আমি পারব না গুরু
এস, আর লোটাস
আমি পারব না গুরু,
নিজের কালিমালিপ্ত দেহে তোমার সামনে বেহায়ার মত দাঁড়াতে,
আমি পারব না গুরু,
তোমাকে আরো কাছে পেতে নিজেকে ভ্রান্ত-মোড়কে সাজাতে।
আমি পারব না গুরু,
নিজের স্বরাজ্ঞানকে ধরাজ্ঞানে রাঙাতে,
আমি পারব না গুরু,
আপন শূন্য কলসে বাজনা বাজাতে
আমি পারব না গুরু,
সাধু-সন্নাসীর বেশে ভন্ডরুপে খন্ড মানিক কুড়াতে,
আমি পারব না গুরু,
বাড়নকৃত পন্থানুসরণে গুরু-দর্শন লাভের নামে সকলি দ্বায় এড়াতে।
আমি পারব না গুরু,
ভালবাসি-ভালবাসি বলে ভালবাসার আঙ্গিক রসনা হারাতে।
আমি পারব না গুরু,
কুঁড়েদের দলে থেকে সঙ সেজে ভালাবাসার ঢং দেখাতে।
আমি পারব না গুরু,
রাতারাতি আঙুর ফুলে কলাগাছ বনে যেতে,
আমি পারব না গুরু,
ওদের মত সহজলভ্য করে তোমায় ভজিতে।
আমি পারব না গুরু,
প্রয়োজনে করব আবার শুরু থেকে শুরু,
আমি পারব গো গুরু,
তোমায় স্মরিতে প্রতিক্ষণে সন্ত্রস্ত হয়ে হে কাহারু।