Accounting MCQ for SSC - হিসাব বিজ্ঞান - ১.৩


নবম-দশম শ্রেণির হিসাব বিজ্ঞান
১ম অধ্যায়ঃ (হিসাব বিজ্ঞানের পরিচিতি)-৩য় পর্ব 
প্রশ্ন সংখ্যা (১০১ হতে ১৫০)

যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন- 


Accounting MCQ for SSC - হিসাব বিজ্ঞান
১০১. হিসাববিজ্ঞান -
Ο ক) সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
Ο খ) উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
Ο গ) পণ্য ক্রয় ও বিক্রয়ের হিসাব রাখে
Ο ঘ) যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
 
সঠিক উত্তর: (ঘ)


১০২. মানবজীবনে জবাবদিহিতা নিশ্চিত করে-
i ধর্মীয় অনুশাসন
ii হিসাববিজ্ঞান
iii সামাজিক সচেতনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 

সঠিক উত্তর: (খ)
১০৩. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
Ο ক) হিসাববিজ্ঞান
Ο খ) হিসাবরক্ষণ
Ο গ) লেনদেন
Ο ঘ) উদ্বর্তপত্র
 

সঠিক উত্তর: (ক)
১০৪. হিসাব তথ্যের ব্যবহারকারীকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (ক)
১০৫. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী -
i মালিক
ii ব্যবস্থাপক
iii ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১০৬. হিসাববিজ্ঞানকে বলা হয়-
Ο ক) ব্যবসায়ের চালিকাশক্তি
Ο খ) ব্যবসায়ের পরিভাষা
Ο গ) ব্যবসায়ের দর্পণ
Ο ঘ) ব্যবসায়ের ভাষা
 

সঠিক উত্তর: (ঘ)
১০৭. প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই আগ্রহী থাকে-
i আর্থিক কার্যাবলির ফলাফল জানতে
ii লাভের পরিমাণ বৃদ্ধি করতে
iii ক্ষতির পরিমাণ কমাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 

সঠিক উত্তর: (ক)
১০৮. উৎপাদিত ফসলের হিসাব রাখা হত কীভাবে?
Ο ক) ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে
Ο খ) দরজার পেছনে দাগ কেটে
Ο গ) মাটির দেয়ালে রং দিয়ে
Ο ঘ) কাঠের কাঠিতে সংকেত কেটে
 

সঠিক উত্তর: (ক)
১০৯. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব না রাখার পরিণাম-
i প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা যায় না
ii লাভ-ক্ষতি বের করা যায় তবে আর্থিক অবস্থা জানা যায় না
iii কারবার পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 

সঠিক উত্তর: (ক)
১১০. পেশাজীবীদের আয় নিরূপণ ও তদনুযায়ী আয়কর নির্ধারণে কোনটি প্রয়োজন?
Ο ক) হিসাব রাখা
Ο খ) আইনজীবী নিয়োগ করা
Ο গ) নিরীক্ষক নিয়োগ করা
Ο ঘ) ব্যাংকে হিসাব খোলা
 

সঠিক উত্তর: (ক)
১১১. সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি পালন ও যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার কার উপর অর্পিত?
Ο ক) মালিকের উপর
Ο খ) হিসাবরক্ষকের উপর
Ο গ) ব্যবস্থাপকের উপর
Ο ঘ) সরকারের সংশ্লিষ্ট পক্ষের উপর
 

সঠিক উত্তর: (ঘ)
১১২. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় ?
Ο ক) হিসাব ব্যবস্থা
Ο খ) তথ্য ব্যবস্থা
Ο গ) নিরীক্ষা ব্যবস্থা
Ο ঘ) বিবরণী ব্যবস্থা
 

সঠিক উত্তর: (খ)
১১৩. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ -
i শিক্ষাপ্রতিষ্ঠান
ii বিজ্ঞাপনী সংস্থা
iii কম্পিউটার মেরামতকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১১৪. কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
Ο ক) অভ্যন্তরীণ
Ο খ) বাহ্যিক
Ο গ) অভ্যন্তরীণ ও বাহ্যিক
Ο ঘ) হিসাব তথ্য ব্যবহার করে না
 

সঠিক উত্তর: (খ)
১১৫. সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের-
Ο ক) ব্যয় নিয়ন্ত্রণ করা যায়
Ο খ) অপচয় রোধ করা যায়
Ο গ) আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়
Ο ঘ) উপরের সবগুলো
 

সঠিক উত্তর: (ঘ)
১১৬. হিসাববিজ্ঞান দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয়-
i ধর্মীয় অনুশাসন
ii নৈতিক চরিত্র গঠন
iii ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১১৭. লুকা প্যাসিওলি কে ছিলেন?
Ο ক) চিকিৎসক
Ο খ) বৈজ্ঞানিক
Ο গ) দার্শনিক/ধর্মযাজক
Ο ঘ) জ্যোতির্বিদ
 

সঠিক উত্তর: (গ)
১১৮. মুল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের সহায়তায়-
i সততা ও দায়িত্ববোধের সৃষ্টি হয়
ii ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হয়
iii সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১১৯. সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কীরূপ হওয়া উচিত?
Ο ক) প্রতিকূল
Ο খ) দায়িত্বশীল
Ο গ) মূনাফাকেন্দ্রিক
Ο ঘ) সমতাভিত্তিক
 

সঠিক উত্তর: (খ)
১২০. কোনটির কারণে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কমায়?
Ο ক) হিসাব সচেতনতা
Ο খ) হিসাবরক্ষণ
Ο গ) উভয়
Ο ঘ) কোনোটিই নয়
 

সঠিক উত্তর: (ক)
১২১. ডাচ-বাংলা ব্যাংক প্রতিবছরই গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্যে শিক্ষা বৃত্তি প্রদান করেন। ফলে দেশের সামাজিক উন্নয়ন ঘটে থাকে। ডাচ-বাংলা ব্যাংক বৃত্তি প্রদান সংক্রান্ত ব্যয়ের সাথে নিচের কোনটি প্রযোজ্য?
Ο ক) ব্যবসায়িক সুনাম অর্জন
Ο খ) সামাজিক দায়বদ্ধতা
Ο গ) সরকারি নিয়ম-নীতি
Ο ঘ) ব্যবসায়িক কৌশল
 

সঠিক উত্তর: (খ)
১২২. হিসাববিজ্ঞানে উচ্চ শিক্ষিত জনাব লাবিব স্যাম্প ট্রেডার্সের যাবতীয় হিসাব দু’তরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করায় বছর শেষে সঠিক মুনাফা নির্ণয় করতে পেরেছেন। তিনি হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য অর্জন করেছেন?
Ο ক) সর্বপ্রথম
Ο খ) অন্যতম
Ο গ) অন্যতম প্রধান
Ο ঘ) বিশেষ
 

সঠিক উত্তর: (গ)
১২৩. সরকারের রাজস্ব আদায়ের উৎস হলো-
i আয়কর
ii ভ্যাট
iii শুল্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১২৪. মি. আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা। তার বাসা ভাড়া ৩,০০০ টাকা, পারিবারিক খরচ ৫,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ১,০০০ টাকা হলে সঞ্চয় কত?
Ο ক) ১২,০০০ টাকা
Ο খ) ৯,০০০ টাকা
Ο গ) ৩,০০০ টাকা
Ο ঘ) ৮,০০০ টাকা
 

সঠিক উত্তর: (গ)
১২৫. দুতরফা দাখিলা পদ্ধতি হল হিসাবরক্ষণের-
Ο ক) ক্ষেত্র
Ο খ) ভিত্তি
Ο গ) পরিধি
Ο ঘ) সীমা
 

সঠিক উত্তর: (খ)
১২৬. হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্যটি হল-
Ο ক) লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ
Ο খ) আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ
Ο গ) আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
Ο ঘ) দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয়
 

সঠিক উত্তর: (খ)
১২৭. হিসাববিজ্ঞানের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা ও নিরীক্ষা কার্য সম্পাদন করতে হয় কোনটির মাধ্যমে?
Ο ক) লিপিবদ্ধকৃত লেনদেনের মাধ্যমে
Ο খ) প্রস্তুতকৃত প্রতিবেদনের মাধ্যমে
Ο গ) পরিচালকমন্ডলীর গৃহীত সিদ্ধান্ত
Ο ঘ) হিসাববিজ্ঞানের মাধ্যমে সরবরাহকৃত তথ্যের
 

সঠিক উত্তর: (ঘ)
১২৮. হিসাব সচেতনতা মানুষকে-
i সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে
ii নিয়মানুবর্তিতা অর্জনে সহায়তা করে
iii ঋণ পরিশোধে সক্ষম করে তোলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (ক)
১২৯. হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে কোনটির ওপর জ্ঞান লাভ প্রয়োজন?
Ο ক) হিসাবরক্ষণের
Ο খ) হিসাব পদ্ধতির
Ο গ) হিসাববিজ্ঞানের
Ο ঘ) হিসাব তথ্যের
 

সঠিক উত্তর: (গ)
১৩০. ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
Ο ক) অর্থনীতিকে
Ο খ) ব্যবস্থাপনাকে
Ο গ) হিসাববিজ্ঞানকে
Ο ঘ) কম্পিউটার বিজ্ঞানকে
 

সঠিক উত্তর: (গ)
১৩১. সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাবের মাধ্যমে কোনটি সম্পর্কে নিশ্চিত হতে পারে?
i শুল্ক ও ভ্যাট
ii জমা ও উত্তোলন
iii কাস্টমস ডিউটি ও আয়কর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (খ)
১৩২. জনাব রহিম একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ তাঁর প্রয়োজন-।
Ο ক) আয় ও ব্যয় নির্ধারণ
Ο খ) আয় নিরূপণ ও কর নির্ধারণ
Ο গ) বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
Ο ঘ) আর্থিক অবস্থায় উন্নয়নে  


সঠিক উত্তর: (খ)
১৩৩. হিসাববিজ্ঞান আলোচনা করে আর্থিক লেনদেন-
i লিপিবদ্ধকরণ সম্পর্কে
ii শ্রেণিবদ্ধকরণ সম্পর্কে
iii ব্যাখ্যাকরণ সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৪. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল -
i আর্থিক ফলাফল নির্ণয়
ii ব্যয় নিয়ন্ত্রণ
iii আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৫. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে -
i পণ্য তৈরিতে বিদেশি কাঁচামাল ব্যবহার করে
ii পণ্য তৈরিতে দেশি কাঁচামাল ব্যবহার করে
iii গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৩৬. ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা কোন হিসাবের মাধ্যমে যাচাই করা যায়?
Ο ক) দেনাদার হিসাব
Ο খ) পাওনাদার হিসাব
Ο গ) সংরক্ষিত হিসাব
Ο ঘ) নগদ তহবিল হিসাব
 

সঠিক উত্তর: (গ)
১৩৭. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি কী?
Ο ক) উদ্দেশ্য
Ο খ) প্রয়োজনীয়তা
Ο গ) গুরুত্ব
Ο ঘ) সুবিধা
 

সঠিক উত্তর: (ক)
১৩৮. ব্যবসায়ের গতি প্রকৃতি জানা যায় কীভাবে?
Ο ক) নগদান বই তৈরির মাধ্যমে
Ο খ) পাওনাদার এর হিসাব রাখার মাধ্যমে
Ο গ) আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে
Ο ঘ) খতিয়ান তৈরির মাধ্যমে
 

সঠিক উত্তর: (গ)
১৩৯. হিসাব সংক্রান্ত বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি কার ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) ব্যবস্থাপকের
Ο খ) প্রকৌশলীর
Ο গ) হিসাবরক্ষকের
Ο ঘ) পরিচালকের
 

সঠিক উত্তর: (গ)
১৪০. ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের অর্থ সংক্রান্ত ঘটনাসমূহ কীরূপ?
Ο ক) সীমিত
Ο খ) অগণিত ও বৈচিত্র্যময়
Ο গ) সীমিত ও বৈচিত্র্যময়
Ο ঘ) অপ্রয়োজনীয়
 

সঠিক উত্তর: (খ)
১৪১. মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার পাশাপাশি কোন পেশায় নিয়োজিত হয়?
Ο ক) ক্ষুদ্র শিল্প
Ο খ) কৃষিকাজ
Ο গ) পণ্য উৎপাদন
Ο ঘ) পণ্য প্রক্রিয়াজাতকরণ
 

সঠিক উত্তর: (খ)
১৪২. ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
Ο ক) খরচের মাধ্যমে
Ο খ) ক্রয়ের মাধ্যমে
Ο গ) বিক্রয়ের মাধ্যমে
Ο ঘ) হিসাব রাখার মাধ্যমে
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৩. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-
i আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব
ii আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি
iii আর্থিক কৌশল বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৪. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে-
Ο ক) লেনদেন লিপিবদ্ধকরণ
Ο খ) হিসাবরক্ষণ
Ο গ) হিসাববিজ্ঞান
Ο ঘ) বুককিপিং ও হিসাবরক্ষণ
 

সঠিক উত্তর: (গ)
১৪৫. জনাব হামিদ মাসিক ১০,০০০ টাকা আয় করেন এবং পুরোটাই মাসিক খরচের জন্য ব্যয় করেন। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে চান। সেক্ষেত্রে তার দরকার-
Ο ক) বর্তমান চিন্তা
Ο খ) ভবিষ্যতের চিন্তা
Ο গ) কৃপণ হওয়া
Ο ঘ) সুষ্ঠু হিসাব রাখা
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৬. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?
Ο ক) আর্থিক বিবরণী
Ο খ) চূড়ান্ত হিসাব
Ο গ) আর্থিক অবস্থা
Ο ঘ) হিসাব ব্যবস্থাপনা
 

সঠিক উত্তর: (গ)
১৪৭. কে বিভন্ন উৎস হতে কর, ভ্যাট, শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?
Ο ক) ব্যবসায়ী
Ο খ) সরকার
Ο গ) বিচারক
Ο ঘ) সচিব
 

সঠিক উত্তর: (খ)
১৪৮. কী অনুপস্থিত থাকলে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয়?
Ο ক) জবাবদিহিতা
Ο খ) ধৈর্য
Ο গ) ভালো আচরণ
Ο ঘ) সহানুভূতি
 

সঠিক উত্তর: (ক)
১৪৯. হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-
i আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব
ii আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতি
iii আর্থিক কৌশল বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৫০. হিসাবরক্ষককে বিনিয়োগকারীদের নিকট নিশ্চয়তা প্রদানে কোনটি প্রযোজ্য?
Ο ক) পণ্যের সঠিক গুণাগুণ
Ο খ) বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার
Ο গ) শ্রমিকদের সন্তুষ্টি অর্জন
Ο ঘ) রাজস্ব পরিশোধ
 

সঠিক উত্তর: (খ) 


SHARE THIS

Author:

Previous Post
Next Post