আহবান
এস,আর লোটাস
অরে অ পথভ্রষ্ট ক্রন্দিল যুবা,
চলো অগ্রে পিছু গুড়ে,
করো মানব হয়ে,
মানবের সেবা।
তুমি ক্রন্দিবে কেন?
তুমি কাঁদিলে কাঁদিবে বিশ্ব,
নিঃস্ব হবে সবি ফের,
তুমি ত দিশারী যতীকের।
তুমি ত ধারক, বাহক, আহবায়ক,
পতাকাধারী রণে,
তুমি ত বাদ্য নিজেই, বাদক নও,
বাজবে ঝনো ক্ষণে।
তুমি নও দিশেহারা, হন্ন-পথিক,
তুমি যে পথিকের' ই পথ,
জাত-জাতি সমেদ মানববাহী,
টানারী যুবা রথ।
তুমি ত কাণ্ডারি রণতরী,
আপন ভ্যেপু বাজাও ক্ষণেক,
সবে খুজবে তোমায়,
দীপ্তক, আড়মোড়া, জনেক।