আহবান-২
এস,আর লোটাস
পায়ে তোর ময়লা কত বল?
এখুনি গোসল দিবি চল।
সাত সকালে ছুড়লি কথা, দিলি ব্যথা,
কারে দিলি হাঁক?
পায়ে তোর ময়লা কত দ্যাখ?
তোর ছোড়া ঐ তীরের তরে, মূর্ছে পড়ে,
নোনা জলের ঢেউ-
অরে দে গোসল করায় কেউ।
কোনবা ডোবায়, কারবা নৃপায়,
দিলি হিচকা টান-
অরে কেউ গোসল করায় আন।
শিকলমুক্ত কথার মাঝে, আজে-বাজে,
করিস কেন ছল?
পায়ে তোর ময়লা কত বল?
এখুনি গোসল দিবি চল।
পাছেলোকের মতন করে, যতন ঘিরে,
কারে বিধঁস বাঁধ-
ভেঙে দে সবধরনের বাঁধ।
করে নে গোসলেরই সাধ।
গোঁধুলীর ঐ ঈষাণ বেলায়, মানবতার অবহেলায়,
বাঁচবি কিরে বল?
এখুনি গোসল দিবি চল।
খুব ভালোলাগলো। V.V.Good
Reply