নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান -MCQ
১ম অধ্যায় ৪র্থ পর্ব {অধ্যায় - ১ জীবন পাঠ (প্রশ্ন নং ১৫১ থেকে ২০০)}
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
যারা আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
১৫১. বেঁচে থাকার জন্য পরিবেশের উপাদানে কোন বিষয়ের মূল ভিত্তি অন্তর্নিহিত রয়েছে?
ক) কৃষিবিজ্ঞান
খ) বিবর্তন বিদ্যা
গ) পরিবেশবিজ্ঞান
ঘ) জীববিজ্ঞান
সঠিক উত্তর: (ঘ)
১৫২. জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Soil Ccience
খ) Biogography
গ) Texonomy
ঘ) Ecology
সঠিক উত্তর: (গ)
১৫৩. ICBN অনুযায়ী দ্বিপদ নামকরণের নিয়ামাবলি হলো-
i. কোন জীব প্রজাতির নাম দুটি অংশ নিয়ে গঠিত
ii. ল্যাটিন ভাষায় দ্বিপদ নাম করতে হয়
iii. দ্বিপদ নাম ডান দিকে একটু বাঁকা করে বা মোটা অক্ষরে ছাপাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৪. উদ্দীপকের উদ্ভিদগুলো কোন রাজ্যেভুক্ত-
ক) Monera
খ) Protista
গ) Fungi
ঘ) Plantee
সঠিক উত্তর: (গ)
১৫৫. ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল-
i. বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহে
ii. বিভিন্ন ধরনের ফুল সংগ্রহে
iii. বিভিন্ন জীবের শ্রেণিবিন্যাসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. Two kingdom শ্রেণিবিন্যাসের সময়কাল কোনটি?
ক) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে ঊনবিংশ শতাব্দি
খ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দি
গ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে এক বিংশ শতাব্দি
ঘ) ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে একবিংশ শতাব্দি
সঠিক উত্তর: (খ)
১৫৭. ফাইজাই জগতে অন্তর্গত হলো-
i. ঈস্ট
ii. Penicillium
iii. মাশরুম
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. নিচের কোনগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন?
ক) অক্সিজেন ও পানি
খ) শক্তি ও পানি
গ) অক্সিজেন ও শক্তি
ঘ) খাদ্য ও পানি
সঠিক উত্তর: (গ)
১৫৯. ইউক্যারিয়টের বৈশিষ্ট্য কোনটি?
ক) ক্রোমোজামের একটি
খ) অপেক্ষাকৃত জটিল
গ) প্লাস্টিড অনুপস্থিত সংখ্যা
ঘ) DNA বৃত্তাকার
সঠিক উত্তর: (খ)
১৬০. জীবের নতুন নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হয়?
ক) RNA বারকোড
খ) MRNA বারকোড
গ) DNA বারকোড
ঘ) rDNA বারকোড
সঠিক উত্তর: (গ)
১৬১. ICBN এর পূর্ণরূপ কোনটি?
ক) International Code of Botanical Name
খ) International Code of Botanical Nomenclature
গ) International Code of Botanical Nomination
ঘ) Internal Code of Botanical Nomination
সঠিক উত্তর: (খ)
১৬২. বন সম্পর্কিত শাখা কোনটি?
ক) Ecology
খ) Environmental science
গ) Forestry
ঘ) Wildlife
সঠিক উত্তর: (গ)
১৬৩. কে Monera কে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?
ক) Johann Mendel
খ) Thomas Hunt Morgan
গ) Robert Hooke
ঘ) Thomas Cavalier-Smith
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কত সালে মৃত্যু বরণ করেন?
ক) ১৭০৭
খ) ১৭৩৫
গ) ১৭৫৮
ঘ) ১৭৭৮
সঠিক উত্তর: (ক)
১৬৫. Plasmodium কী ধরনের জীব?
ক) ডিপ্লেয়েড বহুকোষী
খ) হ্যাপ্লয়েড বহুকোষী
গ) সরল বহুকোষী
ঘ) এককোষী
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. ফানজাই রাজ্যের জীবদের বৈশিষ্ট্য হলো-
i. অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী
ii. দেহ এককোষী বা মাইসেলিয়াম গঠিত
iii. নিউক্লিয়াস আদি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৭. কোন জীবটি খাদ্য শোষণ করে?
ক) জীব-১
খ) জীব-২
গ) জীব-৩
ঘ) জীব-৪
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. লিনিয়াস-বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণি ও বর্গে বিভক্ত করেছেন-
i. পুংকেশর
ii. স্ত্রীকেশর
iii. পত্রবিন্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬৯. প্রকৃতির সাথে জীবের আন্তঃ সম্পর্ক কোন শাখার আলোচ্য?
ক) Ecology
খ) Histology
গ) Evolution
ঘ) Embryology
সঠিক উত্তর: (ক)
১৭০. জীবনের সব কারণে কোষের অবদান অনস্বীকার্য, কারণ-
i. জীব কোষ হতে বিকশিত হয়
ii. জীব কোষের কার্যকলাপে বৃদ্ধি ও পূর্ণ হয়
iii. জীব কোষের মাধ্যমেই বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭১. উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হতে হবে-
ক) ICZN অনুযায়ী
খ) ICBN অনুযায়ী
গ) IMVN অনুযায়ী
ঘ) IMCB অনুযায়ী
সঠিক উত্তর: (খ)
১৭২. পরিবেশ সম্পর্কিত শাখা কোনটি?
ক) Environmental science
খ) Ecology
গ) Soil science
ঘ) Biogeography
সঠিক উত্তর: (ক)
১৭৩. উদ্ভিদ শ্রেণিবিন্যাসে বর্গ এর শেষে নিচের কোনটি যুক্ত করতে হয়?
ক) Oprida
খ) ales
গ) aceae
ঘ) phyta
সঠিক উত্তর: (খ)
১৭৪. নিচের কোনটি মৌমাছির বৈজ্ঞানিক নাম?
ক) Vibrio cholerae
খ) Apis indica
গ) Labeo rohita
ঘ) Periplaneta Americana
সঠিক উত্তর: (খ)
১৭৫. কোনটির নিউক্লিয়াস নির্দিষ্ট করা যায়?
ক) Protista
খ) Fungi
গ) Monera
ঘ) Plantae
সঠিক উত্তর: (ক)
১৭৬. প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়?
ক) Palaeontology
খ) Soil science
গ) Botany
ঘ) Zoology
সঠিক উত্তর: (ক)
১৭৭. ATP তৈরিতে সক্ষম জীবকোষ রয়েছে-
i. জীব-১ এ
ii. জীব-২ এ
iii. জীব-৩ এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৮. এ ধরনের নামকে বলা হয়-
i. বৈজ্ঞানিক নাম
ii. দ্বি-পদ নাম
iii. সাধারণ নাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭৯. প্রাণিবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তিনি এর স্বীকৃতি নিতে কোনটির অনুসরণ করবেন?
ক) ICBN এর
খ) ICZN এর
গ) IBCN এর
ঘ) INCZ এর
সঠিক উত্তর: (খ)
১৮০. নিচের কোনটি বৈজ্ঞানিক নাম?
ক) Oryza sativa
খ) Nymphea nouchali
গ) Mangifera indica
ঘ) Corcuras capsularies
সঠিক উত্তর: (গ)
১৮১. জীববিজ্ঞান কোনটির প্রাচীনতম শাখা?
ক) দর্শনের
খ) প্রকৃতি বিজ্ঞানের
গ) যু্ক্তিবিদ্যার
ঘ) সমাজবিজ্ঞানের
সঠিক উত্তর: (খ)
১৮২. বিজ্ঞানী লিনিয়াস সম্পর্কে তথ্য হলো-
i. জীবের দ্বিপদ নামকরণের প্রবর্তক
ii. তিনি ছিলেন পেশায় একজন ডাক্তার
iii. তাঁর বিখ্যাত গবেষণা পুস্তক ‘Theory of Natural Selection’
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮৩. এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়-
ক) বায়োইনফরমেটিকস দ্বারা
খ) শ্রেণিবিন্যাস দ্বারা
গ) বিবর্তনবিদ্যা দ্বারা
ঘ) জীবপরিসংখ্যান বিদ্যা দ্বারা
সঠিক উত্তর: (খ)
১৮৪. এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল বৈশিষ্ট্যধারী জীব কোন রাজ্যভুক্ত?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফাইজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (ক)
১৮৫. Parasitology-র আলোচ্য বিষয় কোনটি?
ক) পোষক ও পরজীবীর সম্পর্ক
খ) পরজীবীর জীবন প্রণালি
গ) পোষকের রোগ
ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১৮৬. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো-
i. Biochemistry
ii. Biotechnology
iii. Biogeography
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৮৭. কোনটির অবদান জীবনের সব ধাপে অনস্বীকার্য?
ক) কোষের
খ) পুষ্টি গ্রহনের
গ) পেশির
ঘ) প্রজননের
সঠিক উত্তর: (ক)
১৮৮. জীবজগতকে মোট ছয়টি রাজ্যে ভাগ করেছেন কোন বিজ্ঞানী?
ক) আর.এইচ. হুইটটেকার
খ) মারগুলিস
গ) টমাস কেভলিয়ার স্মিথ
ঘ) লিনিয়াস
সঠিক উত্তর: (গ)
১৮৯. জীবের ভৌগলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণিবিভাগ কোন শাখায় আলোচিত হয়?
ক) Geography
খ) Biogeography
গ) Ecology
ঘ) Evolution
সঠিক উত্তর: (খ)
১৯০. Bufo Melanostictus নামটিতে কয়টি ভুল আছে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
সঠিক উত্তর: (ক)
১৯১. জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কোনটি?
ক) Botany
খ) Biochemistry
গ) Biostatistics
ঘ) Biology
সঠিক উত্তর: (ঘ)
১৯২. প্রকৃতিতে বিদ্যমান পদার্থের ধরন কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
১৯৩. টমাস কেভলিয়ারের মতে Protozoa ও Chromista কোন রাজ্যের অন্তর্ভূক্ত?
ক) Plantae
খ) Monera
গ) Protista
ঘ) Animalia
সঠিক উত্তর: (গ)
১৯৪. উক্ত এ জগতভুক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক
ii. যৌন ও অযৌন জনন ঘটে
iii. ভ্রূণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৯৫. কোনটি আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ?
ক) পেনিসিলিয়াম
খ) মাশরুম
গ) স্পাইরোগাইরা
ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (গ)
১৯৬. প্রোটোজোয়া কোন জাতিভূক্ত?
ক) মনেরা
খ) প্রোটিস্টা
গ) ফানজাই
ঘ) প্লানটি
সঠিক উত্তর: (খ)
১৯৭. জীববিজ্ঞান কোনটির প্রাচীন শাখা?
ক) দর্শনের
খ) প্রকৃতি বিজ্ঞানের
গ) যুক্তিবিদ্যার
ঘ) সমাজবিজ্ঞানের
সঠিক উত্তর: (খ)
১৯৮. জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনের বর্ণনা পাওয়া যায় কোন শাখায়?
ক) শারীরবিদ্যায়
খ) হিস্টোলজিতে
গ) অঙ্গসংস্থানে
ঘ) ভ্রূণবিদ্যায়
সঠিক উত্তর: (গ)
১৯৯. কোনটি মসবর্গীয় উদ্ভিদ?
ক) Mucor
খ) Agaricus
গ) Bryum
ঘ) Pinus
সঠিক উত্তর: (গ)
২০০. জীববৈচিত্র্য গঠিত হয়-
i. জিনগত বৈচিত্র্য নিয়ে
ii. প্রজাতিগত বৈচিত্র্য নিয়ে
iii. পরিবেশগত বৈচিত্র্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)