Poem - স্বরচিত কবিতা (জীবনের কাঠগড়ায়)


জীবনের কাঠগড়ায়,
এস, আর লোটাস

জীবনের কাঠগড়ায় নিজেকে দাঁড় করালাম আজ,
দেখি হাজারো ফাঁসির রায় আমার জন্য,
ক'টাতেই বা আপিল করা যেত নিজেকে নির্দোষ করতে,
হত কি আর লঘু শাস্তি আমার? হতেম ধন্য।
আজ নিজেই বিচারপতি, নিজের বিচারক নিজেই,
তবু কেন পারছি না বাঁচাতে মোরে? 

রায়ের পাতায় কারচুপি করে কিংবা মিথ্যা স্বাক্ষী জুটিয়ে,
বাঁচাতে কি আর পারব না আমারে?
চড়মভাবে ফেঁসে গেছি আজ এ কাঠে গড়া কেবিনে,
বাদী-বিবাদী নেই শুধু রায় প্রণয়নকারী আমি,
নিজের মনকে পক্ষের উকিল করে বিবেককে করেছি জাজ,
কেউ নেই পাশে যারা ছিল মোর মঙ্গলকামী।
পক্ষের উকিল'ই আজ দোষগুলোকে উম্মোচিত করে,
বলে, "তুই দোষী, ফাঁস থেকে নিস্তার নেই তোর"-
সে কি আর সাধারণ ফাঁস? আমৃত কারাবাস,
চারিদিকে বিভৎস জানোয়ার সে কি ঘোর।
নিজেকে বাঁচানোর পথরুদ্ধ, নেই আত্নশুদ্ধির পথ,
শুধু প্রার্থনা জপি, ফিরে যাই, ফিরে যাই,
সূযোগ পেলে শুধরিয়ে নিতাম পুনঃবারে,
তা নেই আর, সামনে শুধু বিপথের বিপদ।

SHARE THIS

Author:

Previous Post
Next Post