Accounting MCQ for SSC - হিসাব বিজ্ঞান - ১.৪

নবম-দশম শ্রেণির হিসাব বিজ্ঞান
১ম অধ্যায়ঃ (হিসাব বিজ্ঞানের পরিচিতি)- ৪র্থ এবং শেষ পর্ব 
প্রশ্ন সংখ্যা (১৫১হতে ২০৫)


যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন- 
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন- 

বিঃ দ্রঃ প্রথম অধ্যায় থেকে মোট ২০৫টি প্রশ্ন নির্বাচন করে ৪টি পর্বে বিভক্ত করা হয়েছে যার প্রতিটি পর্বে ৫০টি করে প্রশ্ন রয়েছে এবং এটি তার শেষ পর্ব। কারো যদি কোন প্রশ্ন থাকে ত কমেন্ট বক্সে লিখতে পারেন।


Accounting MCQ for SSC
১৫১. পেশাজীবীদের (ডাক্তার, উকিল প্রভৃতি) হিসাব রাখার প্রয়োজন-
Ο ক) আয়কর নির্ধারণের জন্য
Ο খ) লাভ-লোকসান নির্ণয়ের জন্য
Ο গ) আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য
Ο ঘ) আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য
 

সঠিক উত্তর: (ক)
১৫২. সরকার হিসাববিজ্ঞানের -
Ο ক) অভ্যন্তরীণ ব্যবহারকারী
Ο খ) বাহ্যিক ব্যবহারকারী
Ο গ) উভয়ই
Ο ঘ) কোনোটিই না
 
সঠিক উত্তর: (খ)
১৫৩. আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয়-
i ব্যবস্থাপনাকে
ii কম্পিউটার বিজ্ঞানকে
iii হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৫৪. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
Ο ক) খরচের মাধ্যমে
Ο খ) ক্রয়ের মাধ্যমে
Ο গ) ব্যয় নিয়ন্ত্রনের মাধ্যমে
Ο ঘ) ব্যয় বৃদ্ধির মাধ্যমে
 

সঠিক উত্তর: (গ)
১৫৫. হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে -
i সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii নৈতিক চরিত্র গঠনে
iii আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৬. ব্যয়সায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়-
i প্রতিষ্ঠানের প্রতারণা
ii প্রতিষ্ঠানের জালিয়াতি
iii মুনাফা জাতীয় খরচ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) iii
Ο গ) ii
Ο ঘ) i
 

সঠিক উত্তর: (ক)
১৫৭. মানুষ রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে?
Ο ক) সভ্যতার সূচনাতে
Ο খ) কৃষিকাজ আরম্ভ করার পর
Ο গ) ব্যবসায়-বাণিজ্যে শুরুর পর
Ο ঘ) বিনিময় প্রথা চালুর পর
 

সঠিক উত্তর: (খ)
১৫৮. হিসাববিজ্ঞানের কর্মক্ষেত্রকে কী বলা হয়?
Ο ক) আওতা
Ο খ) পরিধি
Ο গ) সীমা
Ο ঘ) ক্ষেত্র
 

সঠিক উত্তর: (ক)
১৫৯. ফলাফল নির্ণয় কী?
Ο ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
Ο খ) হিসাববিজ্ঞানের আওতা
Ο গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
Ο ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
 

সঠিক উত্তর: (ক)
১৬০. লুকা প্যাসিওলি পেশায় ছিলেন একজন-
Ο ক) কৃষিবিদ
Ο খ) হিসাব বিজ্ঞানী
Ο গ) গণিতবিদ
Ο ঘ) অর্থনীতিবিদ
 

সঠিক উত্তর: (গ)
১৬১. ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?
Ο ক) ক্রয়বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
Ο খ) লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে
Ο গ) কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
Ο ঘ) আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে
 

সঠিক উত্তর: (খ)
১৬২. হিসাবরক্ষণ দ্বারা বিকশিত হয়-
i সততা
ii প্রযুক্তি
iii দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (খ)
১৬৩. আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্যে ব্যবহার করা হয় কোনটি?
Ο ক) হিসাববিজ্ঞানের জ্ঞান
Ο খ) আমদানি-রপ্তানির নীতি
Ο গ) ব্যবসা-বাণিজ্য নীতিমালা
Ο ঘ) সাধারণ শিক্ষার জ্ঞান
 

সঠিক উত্তর: (ক)
১৬৪. ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?
Ο ক) রোম
Ο খ) ভেনিস
Ο গ) ভ্যাটিক্যান সিটি
Ο ঘ) ফ্লোরেন্স
 

সঠিক উত্তর: (খ)
১৬৫. হিসাববিজ্ঞান-
i দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে
ii ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার
iii বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
 
সঠিক উত্তর: (গ)
১৬৬. কারবারের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন-
i মালিক
ii ব্যবস্থাপক
iii সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (ক)
১৬৭. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব?
Ο ক) সম্পদ ক্রয়ের ফলে
Ο খ) সঠিক সিদ্ধান্ত নিলে
Ο গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
 

সঠিক উত্তর: (গ)
১৬৮. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হল -
Ο ক) প্রস্তুতকৃত বিবরনী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায়
Ο খ) ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
Ο গ) হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
Ο ঘ) হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
 

সঠিক উত্তর: (ক)
১৬৯. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি দ্বারা কর্তব্যরত ব্যক্তির কোনটি বিকশিত হয়?
Ο ক) দক্ষতা
Ο খ) কর্মস্পৃহা
Ο গ) যোগ্যতা
Ο ঘ) দায়িত্ববোধ
 

সঠিক উত্তর: (ঘ)
১৭০. আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
Ο ক) এল. সি. ক্রুপার
Ο খ) এ. ডব্লিউ. জনসন
Ο গ) লুকা প্যাসিওলি
Ο ঘ) আর. এন. কার্টার
 

সঠিক উত্তর: (গ)
১৭১. লুকা প্যাসিওলি তাঁর “সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা” গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতি
Ο খ) একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা
Ο গ) দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা
Ο ঘ) দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
 

সঠিক উত্তর: (ঘ)
১৭২. কোনো ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে তাকে কী হতে হবে?
Ο ক) হিসাব সচেতন
Ο খ) ঋণ পরিশোধে সচেতন
Ο গ) ধর্ম ভীরু
Ο ঘ) নিয়মানুবর্তী
 

সঠিক উত্তর: (ক)
১৭৩. মুদ্রা প্রচলন হয় কীসের কারণে?
Ο ক) বিনিময় প্রথার অসুবিধা
Ο খ) হিসাবপ্রথার উন্নতি
Ο গ) প্রযুক্তিগত উন্নয়ন
Ο ঘ) সমাজব্যবস্থার উন্নয়ন
 

সঠিক উত্তর: (ক)
১৭৪. আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানার প্রয়োজন হয়-
i নির্দিষ্ট পদ্ধতি
ii নির্দিষ্ট কৌশল
iii হিসাববিজ্ঞানের জ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৫. হিসাববিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধে একজন ব্যক্তির-
i জবাবদিহিতা নিশ্চিত করে
ii মূল্যবোধ সৃষ্টি করে
iii ঋণখেলাপী মানসিকতার অবসান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (গ)
১৭৬. হিসাবরক্ষণ দ্বারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিশ্চিত হয়-
i আয়ের বিপরীতে ব্যয়ের মানসিকতা সৃষ্টি
ii সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা
iii দায়-দেনার পরিমাণ বৃদ্ধিকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (ক)
১৭৭. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়-
i ব্যয় নিয়ন্ত্রণ
ii প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
iii সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৮. সরকারের আয়ের উৎস হলো-
i ভ্যাট
ii কাস্টমস্‌ ডিউটি
iii আয়কর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৭৯. লুকা প্যাসিওলি ব্যাখ্যা করেন-
Ο ক) একতরফা দাখিলা পদ্ধতি
Ο খ) গণিত সম্পর্কে
Ο গ) হিসাবরক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
Ο ঘ) কিছুই না
 

সঠিক উত্তর: (গ)
১৮০. হিসাব রক্ষণের প্রকৃত উদ্দেশ্য কোনটি?
Ο ক) আর্থিক অবস্থা নিরূপণ
Ο খ) ব্যয় বাড়ানো
Ο গ) কর্মচারীদের কম বেতন প্রদান
Ο ঘ) হাতে নগদ বাড়ানো
 

সঠিক উত্তর: (ক)
১৮১. প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন: আয়-ব্যয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্যে হিসাবকারীকে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে?
Ο ক) আর্থিক বিবরণী প্রস্তুত বিষয়ে
Ο খ) দেনাদার ও পাওনাদার বিষয়ে
Ο গ) ব্যবসায়ে সংঘটিত ঘটনা বিষয়ে
Ο ঘ) হিসাববিজ্ঞান সংক্রান্ত বিষয়ে
 

সঠিক উত্তর: (ঘ)
১৮২. আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
Ο ক) পঞ্চদশ শতাব্দীতে
Ο খ) ষোড়শ শতাব্দীতে
Ο গ) অষ্টাদশ শতাব্দীতে
Ο ঘ) চতুর্দশ শতাব্দীতে
 

সঠিক উত্তর: (ক)
১৮৩. বাহ্যিক ব্যবহারকারী হিসেবে পরিচিত-
i ঋণদাতা
ii সরকার
iii কর্মচারী ও কর্মকর্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৪. কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখার ফলে-
i সময় ও শ্রম লাঘব হয়
ii দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
iii দ্রুত হিসাবের ফলাফল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৫. মুদ্রার প্রচলন কখন শুরু হয়?
Ο ক) পৃথিবীর শুরু থেকে
Ο খ) প্রাচীনকালে
Ο গ) কালক্রমে
Ο ঘ) বর্তমান কালে
 

সঠিক উত্তর: (গ)
১৮৬. হিসাববিজ্ঞান কীসের বাহক রুপে কাজ করে?
Ο ক) নৈতিকতার
Ο খ) মানদন্ডের
Ο গ) জবাবদিহিতার
Ο ঘ) সামাজিক সচেতনতার
 

সঠিক উত্তর: (গ)
১৮৭. লুকা প্যাসিওলি কোন বিষয়ের উপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?
Ο ক) হিসাববিজ্ঞানের ওপর
Ο খ) দুতরফা দাখিলার ওপর
Ο গ) গণিত শাস্ত্রের ওপর
Ο ঘ) দর্শন শাস্ত্রের ওপর
 

সঠিক উত্তর: (গ)
১৮৮. বিজ্ঞান ও প্রযুক্তি -
Ο ক) হিসাবরক্ষণকে সংকুচিত করে
Ο খ) হিসাবরক্ষণকে ব্যয়বহুল করে তুলে
Ο গ) হিসাবরক্ষণের গতি রোধ করে
Ο ঘ) হিসাবরক্ষণের উন্নতি ঘটায়
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৯. চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে?
Ο ক) আয়ের
Ο খ) ব্যয়ের
Ο গ) সম্পদের
Ο ঘ) দায়ের
 

সঠিক উত্তর: (ক)
১৯০. হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
Ο ক) মালিক
Ο খ) বিনিয়োগকারী
Ο গ) ঋণ প্রদানকারী
Ο ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক
 

সঠিক উত্তর: (গ)
১৯১. ফলাফল নির্ণয়-
Ο ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
Ο খ) হিসাববিজ্ঞানের আওতা
Ο গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
Ο ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
 

সঠিক উত্তর: (ক)
১৯২. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কী?
Ο ক) প্রধান উদ্দেশ্য
Ο খ) মহৎ উদ্দেশ্য
Ο গ) অন্যতম উদ্দেশ্য
Ο ঘ) এক মাত্র উদ্দেশ্য
 

সঠিক উত্তর: (ক)
১৯৩. প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত-
Ο ক) খাতায় লিখে
Ο খ) ডেবিট-ক্রেডিট পদ্ধতিতে
Ο গ) গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে
Ο ঘ) বিনিময়ের মাধ্যমে
 

সঠিক উত্তর: (গ)
১৯৪. সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক স্থাপনে হিসাবরক্ষক ভুমিকা রাখে কীভাবে?
Ο ক) প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο খ) সমাজ ও পরিবেশের উন্নয়নে অর্থ বরাদ্ধ করে তার যথাযথ হিসাব রাখার মাধ্যমে
Ο গ) মালিকপক্ষকে আর্থিক বিবরণী দেখানোর মাধ্যমে
Ο ঘ) আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
 

সঠিক উত্তর: (খ)
১৯৫. বিনিময় প্রথা চালু হয় কখন?
Ο ক) মুদ্রার প্রচলনের পূর্ববর্তী সময়ে
Ο খ) মুদ্রার প্রচলনের পরবর্তী সময়ে
Ο গ) কৃষিকাজ শুরুর সময়ে
Ο ঘ) সভ্যতার সূচনা লগ্নে
 

সঠিক উত্তর: (ক)
১৯৬. হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তি/উক্তিগুলো প্রযোজ্য?
i মানবসভ্যতার ইতিহাসের চেয়েও হিসাববিজ্ঞানের ইতিহাস পুরনো
ii আদিম যুগে মানুষ পাথরের গায়ে দাগ কেটে হিসাব রাখত
iii হিসাববিজ্ঞানে প্রস্তুতকৃত বিবরনীর মাধ্যমেই প্রতিষ্ঠানের আর্থিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (গ)
১৯৭. নিজের কাজের প্রতি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
Ο ক) মূল্যবোধ
Ο খ) দায়িত্ববোধ
Ο গ) জবাবদিহিতা
Ο ঘ) কর্তব্যপরায়ণ
 

সঠিক উত্তর: (গ)
১৯৮. সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল একজন হিসাবরক্ষক পণ্য উৎপাদনের কোন খাতে অর্থ বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করবেন?
i স্বাস্থ্যসম্মত কাঁচামাল ক্রয়
ii আধুনিক যন্ত্রপাতি ক্রয়
iii প্রতিষ্ঠানের বর্জ্য সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (গ)
১৯৯. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব?
Ο ক) সম্পদ ক্রয়ের ফলে
Ο খ) সঠিক সিদ্ধান্ত নিলে
Ο গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
Ο ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
 

সঠিক উত্তর: (গ)
২০০. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য-
i আর্থিক অবস্থা নিরূপণ
ii ফলাফল নিরূপণ করা
iii অর্থনৈতিক তথ্য পরিবেশন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 

সঠিক উত্তর: (ঘ)
২০১. ব্যবসায়ের মালিক এবং ব্যবস্থাপক হিসাব বিবরণীর মাধ্যমে কোন কাজটি সহজে করতে পারেন?
Ο ক) শ্রমিক ব্যবস্থাপনা
Ο খ) ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা
Ο গ) বিশ্লেষণ ও মূল্যায়ন
Ο ঘ) সাংগঠনিক কাজ নির্ধারণ
 

সঠিক উত্তর: (খ)
২০২. সঠিকভাবে হিসাব রাখা হলে ব্যবসায়ের নিচের কোনটি নিয়ন্ত্রণ করা সহজ হয়?
i আয় নিয়ন্ত্রণ
ii ব্যয় নিয়ন্ত্রণ
iii কর্মী নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 

সঠিক উত্তর: (খ)
২০৩. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কৌশল যে শাস্ত্রে শিক্ষা দেয় তাকে বলে-
i হিসাব সংরক্ষণ
ii লেনদেন লিপিবদ্ধকরণ
iii হিসাববিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 

সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* হিসাববিজ্ঞানের যাত্রা পাথরে বা গুহায় দাগ দিয়ে শুরু হলেও কালের বিবর্তনের ফলে প্রতিনিয়ত তা আধুনিকতার রূপ লাভ করছে। যে কোনো হিসাব মুহূর্তের মাঝেই নিরূপণ করা সম্ভব হয় এবং যে কোনো প্রয়োজনে সেই সব তথ্য ব্যবহার করা সম্ভব হয়।
২০৪. আধুনিক যুগে হিসাব সংক্রান্ত কাজ করা হয় কীভাবে?
Ο ক) ব্যাখ্যা লিখে
Ο খ) মৌখিকভাবে
Ο গ) কম্পিউটারের সাহায্যে
Ο ঘ) খাতায় লিখে
 

সঠিক উত্তর: (গ)
২০৫. আধুনিক পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা হলো-
i সময় হ্রাস
ii শ্রম লাঘব
iii দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


SHARE THIS

Author:

Previous Post
Next Post