত কবিতা (আসল ধর্ম)

আসল ধর্ম
এস, আর লোটাস

                (ক)
ধুর শালা তুই হিন্দু মানুষ,
ধুর শালা তুই যা না,
আজকে থেকে মোদের সাথে,
মিশতে দিলাম মানা।
ধুর শালা তুই খৃষ্টান জাতি,
ধুর শালা তুই ভাগ,
মিশবি না আর এই সমাজে,
তোর সমাজেই থাক।
ধুর শালা তুই বৌদ্ধভিক্ষু,
ধুর শালা পথ ছাড়,
চলবি না তুই আমার সাথে,
মিশবি না তুই আর।
ধুর শালা তুই মুসলমান জাত,
ধুর শালা তুই পালা,
থাকবি না তুই মোদের মাঝে,
ভিন্ন হোক তোর চলা।
                 (খ)
শিখলি কোথা এমন দীক্ষা, 
আছে কি তোর ধর্মে?
মানব ধর্মই সবচেয়ে বড়,
ধর্ম ত তোর কর্মে।
কিসের হিন্দু, কে মূসলমান?
বৌদ্ধ-খৃষ্ট কেবা,
সোনার মানুষ হইতে গেলে,
কর মানুষের সেবা।
ভজলে মানুষ হইবি মানুষ,
মানুষটা হ আগে,
ভজলে মানব মিলবে খোদা,
মুক্তি মিলবে ভাগে।
ধর্ম-বর্ণের বেদ ভেদাভেদ,
আমার তোদের গড়া,
সাদাকালোর তফাৎকারী,
এই আমি আর তোরা।
বেদ ভেদাভেদ ধুলোয় ছুড়ে,
ঠিক করে নে কর্ম,
সত্য, হক আর মানব সেবা,
এটাই আসল ধর্ম।

SHARE THIS

Author:

Previous Post
Next Post