File Recovery- ভূলক্রমে মূছে ফেলা ফাইল ফেরত পান
ডিলিট হওয়া ফাইল ফিরে পেতে চান ?
মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে কিংবা তারাহুরো করতে গিয়ে অনেক দরকারি ফাইল ডিলিট করে দেই (shift + del ) চেপে। ঠিক তখন আর কিছুই করার থাকে না। হতাশায় ম্য পড়ে যাই আমরা। কিন্ত আপনি যদি চান তাহলে খুব সহজে এই ডিলিট করা ফাইল recovery করতে পারবেন ।
নিচের স্টেপ গুলু অনুসরন করে আপনার দরকারি ফাইল ফিরে পেতে পারেন। এখনই চেষ্টাটা শুরু করুন তাহলে-
১, প্রথমে নিচের লিংকে ক্লিক করেিএকটি সফটওয়্যার ডাউনলোড করুন –
সফটওয়ারটি ডাউন করতে এখানে ক্লিক করুন-
২. Extract করুন । (যদি Win rare Software টি ইন্সটল না করা থাকে তাহলে ইন্সটল করে নিন)।
৩. Exe file Double Click করুন ।
৪.Welcome Screen আসার পর Next Click করুন।
৫. License Agreement Accept করে Next Click করুন ।
৬.এরপর Next ক্লিক করুন।
৭. কোথায় ইন্সটল করবেন সিলেক্ট করুন ।
৮. Yes ক্লিক করুন ।
৯. Finish Button এ ক্লিক করুন।
১০, এইবার নতুন ইন্সটল হওয়া পোগ্রামটি চালু করুন ।
১১. পদক্ষেপগুলো অনুসরণ করুন।
১২. এবার আপনার হতাশা শেষ।
১৩. প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করে দিয়ে রিকভার করুন আপনার মুছে ফেলা ফাইল।