Poem - স্বরচিত কবিতা (আমি কে?)


আমি কে?
এস,আর লোটাস

আমি আমি করিস সবাই,
বল ত আমি কে?
এই দুনিয়ার মাঝে বল ত,
আমার কি আছে?
আমিই নাকি অন্য কারো,
আমার আছে কে,
কত নামে ডাকে সবে,
এই যে আমাকে।
বাবা বলে, "আমার ছেলে" 
মা ও বলে তাই,
ভাইয়া এবং আপা বলে,
এ যে আমার ভাই।
বন্ধুরা সব বন্ধু বলে,
বউ বলে যে স্বামী,
ছেলে আবার বাবা বলে,
ভাবছি কে আমি?
আমিই নাকি কারো ছেলে,
আমার ছেলে কে?
অভিনয় সব করছি রোজ'ই
আমার কি আছে?
এসেছিনু এই ভবেতে,
একা শুন্য হাতে,
যাবার বেলায় একাই যাব,
কেউ যাবে না সাথে।
তবে কেন আমার আমার,
বলছি বোকার মত,
আমার বলে কিছুই ত নাই,
সবি হবে গত।
আমার এটা, আমার ওটা,
সবি মিছা ছল,
সবার মাঝেই আছি আমি,
আমিই কে তা বল?
মামা, কাকা, খালু, জ্যাঠা
ডাকে আমাকে,
কত জনকে জিগায় বলি,
বলত আমি কে?

SHARE THIS

Author:

Previous Post
Next Post