নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান -MCQ
১ম অধ্যায় ৬ষ্ঠ এবং শেষ পর্ব{অধ্যায় - ১ জীবন পাঠ (প্রশ্ন নং ২৫১ থেকে ৩২৯)}
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারবেন-
বিঃ দ্রঃ প্রথম
অধ্যায় থেকে মোট ৩২৯টি প্রশ্ন নির্বাচন করে ০৬ টি পর্বে বিভক্ত করা হয়েছে
যার প্রতিটি পর্বে ৫০টি করে প্রশ্ন রয়েছে এবং এটি তার শেষ পর্ব। কারো যদি
কোন প্রশ্ন থাকে ত কমেন্ট বক্সে লিখতে পারেন।
২৫১. বৈশিষ্ট্যগুলো কোন রাজ্যে দেখা যায়?
ক) অ্যানিমেলিয়া
খ) প্ল্যান্টি
গ) মনেরা
ঘ) ফানজাই
সঠিক উত্তর: (ঘ)
২৫২. অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?
ক) দাঁত ও ত্বক
খ) চুল ও নখ
গ) যকৃত ও প্লীহা
ঘ) জিহ্বা ও ঠোঁট
সঠিক উত্তর: (ক)
২৫৩. প্রোসিস্টা রাজ্যভুক্ত জবিদের অযৌন জনন কোন প্রক্রিয়ায় ঘটে?
ক) মাইটোসিস
খ) অ্যামাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) বাইনারি
সঠিক উত্তর: (ক)
২৫৪. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক শাখা কোনটি?
ক) Pharmacy
খ) Medical science
গ) Pharmacology
ঘ) Medicinology
সঠিক উত্তর: (ক)
২৫৫. Protista জগতভুক্ত জীবদের ক্রোমাটিন বস্তুতে থাকে-
i. DnA
ii. RNA
iii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. গোত্র বা Family এর অন্তর্ভুক্ত এককগুলো হলো-
i. শ্রেণি
ii. গণ
iii. প্রজাতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫৭. কোন পর্বের প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত?
ক) Protozoa
খ) Porifera
গ) Coelenterterata
ঘ) Chordata
সঠিক উত্তর: (ক)
২৫৮. জীববিজ্ঞানের কোন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক) ফলিত জীববিজ্ঞান
খ) ভৌত জীববিজ্ঞান
গ) মৌলিক জীববিজ্ঞান
ঘ) ব্যবহারিক জীববিজ্ঞান
সঠিক উত্তর: (খ)
২৫৯. যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার নাম কোথায় বসবে?
ক) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পূর্বে
খ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের পরে
গ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের মাঝে
ঘ) উক্ত জীবের বৈজ্ঞানিক নামের উপরে
সঠিক উত্তর: (খ)
২৬০. সৃষ্টিজগতে কোনটির মধ্যে প্রাণের স্পন্দন এক রহস্যপূর্ণ বিষয়?
ক) জীবকোষের
খ) মানুষের
গ) ভাইরাসের
ঘ) ব্যাকটেরিয়ার
সঠিক উত্তর: (ক)
২৬১. পেশি চালনাকারী কোনটি?
ক) সংবহনতন্ত্র
খ) স্নায়ুতন্ত্র
গ) পরিপাকতন্ত্র
ঘ) স্বসনতন্ত্র
সঠিক উত্তর: (খ)
২৬২. biology কোন ধরনের শব্দ?
ক) ল্যাটিন
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (গ)
২৬৩. জীবের ভৌগলিক বিস্তারের সাথে বূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা কোনটি?
ক) অনুজীববিজ্ঞান
খ) জীবপ্রযুক্তি
গ) জীবভূগোল
ঘ) জিনতত্ত্ব
সঠিক উত্তর: (গ)
২৬৪. মনেরা রাজ্যভুক্ত জীবের কোষে কোন অঙ্গাণুটি বর্তমান থাকে?
ক) রাইবোজোম
খ) নিউক্লিওলাস
গ) নিউক্লিওলাস মেমব্রেন
ঘ) মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: (ক)
২৬৫. Systema Naturae গ্রন্থটির লেখক কে?
ক) গ্রেগর জোহান মেন্ডেল
খ) চার্লস রবার্ট ডারউইন
গ) এরিস্টটল
ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: (ঘ)
২৬৬. রোগ নিয়ে আলোচনা করা হয় যে সকল শাখায় তা হলো-
i. Parasitology
ii. Biochemistry
iii. Medical science
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬৭. মানুষ ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি আলোচিত হয় কোনটিতে?
ক) কৃষিবিজ্ঞান
খ) প্রাণরসায়ন
গ) চিকিৎসা বিজ্ঞান
ঘ) জীবপ্রযু্ক্তি
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. অণুজীব নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?
ক) Microbiology
খ) Parasitology
গ) Medical science
ঘ) Biochemistry
সঠিক উত্তর: (ক)
২৬৯. Panthera tigris দ্বারা কোন জীবকে বোঝায়?
ক) পাট
খ) কাঁঠাল
গ) রয়েল বেঙ্গল টাইগার
ঘ) দোয়েল
সঠিক উত্তর: (গ)
২৭০. Margulis; Five kingdom কে কতটি Super kingdom ভুক্ত করেন?
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
২৭১. মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় Artocarpus heterophyllus জীবটির-
i. মাংস
ii. ফল
iii. বীজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৭২. বিষয়বস্তুর ভিত্তিতে মরফোলজির শাখা কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
২৭৩. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) প্ল্যান্টি
ঘ) ফানজাই
সঠিক উত্তর: (গ)
২৭৪. Margulis কত সালে Five kingdom ধারণা পরিবর্তন করেন?
ক) ১৯৭৪
খ) ১৯৭৫
গ) ১৯৭৭
ঘ) ১৯৭৮
সঠিক উত্তর: (ক)
২৭৫. জীববিজ্ঞান কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
ক) এন্টোমোলজি
খ) ইকোলজি
গ) এন্ডোক্রাইনোলজি
ঘ) মাইকোবায়োলজি
সঠিক উত্তর: (ক)
২৭৬. অ্যারিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
ক) সুইডেন
খ) গ্রিক
গ) জার্মানি
ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (খ)
২৭৭. কে সর্বপ্রথম জীবের পূর্ণ শেণিবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন?
ক) হুইটটেকার
খ) লুইপাস্তুর
গ) সলিম আলী
ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: (ঘ)
২৭৮. Bio ও logus শব্দ দুটি কোন ভাষার শব্দ?
ক) গ্রিক
খ) ল্যাটিন
গ) ইংরেজি
ঘ) ফারসি
সঠিক উত্তর: (ক)
২৭৯. Parasitology-এর আলোচিত বিষয় হলো-
i. পরজীবীর
ii. পরজীবীর জীবনপ্রণালি
iii. রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮০. মানুষের বৃদ্ধি হরমোন (GH) সম্পর্কে জানা যাবে কোন শাখায়?
ক) ইকোলজিতে
খ) এন্ডোক্রাইনোলেজিতে
গ) সাইটোলজিতে
ঘ) এমব্রায়োলজিতে
সঠিক উত্তর: (খ)
২৮১. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে-
i. ফাইনজাই
ii. প্ল্যান্টি
iii. অ্যানিমেলিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮২. জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহ হলো-
i. উদ্ভিদ বিজ্ঞান
ii. প্রাণিবিজ্ঞান
iii. কৃষিবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৩. নিচের কোনটি পাটের বৈজ্ঞানিক নাম?
ক) Oryza sativa
খ) Corchorus capsularis
গ) Symphea mouchila
ঘ) Mongifiera indica
সঠিক উত্তর: (খ)
২৮৪. Whittaker-এর Five kingdom ধারণার পরিবর্তিত ও বিস্তারিত রূপদাতা কে?
ক) বেনথাম হুকার
খ) লিনিয়াস
গ) হাচিনসন
ঘ) মারগুলিস
সঠিক উত্তর: (ঘ)
২৮৫. ফাইভ কিংডম ধারণামতে প্রোটোজোয়া কোন জগতে অবস্থিত?
ক) Monera
খ) Fungi
গ) Protissta
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)
২৮৬. কোন বিজ্ঞানী মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?
ক) লিনিয়াস
খ) কেভলিয়ার স্মিথ
গ) মারগুলিস
ঘ) হুইটেকার
সঠিক উত্তর: (খ)
২৮৭. আমাদের জাতীয় ফুলের প্রজাতির নাম কী?
ক) indica
খ) rosa-sinensis
গ) nouchali
ঘ) sativa
সঠিক উত্তর: (গ)
২৮৮. অণুজীববিজ্ঞানে আলোচনা করা হয়-
i. মানবজীবন সম্বন্ধে
ii. ভাইরাস সম্বন্ধে
iii. ব্যাকটেরিয়া সম্বন্ধে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৮৯. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত কোনটিতে?
ক) Spirogyra-তে
খ) কাঁঠাল গাছে
গ) Penicillium-এ
ঘ) ধান গাছে
সঠিক উত্তর: (গ)
২৯০. জীবের বৈশিষ্য হলো-
i. বহুকোষী
ii. অযৌন প্রজনন ঘটে
iii. দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯১. কোনগুলোতে উচ্চমাত্রায় প্রাণিজ চর্বি থাকে?
ক) ভাত, রুটি, আলু
খ) ফল, সবজি, মাংস
গ) ডিম, দুধ, সবজি
ঘ) বার্গার, ক্রিসপস, পিঠা
সঠিক উত্তর: (ঘ)
২৯২. ফানজাই রাজ্যের জীবে-
i. হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি হয়
ii. মিয়োসিস কোষ বিভাজন হয়
iii. সালোকসংশ্লেষণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৩. জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী?
ক) Hibiscus rosa-sinensis
খ) Periplaneta Americana
গ) Copsychus saularis
ঘ) Plasmodium vivax
সঠিক উত্তর: (ক)
২৯৪. নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এ প্রাণী সম্পর্কে জানতে পারবে-
ক) মৎস বিজ্ঞানে
খ) কৃষিবিজ্ঞানে
গ) জিন প্রযুক্তিতে
ঘ) সমুদ্র বিজ্ঞানে
সঠিক উত্তর: (ঘ)
২৯৫. মানবজীবনম রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানই হলো-
ক) চিকিৎসা বিজ্ঞান
খ) শারীরবিজ্ঞান
গ) পরজীবী বিজ্ঞান
ঘ) জীবপরিসংখ্যান বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৯৬. অ্যারিস্টটলের জীবনকাল কোনটি?
ক) খ্রিস্টপূর্ব ৩৮৩-৩২২
খ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২
গ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২০
ঘ) খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২৩
সঠিক উত্তর: (খ)
২৯৭. Plantae-এর ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. বহুকোষী ফটোসিনথেটিক জীব
ii. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
iii. নিজ ক্ষমতায় নড়াচড়া করতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৯৮. বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা হচ্ছে কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) উদ্ভিদবিজ্ঞান
গ) প্রাণিবিজ্ঞান
ঘ) জড় বিজ্ঞান
সঠিক উত্তর: (ক)
২৯৯. কখন বস্তুর উৎসেচকের পরিমাণ বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে?
ক) তাপ হ্রাস পেলে
খ) তাপ বৃদ্ধি পেলে
গ) জীবাণুর হ্রাস পেলে
ঘ) আর্দ্রতা হ্রাস পেলে
সঠিক উত্তর: (খ)
৩০০. একটি পুকুরের পানি দিয়ে স্লাইড তৈরি করে যৌগিক অণুবিক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে কী পাবে?
ক) ঈস্ট
খ) পেনিসিলিয়াম
গ) ডায়াটম
ঘ) ম্যালেরিয়া জীবাণু
সঠিক উত্তর: (গ)
৩০১. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?
ক) জগৎ
খ) শ্রেণি
গ) প্রজাতি
ঘ) গণ
সঠিক উত্তর: (গ)
৩০২. জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ নিয়ে গঠিত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৩০৩. জীবের টিস্যুর গঠন বিন্যাস ও কার্যাবলি কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Morphology
খ) Anatomy
গ) Histology
ঘ) Cytology
সঠিক উত্তর: (গ)
৩০৪. সুপার কিংডম-১: প্রোক্যারিওটা এর অন্তর্গত কয়টি রাজ্য বা কিংডম আছে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
৩০৫. বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
ক) নাইট্রোজেন
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর: (গ)
৩০৬. জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম-
i. খাদ্য উৎপাদনে
ii. চিকিৎসাশাস্ত্রের উন্নয়নে
iii. জীবের অস্তিত্ব রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. নামকরণে অবশ্যই কোন শব্দটি ব্যবহার করতে হবে?
ক) গ্রিক
খ) ল্যাটিন
গ) ইংরেজি
ঘ) হীব্রু
সঠিক উত্তর: (খ)
৩০৮. ICZN এর পূর্ণরূপ কী?
ক) International Code of Zoological Nomenclature
খ) International Coade of Zollogical Name
গ) International Code of Zoological Number
ঘ) international Code of Zollogical Nomenculture
সঠিক উত্তর: (ক)
৩০৯. জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব করেন কে?
ক) ক্যারোলাস লিনিয়াস
খ) বেনথাম ও হুকার
গ) আর এইচ হুইটটেকার
ঘ) মারগুলিস
সঠিক উত্তর: (গ)
৩১০. জীবকোষের মধ্যে রহস্যপূর্ণ বিষয় কোনটি?
ক) প্রাণ
খ) প্রাণকেন্দ্র
গ) প্রাণের স্পন্দন
ঘ) ক্রোমোজোম
সঠিক উত্তর: (গ)
৩১১. আলোচনার ভিত্তিতে জীববিজ্ঞানের শাখা কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
৩১২. Fungi-এর উদাহরণ কোনটি?
ক) Homo sapiens
খ) Penicillium notatum
গ) Bufo melanostictus
ঘ) Periplaneta Americana
সঠিক উত্তর: (খ)
৩১৩. কোনটি বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান?
ক) Wildlife
খ) Forestry
গ) Agriculture
ঘ) Morphology
সঠিক উত্তর: (ক)
৩১৪. শ্রেণিবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন কোন বিজ্ঞানী?
ক) রবার্ট হুক
খ) মেন্ডেল
গ) লিনিয়াস
ঘ) ওয়াটসন
সঠিক উত্তর: (গ)
৩১৫. গবার গণ নাম কোনটি?
ক) Oryza
খ) Hibiscus
গ) Homo
ঘ) Mangifera
সঠিক উত্তর: (খ)
৩১৬. টমাস কেভলিয়ার স্মিথ জগতকে কয়টি রাজ্যে ভাগ করেন?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)
৩১৭. মোঃ কাদের মিয়া জীববিজ্ঞানের একজন ছাত্র। সে উদ্ভিদের বিভিন্ন দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করতে শিখবে-
i. উদ্ভিদবিজ্ঞানের শ্রেণিবিন্যাস
ii. প্রাণীর শ্রেণিবিন্যাস
iii. মৌলের শ্রেণিবিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১৮. শ্রেণিবিন্যাসের ১ম, ২য় এবং ৩য় একক কোনটি?
ক) জগৎ, বিভাগ, শ্রেণি
খ) গোত্র, বর্গ, শ্রেণি
গ) প্রজাতি, গণ, গোত্র
ঘ) গোত্র, গণ, প্রজাতি
সঠিক উত্তর: (ক)
৩১৯. নিম্নোক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে Whittaker; Five kingdom ধারণা দেন-
i. DNA RNA এর প্রকারভেদ
ii. কোষের বৈশিষ্ট্য
iii. কোষের সংখ্যা ও খাদ্যাভাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২০. ঔষধ শিল্প ও প্রযু্ক্তি বিষয়ক বিজ্ঞান হলো-
ক) Forestry
খ) Pharmacy
গ) Medical science
ঘ) Biotechnology
সঠিক উত্তর: (খ)
৩২১. জীবন-সংশ্লিষ্ট শাখা কোনটি?
ক) ফলিত জীববিজ্ঞান
খ) ভৌত জীববিজ্ঞান
গ) ফলিত পদার্থ
ঘ) ভৌত রসায়ন
সঠিক উত্তর: (ক)
৩২২. শ্রেণিবিন্যাসেকে প্রধানত ভাগ করা যায়-
i. কৃত্রিম
ii. প্রাকৃতিক
iii. জাতিজনি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২৩. কোনটি লিনিয়াসের সময়কালের বিজ্ঞানীদের ভাষা হিসেবে ব্যবহৃত হতো?
ক) ইংরেজি
খ) গ্রিক
গ) ল্যাটিন
ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)
৩২৪. বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় কোনটি প্রযোজ্য?
ক) গণ ও প্র্রজাতি একসাথে লিখতে হবে
খ) গণ ও প্রজাতির নিচে একটি দাগ দিতে হবে
গ) গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে
ঘ) কোনো দাগ হবে না
সঠিক উত্তর: (গ)
৩২৫. কৃষি সম্পর্কিত শাখা কোনটি?
ক) Agriculture
খ) Horliculture
গ) Agronomy
ঘ) Forestry
সঠিক উত্তর: (ক)
৩২৬. বৈজ্ঞানিক নামের কয়টি অংশ?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৩২৭. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?
ক) শৈবাল
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)
অনুচ্ছেনটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল
বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান,
মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর।
৩২৮. নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (ক)
৩২৯. জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের-
i. ১ম ক্লাসের বিষয়
ii. ২য় ক্লাসের বিষয়
iii. ৩য় ক্লাসের বিষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)