Poem-স্বরচিত কবিতাবলি (আমিও পারি)


আমিও পারি
এস, আর লোটাস

আমিও পারি। তোমার রাঙা চোখের উপর চোখ রাঙাতে।
আমিও পারি। তোমার প্রশ্নের উত্তর তোমার মত করে দিতে।
আমিও পারি। ক ঘ্যাঁ শক্ত কথায় তোমায় কাঁদাতে।
আমিও পারি। তোমাদের মত করে হাসাতে।
আমিও পারি। হিজি-বিজি দু-লাইনে একটি কবিতা লিখতে।
আমিও পারি। তোমার সরলতার সুযোগ নিয়ে আড় চোখে তাকাতে।
আমিও পারি। তোমাদের মত করে অট্রহাসি হাসি হাসতে।
আমিও পারি যা তোমরা আজও পারনা,
আমি পারব না কারণ, আমি ত ভাই তুমি না।

SHARE THIS

Author:

Previous Post
Next Post