শীর্ষস্থানীয় পোস্ট

এই সাইট মূলত জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের জন্য তৈরী; পুরো সাইটটি একবার ঘুরে দেখুন

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৫

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৫

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৫
৩য় অধ্যায় ৫ম পর্ব {অধ্যায় - ৩ বল (প্রশ্ন নং ২০১ থেকে ২৫০)}
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৪র্থ পর্ব পড়তে পারবেন-
নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৫২০১. 6 kg ভরের একটি বস্তুকে 10 ms-2 ত্বরণে গতিশীল করতে প্রয়োগকারী বল হলো –
i. 0.6 kg m-1s2
ii. 60 kg ms-2
iii. 60 N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (খ)
২০২. নিচের কোনটি স্থির বস্তু নয়?
ক) চেয়ার
খ) টেবিল
গ) পতনশীল বস্তু
ঘ) ইট
 

সঠিক উত্তর: (গ)
২০৩. দুটি চুম্বক মেরুর মাঝে কাজ করে –
i. আকর্ষণধর্মী বল
ii. বিকর্ষণধর্মী বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 
সঠিক উত্তর: (ক)
২০৪. ঘর্ষণ সর্বদা গতিকে
ক) সহজ করে
খ) সহায়তা করে
গ) বাধা দেয়
ঘ) বাড়িয়ে দেয়
 

সঠিক উত্তর: (গ)
২০৫. প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি?
ক) চিরকাল গতিশীল থাকা
খ) চিরকাল স্থির থাকা
গ) কখনও গতিশীল কখনও স্থির থাকা
ঘ) যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া
 

সঠিক উত্তর: (ঘ)
২০৬. পর্বতারোহিরা চক পাউডার ব্যবহার করেন কেন?
ক) পাহাড়ের শিলাখন্ড শক্ত থাকায়
খ) আবহাওয়া আর্দ্র থাকায়
গ) ঘর্ষণ বৃদ্ধির জন্য
ঘ) হাত ঘামে বলে
 

সঠিক উত্তর: (গ)
২০৭. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। স্থির অবস্থান থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে গতিশীল করলে কোনটি ঘটবে?
ক) ইস্পাতের সিলিন্ডারটিকে গতিশীল করতে অধিকতর বলের প্রয়োজন
খ) উভয় সিলিন্ডারকে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে
গ) কাঠের সিলিন্ডারটি গতিশীল করতে অধিক বলের প্রয়োজন
ঘ) একটি অপরটিকে ধাক্কা দিবে
 

সঠিক উত্তর: (ক)
২০৮. দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
ক) স্থিতি ঘর্ষণের কারণে
খ) পিছলানো ঘর্ষণের কারণে
গ) প্রবাহী ঘর্ষণের ফলে
ঘ) আবর্ত ঘর্ষণের ফলে
 

সঠিক উত্তর: (খ)
২০৯. গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিচের কোনটি ঘটে?
ক) টায়ারের উঁচু-নিচু খাঁজগুলো আরো সুস্পষ্ট হয়
খ) টায়ারের ঘর্ষণের পরিমাণ কমে যায়
গ) টায়ারের পৃষ্ঠ পূর্বের তুলনায় অধিকতর অসমতল হয়
ঘ) রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বেড়ে যায়
 

সঠিক উত্তর: (খ)
২১০. একটি চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হবে –
i. স্পর্শ বল
ii. অস্পর্শ বল
iii. দূরবর্তী বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২১১. বায়ুর বাঁধা কোন বলের বিপরীতে কাজ করে?
ক) সবল নিউক্লিয় বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) তাড়িতচুম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২১২. তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে বলা হয় –
ক) অয়েন্টমেন্ট
খ) পেস্ট
গ) লুব্রিকেন্ট
ঘ) প্লাজমা
 

সঠিক উত্তর: (গ)
২১৩. গাড়ি চালানোর সময় প্রথমেই ড্রাইভার ও আরোহীদের কি করা উচিত?
ক) গান শোনা
খ) DVD প্লেয়ার চালানো
গ) সিট বেল্ট বাঁধা
ঘ) মোবাইলে কথা বলা
 

সঠিক উত্তর: (গ)
২১৪. কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর কী বলে?
ক) ত্বরণ
খ) সরণ
গ) দ্রুতি
ঘ) ভরবেগ
 

সঠিক উত্তর: (ঘ)
২১৫. অস্পর্শ বল –
i. টান বল
ii. মহাকর্ষ বল
iii. তাড়িতচৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
২১৬. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে তাদেরকে কী বলে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) মহাকর্ষ বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (ক)
২১৭. গাড়ির সু বা প্যাড কিসের তৈরি?
ক) চামড়া
খ) রাবার
গ) এসবেস্টস
ঘ) কাপড়
 

সঠিক উত্তর: (গ)
২১৮. ভরবেগের একক কোনটি?
ক) kg m
খ) kg ms-1
গ) kg m2s-1
ঘ) kg ms-2
 

সঠিক উত্তর: (খ)
২১৯. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগ –
ক) সর্বদা সমান
খ) সর্বদা বেশি
গ) সর্বদা কম
ঘ) পূর্বে বেশি পরে কম
 

সঠিক উত্তর: (ক)
২২০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক) শব্দ শক্তি
খ) আলোক শক্তি
গ) তাপশক্তি
ঘ) রাসায়নিক শক্তি
 

সঠিক উত্তর: (গ)
২২১. কোনটি স্পর্শ বলের উদাহরণ?
ক) মহাকর্ষ বল
খ) অভিকর্ষ বল
গ) টান বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২২২. তড়িৎ বলের কারণে সৃষ্টি হয় –
i. ঘর্ষণ বল
ii. টান বল
iii. স্প্রিং বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২২৩. নিউটনের গতির প্রথম সূত্রটি পদার্থের কিসের ধর্ম প্রকাশ করে?
ক) ভরের
খ) বেগের
গ) ত্বরণের
ঘ) জড়তার
 

সঠিক উত্তর: (ঘ)
২২৪. যাত্রীসহ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীদের ক্ষেত্রে কী ঘটবে?
ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
গ) বাসযাত্রী ডানদিকে হেলে পড়বে
ঘ) বাসযাত্রী বামপাশে হেলে পড়বে
 

সঠিক উত্তর: (ক)
২২৫. প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে – এটি গতির –
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) জড়তার সূত্র
 

সঠিক উত্তর: (গ)
২২৬. রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
ক) ঘর্ষণ বল কম হবে
খ) ঘর্ষণ বল বেশি হবে
গ) গাড়ি সহজে থামানো যাবে
ঘ) গাড়ির গতি বেড়ে যাবে
 

সঠিক উত্তর: (ক)
২২৭. কোনো বস্তুকে টেনে নেয়া হলে কোন বল কাজ করে?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) সবল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (ক)
২২৮. অভিকর্ষ বল নিচের কোন বলটির রূপ –
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) দুর্বল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ক)
২২৯. m ভরের একটি বস্তুর F বল প্রয়োগ করায় a ত্বরণ সৃষ্টি হলে কোন সূত্রটি সঠিক?
ক) F = ma
খ) a = mF
গ) F = m/a
ঘ) a = m/F
 

সঠিক উত্তর: (ক)
২৩০. তাড়িতচৌম্বক বল –
i. আকর্ষণধর্মী
ii. বিকর্ষণধর্মী
iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৩১. টান বল কিসের উদাহরণ?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) দুর্বল নিউক্লীয় বল
ঘ) সবল নিউক্লীয় বল
 

সঠিক উত্তর: (ক)
২৩২. বলের একক নির্ধারণের জন্য সমানুপাতিক ধ্রুবকের মান কত ধরা হয়?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 1
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৩. কোন বলটি বেশি শক্তিশালী?
ক) মহাকর্ষ বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) তাড়িতচৌম্বকীয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
 

সঠিক উত্তর: (ঘ)
২৩৪. বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায়। এ ঘটনাটি ব্যাখা করা যায় –
i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
iii. মহাকর্ষ সূত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৩৫. গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কী হবে?
ক) দ্বিগুণ হবে
খ) অর্ধেক হবে
গ) চারগুণ হবে
ঘ) এক চতুর্থাংশ কমে যাবে
 

সঠিক উত্তর: (গ)
২৩৬. যে সকল বল অন্য বলের কোনো রূপ নয়, তাদের সংখ্যা কত?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ২টি
 

সঠিক উত্তর: (গ)
২৩৭. বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে যা কিছু প্রয়োগ করতে হয় তাকে কী বলে?
ক) ভর
খ) বল
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (খ)
২৩৮. । স্থির বস্তু হল –
i. কাঠের গুঁড়ি
ii. পড়ন্ত বস্তু
iii. ঘরবাড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
২৩৯. বস্তুর উপর বল প্রয়োগ করলে –
i. স্থির বস্তু গতিশীল হয়
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়
iii. গতিশীল বস্তুর দিকের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
২৪০. খেলনা গাড়িতে সংকুচিত করে সঞ্চয় করা হয় –
ক) গতিশক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) বিভব শক্তি
ঘ) স্থিতিশক্তি
 

সঠিক উত্তর: (গ)
২৪১. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা –
ক) ভরবেগ
খ) ওজন
গ) বেগ
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
২৪২. চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
ক) ঘর্ষণ বল
খ) অস্পর্শ বল
গ) নিউক্লিয় বল
ঘ) মহাকর্ষ বল
 

সঠিক উত্তর: (ক)
২৪৩. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
ক) বল
খ) ত্বরণ
গ) জড়তা
ঘ) বেগ
 

সঠিক উত্তর: (গ)
২৪৪. ঘর্ষণ বল কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (গ)
২৪৫. কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) ঘর্ষণ বল
 

সঠিক উত্তর: (খ)
২৪৬. নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
ক) জড়তা
খ) বেগ
গ) সময়
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
২৪৭. গড়ানো মার্বেলকে টোকা দিলে এটি গতিশীল হয় কেন?
ক) বেগ বৃদ্ধি পায় বলে
খ) বেগ হ্রাস পায় বলে
গ) ত্বরণ ধ্রুব থাকে বলে
ঘ) ত্বরণ হ্রাস পায় বলে
 

সঠিক উত্তর: (ক)
২৪৮. পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুটি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল ক্রিয়া করে তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) সবল নিউক্লীয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
 

সঠিক উত্তর: (গ)
২৪৯. একজন গোলকিপার 10 ms-1 বেগে একটি ফুটবল ধরল। গোলকিপার ও ফুটবলের ভর যথাক্রমে 70 kg ও 400 g হলে গোলকিপারের পশ্চাদবেগ হবে –
i. 0.057 ms-1
ii. 0.205 kmh-1
iii. 17.6 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
২৫০. গাড়ির গতি বা বেগ কেমন হওয়া প্রয়োজন?
ক) নিয়ন্ত্রণযোগ্য
খ) নিয়ন্ত্রণ অযোগ্য
গ) সামান্য
ঘ) অনেক বেশি
 

সঠিক উত্তর: (ক)

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.৩

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.৩

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.৩

৩য় অধ্যায় {অধ্যায় - ৩ পদার্থের গঠন}
(প্রশ্ন নং ১০১ হতে ১৫৯)
৩য় এবং শেষ পর্ব
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারেন-
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারেন-


Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.৩ ১০১. কমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
ক) মৌলিক
খ) যৌগিক
গ) তেজস্ক্রিয়
ঘ) নিউক্লিয়
 
সঠিক উত্তর: (গ)
১০২. রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী-
i. সৌর জগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের ন্যায় পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ
iii. পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৩. Na কীসের প্রতীক?
ক) পটাসিয়াম
খ) নাইট্রোজেন
গ) সিলভার
ঘ) সোডিয়াম
 

সঠিক উত্তর: (ঘ)
১০৪. Fr পরমাণুর N কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 8
খ) 18
গ) 32
ঘ) 50
 

সঠিক উত্তর: (গ)
১০৫. A ও B মৌল দ্বারা গঠিত যৌগটি-
i. ক্ষারীয় দ্রবণে সাদা উৎপন্ন করা যায়
ii. প্রশমন ক্রিয়ার মাধ্যমে উ৭পন্ন করা যায়
iii. আর্দ্রবিশ্লেষণ উভয়মূখী ক্রিয়া প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৬. সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8
গ) 2,8,8
ঘ) 2,8,3
 

সঠিক উত্তর: (খ)
১০৭. এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে-
i. হাইড্রোজেন থাকে 99985টি
ii. ডিউটোরিয়াম 15টি
iii. ট্রিটিয়ামের পরিমাণ অতি নগণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১০৮. বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি?
ক) এটি পরমানুসমূহের বর্ণালীরেখার ব্যাখ্যা প্রদান করতে পারে
খ) এটি হাইড্রোজেন ও এর বর্ণারী রেখোর ব্যাখা দিতে সক্ষম
গ) এটি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদানে সক্ষম
ঘ) এটি পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা প্রদানে সক্ষম
সঠিক উত্তর: (খ)

১০৯. Copper এর প্রতীক কী?
ক) Cu
খ) Co
গ) C
ঘ) Cr
 

সঠিক উত্তর: (ক)
১১০. হাইড্রোজেনের আইসোটোপ-
i. H এ নিউট্রন 1টি, প্রোটন 1টি
ii. D এ নিউট্রন 1টি, ইলেকট্রন 1টি
iii. T এ ইলেকট্রন 1টি, নিউট্রন 1টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১১১. রুডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 2,8,18,8,1
খ) 2,8,18,18,8,1
গ) 2,8,18,32,8,1
ঘ) 2,8,18,18,32,8,1
 

সঠিক উত্তর: (ক)
১১২. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক) ভর সংখ্যা
খ) নিউক্লিয়ন সংখ্যা
গ) পারমাণবিক ভর
ঘ) পারমাণবিক সংখ্যা
 

সঠিক উত্তর: (ঘ)
১১৩. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) অক্সিজেন
গ) হিলিয়াম
ঘ) হাইড্রোজেন
 

সঠিক উত্তর: (ঘ)
১১৪. সালফারের প্রতীক কোনটি?
ক) P
খ) Se
গ) S
ঘ) S8
 

সঠিক উত্তর: (গ)
১১৫. কোনটি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস?
ক) 2,8,2
খ) 2,4,2
গ) 2,8,1
ঘ) 2,2,4
 

সঠিক উত্তর: (ক)
১১৬. ইলেকট্রনের ৫ম শেলে উপস্তর সংখ্যা কয়টি?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
 

সঠিক উত্তর: (ঘ)
১১৭. আয়রনের ল্যাটিন নাম কী?
ক) লোহা
খ) ফেরাস
গ) ফেরাম
ঘ) স্টিল
 

সঠিক উত্তর: (গ)
১১৮. নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,7?
ক) F
খ) Ar
গ) CI
ঘ) O
 

সঠিক উত্তর: (গ)
১১৯. ক্রোমিয়ামের প্রতীক কী?
ক) Cu
খ) Cr
গ) C
ঘ) Co
 

সঠিক উত্তর: (খ)
১২০. কোবান্টের প্রতীক কী?
ক) CI
খ) Cd
গ) Co
ঘ) C
 

সঠিক উত্তর: (গ)
১২১. কোনটি মৌলিক কণিকা নয়?
ক) নিউট্রন
খ) প্রোটন
গ) হাইড্রোজেন অণু
ঘ) ইলেক্ট্রন
 

সঠিক উত্তর: (গ)
১২২. নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণরত পথকে কী বলা হয়?
ক) শক্তিস্তর
খ) উপশক্তিস্তর
গ) ইলেকট্রন পথ
ঘ) উপবৃত্তাকার কক্ষপথ
 

সঠিক উত্তর: (ক)
১২৩. নাইট্রোজেন অণু কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
 

সঠিক উত্তর: (খ)
১২৪. নিউট্রনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) কোন চার্জ বা আধান নেই
খ) ভর প্রোটনের ভরের দ্বিগুণ
গ) প্রতীক P
ঘ) প্রতীক e
 

সঠিক উত্তর: (ক)
১২৫. কোন মৌলের N কক্ষপথে ৮টি ইলেকট্রন বিদ্যমান?
ক) Cd
খ) Ar
গ) CI
ঘ) Kr
 

সঠিক উত্তর: (ঘ)
১২৬. আইসোটোপ সৃষ্টি হয় কোন সংখ্যার ভিন্নতার কারণে?
ক) প্রোটন
খ) ফোটন
গ) ইলেকট্রন
ঘ) নিউট্রন
 

সঠিক উত্তর: (ঘ)
১২৭. বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট-
i. একই মৌলের পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে
ii. নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের উদ্ভব হয়
iii. একই মৌলের পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কখনো পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১২৮. অক্সিজেন মৌলের পরমাণুতে একটি প্রোটন প্রবেশ করানো সম্ভব হলে এটি কোন মৌলের পরমাণুতে পরিণত হবে?
ক) কার্বণ
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ফ্লোরিন
 

সঠিক উত্তর: (ঘ)
১২৯. Na এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 11
খ) 18
গ) 20
ঘ) 23
 

সঠিক উত্তর: (ঘ)
১৩০. ওজোন গ্যাস কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
 

সঠিক উত্তর: (গ)
১৩১. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক) মৌলিক কণিকা
খ) পরমাণু
গ) অণু
ঘ) আয়ন
 

সঠিক উত্তর: (খ)
১৩২. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি?
ক) 137Cs
খ) 131I
গ) 192Ir
ঘ) 125I
 

সঠিক উত্তর: (খ)
১৩৩. দুটি পরমাণুর নিউট্রন সংখ্যা পরস্পর সমান হলে তাদেরকে কী বলা হয়?
ক) আইসোটোপ
খ) আইসোমার
গ) আইসোবার
ঘ) আইসোটোন
 

সঠিক উত্তর: (ঘ)
১৩৪. রাদারফোর্ডের পরমাণু মডেলে-
i. নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ পরমাণুর স্থিতিশীলতার কারণ
ii. পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য
iii. পরমাণুর চার্জ নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৩৫. মৌলের পারমাণবিক সংখ্যা কোনটি?
ক) নিউট্রন সংখ্যা
খ) ভর সংখ্যা
গ) প্রোটন সংখ্যা
ঘ) আধান সংখ্যা
 

সঠিক উত্তর: (গ)
১৩৬. ট্রিটিয়ামের ভরসংখ্যা কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
 

সঠিক উত্তর: (গ)
১৩৭. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-
চিত্র-পাঞ্জরী রসায়ন পৃ-৬৮
এক্ষেত্রে-
i. শক্তিস্তর তিনটি
ii. M শক্তিস্তর 2টি ইলেকট্রন আছে
iii. L শক্তিস্তরে 2টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৩৮. আয়রনের ইলেকট্রনবিন্যাস কোনটি?
ক) 2,8,16
খ) 2,8,14,2
গ) 2,8,8,6,2
ঘ) 2,8,10,6
 

সঠিক উত্তর: (খ)
১৩৯. বোরন মৌলের নামটি এসেছে কোন ভাষা থেকে?
ক) ইংরেজি
খ) ল্যাটিন
গ) স্পেনিস
ঘ) আরবী
 

সঠিক উত্তর: (ঘ)
১৪০. রাদারফোর্ড কোন পরীক্ষার দ্বারা পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পান?
ক) y কণা
খ) B কণা
গ) a কণা
ঘ) x কণা
 

সঠিক উত্তর: (গ)
১৪১. সালফিউরিক এসিডের আণবিক ভর কত?
ক) 98
খ) 100
গ) 98 গ্রাম
ঘ) 106 গ্রাম
 

সঠিক উত্তর: (ক)
১৪২. 2,8,2 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
ক) Na
খ) K
গ) Mn
ঘ) Mg
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৩. সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তারপরও কেন্দ্রে সকল প্রোটনসমূহ কীভাবে অবস্থান করে?
ক) নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে
খ) প্রোটন সমূহের মাঝে মাঝে নিউট্রন অবস্থান করে এবং নিউক্লিয় আকষর্ণধর্মী বল
গ) ইলেকট্রনসমূহ প্রোটনসমূহকে আকর্ষণ করে ফলে স্থির থাকে
ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (খ)

১৪৪. নিচের কোনটি মৌল?
ক) Na
খ) NaCI
গ) CO2
ঘ) H2O
 

সঠিক উত্তর: (ক)
১৪৫. মৌলিক কণিকা প্রোটনের ক্ষেত্রে-
i. এর আধান ধনাত্মক
ii. এর আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সমান
iii. এর আপেক্ষিক ভরকে 1 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়?
ক) আইসোমার
খ) আইসোবার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
 

সঠিক উত্তর: (গ)
১৪৭. আইসোটোনের কোনটি সমান?
ক) প্রোটন সংখ্যা
খ) নিউট্রন সংখ্যা
গ) ইলেকট্রন সংখ্যা
ঘ) ফোটন সংখ্যা
 

সঠিক উত্তর: (খ)
১৪৮. সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত?
ক) 40
খ) 40 গ্রাম
গ) 23
ঘ) 23 গ্রাম
 

সঠিক উত্তর: (ক)
১৪৯. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,1 এটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থিত?
ক) ১ম
খ) ৫ম
গ) ৭ম
ঘ) ৩য়
 

সঠিক উত্তর: (খ)
১৫০. সোডিয়ামের ল্যাটিন নাম কী?
ক) Nobedaum
খ) Natrium
গ) Kalium
ঘ) Plumbum
 

সঠিক উত্তর: (খ)
১৫১. কোনো মৌলের ভর সংখ্যা 23 হলে-
i. প্রোটন সংখ্যা 11+ নিউট্রন সংখ্যা 12
ii. প্রোটন সংখ্যা 12+ নিউট্রন সংখ্যা 13
iii. নিউক্লিয়ন সংখ্যা 23
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫২. বোর তত্বের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য-
i. প্রত্যেক পরমানুতে বিদ্যমান শক্তিস্তরকে n দ্বারা সূচীত করা হয়
ii. নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর বেশী শক্তিসম্পন্ন এবং দূরত্ব বাড়ার সাথে শক্তি কমে
iii. ইলেকট্রন শোষিত শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৩. একটি পরমাণুর কোনটি সমান?
ক) মৌলসমূহের ক্ষেত্রে কেবলমাত্র ১টি ভরসংখ্যা বিদ্যমান
খ) নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যার চেয়ে কম
গ) ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান
ঘ) নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার সমান
 

সঠিক উত্তর: (গ)
১৫৪. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক-
i. CI
ii. AI
iii. Ca
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৫৫. পরমাণুর যে কোন প্রধান শক্তিস্তরে ইলেকট্রনের ধারণক্ষমতা কত?
ক) n2
খ) 2n2
গ) 4n2
ঘ) 3n2
 

সঠিক উত্তর: (খ)
১৫৬. নিম্নোক্ত আয়নগুলোর ক্ষেত্রে-
i. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান Ca2+
ii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান AI3+
iii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান CI-
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৭। নিম্নের আয়নগুলো পর্যবেক্ষণ কর এবং ৩টি প্রশ্নের উত্তর দাও:
AI3+, Be2+, N3-, S2-
১৫৭. মোন আয়নটিতে ইলেকট্রন বিশিষ্ট সর্বাধিক শেল রয়েছে?
ক) Al3+
খ) Bl2+
গ) N3-
ঘ) S2-
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৮. কোন আয়নদ্বয় আইসোইলেকট্রনীয়?
ক) Al3+ ও Be2+
খ) Al3+ ও N3-
গ) Be2+ ও N3-
ঘ) S2- ও Al3+
 

সঠিক উত্তর:
১৫৯. Al3+ ও N3+
i. আয়নদ্বয় আইসো ইলেকট্রনীয়
ii. উভয়ই জারক
iii. যথাক্রমে 10টি ও 3টি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.২

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.২

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.২

৩য় অধ্যায় ২য় পর্ব {অধ্যায় - ৩ পদার্থের গঠন (প্রশ্ন নং ৫১ হতে ১০০)}
যারা এই অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় অধ্যায়ের ১ম পর্ব পড়তে পারেন-
  

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.২
৫১. প্রোটনের-
i. সংকেত H+
ii. আধান ঋনাত্মক
iii. ভর হাইড্রোজেনের ভরের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 
সঠিক উত্তর: (ঘ)
৫২. আয়নে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা কত?
ক) 18
খ) 19
গ) 20
ঘ) 39
 

সঠিক উত্তর: (গ)
৫৩. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী?
ক) রাদার ফোর্ড
খ) নীলস্ বোর
গ) ম্যাকস ওয়েল
ঘ) মেন্ডেলিফ
 

সঠিক উত্তর: (খ)
৫৪. স্ক্যান্ডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 3
খ) 2
গ) 8
ঘ) 14
 

সঠিক উত্তর: (খ)
৫৫. দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) K
ঘ) L
 

সঠিক উত্তর: (ঘ)
৫৬. H- এর আইসোটোপসমূহ হচ্ছে-
i. হাইড্রোজেন
ii. ডিউটোরিয়াম
iii. ট্রিটিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৭. বিজ্ঞানী বোর পরমাণুর নতুন গঠন প্রদান করেন এ মতবাদ অনুযায়ী-
i. ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতিপয় বৃত্তাকার পথে পরিক্রমন করে
ii. কক্ষপথে অবস্থান কালে ইলেকট্রনসমূহ শক্তি শোষণ বা বিকিরণ করে না
iii. ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৫৮. Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8,14
গ) 2,8,14,2
ঘ) 2,8,8
 

সঠিক উত্তর: (খ)
৫৯. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক কোনটি?
ক) Pb
খ) Mn
গ) CI
ঘ) Co
 

সঠিক উত্তর: (ঘ)
৬০. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
ক) 12C
খ) 13C
গ) 14C
ঘ) 16C
 

সঠিক উত্তর: (গ)
৬১. অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 18
ঘ) 32
 

সঠিক উত্তর: (খ)
৬২. ইলেকট্রনসমূহ যে পথে ভ্রমণ করে থাকে তাকে কী বলে?
ক) ইলেকট্রন পথ
খ) শক্তিস্তর
গ) কুণ্ডলিত পথ
ঘ) পথ
 

সঠিক উত্তর: (খ)
৬৩. Fe2+ আয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) 26টি প্রোটন ও 28টি ইলেকট্রন
খ) 28টি প্রোটন ও 26টি ইলেকট্রন
গ) 26টি প্রোটন ও 24টি ইলেকট্রন
ঘ) 24টি প্রোটন ও 26টি ইলেকট্রন
 

সঠিক উত্তর: (গ)
৬৪. কোন মৌলের পরমাণুতে X সংখ্যক প্রোটন, Y সংখ্যক ইলেকট্রন ও Z সংখ্যক নিউট্রন বিদ্যমান হলে ঐ মৌলের ভর সংখ্যা কতটি?
ক) x+y
খ) x+z
গ) y+z
ঘ) x+y+z
 

সঠিক উত্তর: (খ)
৬৫. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং ভর সংখ্যা 27 হলে এর নিউট্রন সংখ্যা কতটি?
ক) 40
খ) 14
গ) 13
ঘ) 15
 

সঠিক উত্তর: (খ)
৬৬. নিয়নের নিউক্লিয়াসের কয়টি প্লোটন থাকে?
ক) 2
খ) 10
গ) 18
ঘ) 36
 

সঠিক উত্তর: (খ)
৬৭. তেজস্ক্রিয় আইসোটোপের বৈশিষ্ট্য কোনটি?
ক) x-ray বিকিরণ
খ) y-রশ্মি বিকিরণ
গ) রঞ্জন রশ্মি বিকিরণ
ঘ) অতিবেগুনী রশ্মি বিকিরণ
 

সঠিক উত্তর: (খ)
৬৮. নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর কতভাগ?
ক) এক লক্ষ ভাগের এক ভাগ
খ) এক কোটি ভাগের একভাগ
গ) এক হাজার ভাগের একভাগ
ঘ) দশ লক্ষ ভাগের এক ভাগ
 

সঠিক উত্তর: (ক)
৬৯. রাদারফোর্ডের পরমাণু মডেলের উক্তি কোনটি?
ক) পরমাণুর কেন্দ্র বিদ্যুৎ নিরপেক্ষ
খ) সৌরজগতের ন্যায় পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট
গ) পরমাণুর ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর নগণ্য
ঘ) নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধান নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে
 

সঠিক উত্তর: (ঘ)
৭০. গাইগার কাউন্টারে কোনটি ব্যবহৃত হয়?
ক) 30P
খ) 31P
গ) 32P
ঘ) 33P
 

সঠিক উত্তর: (গ)
৭১. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) হিলিয়াম
গ) হাইড্রোজেন
ঘ) ডিউটেরিয়াম
 

সঠিক উত্তর: (গ)
৭২. ল্যাটিন নাম থেকে সৃষ্ট প্রতীক-
i. Na
ii. Ca
iii. Cu
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
৭৩. M বা তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তরের বিন্যাস কোনটি?
ক) 2s,2p,3d
খ) 3s,3p,3f
গ) 3s,3p,3d
ঘ) Ms,Mp,Md
 

সঠিক উত্তর: (গ)
৭৪. একটি ক্ষারকীয় মৌল Z এর পারমাণবিক সংখ্যা 57 হলে উহার N শেলে কতটি ইলেকট্রন থাকে?
ক) 2
খ) 8
গ) 18
ঘ) 32
 

সঠিক উত্তর: (গ)
৭৫. এক ফোঁটা পানি উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দিলে কী ঘটে?
ক) শুকিয়ে সাদা পাউডারে পরিণত হয়
খ) ফুটতে থাকে
গ) পানির বন্ধন উত্তাপে বিয়োজিত হয়ে পরমাণুতে পরিণত হয়
ঘ) পানির অণুগুলো বিভক্ত হয়ে ছড়িয়ে যায়
 

সঠিক উত্তর: (ঘ)
৭৬. 21Sc এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,9,2
খ) 2,8,9,3
গ) 2,8,10,1
ঘ) 2,8,11
 

সঠিক উত্তর: (ক)
৭৭. আইসোটোপ সমূহের-
i. পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন
ii. রাসায়নিক ধর্ম একই
iii. একই মৌলের পরমাণু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৭৮. পরমাণুর সকল ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?
ক) নিউক্লিয়াসে
খ) প্লোটনে
গ) ইলেকট্রনে
ঘ) নিউট্রনে
 

সঠিক উত্তর: (ক)
৭৯. ইংরেজি প্রতীক কোনটি?
ক) Na
খ) Ca
গ) Pb
ঘ) Cu
 

সঠিক উত্তর: (খ)
৮০. প্রকৃতিতে পাওয়া যায় এমন আইসোটোপ হচ্ছে-
i. 14C
ii. 130Te
iii. 120N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৮১. N শেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি?
ক) 32
খ) 18
গ) 8
ঘ) 2
 

সঠিক উত্তর: (ক)
৮২. পারমাণবিক সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) A
ঘ) Z
 

সঠিক উত্তর: (ঘ)
৮৩. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
ক) 238Pu
খ) 12P
গ) 99Tc
ঘ) 50Co
 

সঠিক উত্তর: (খ)
৮৪. সোনার পারমাণবিক সংখ্যা কত?
ক) 89
খ) 69
গ) 59
ঘ) 79
 

সঠিক উত্তর: (ঘ)
৮৫. দেহের হাড় বেড়ে যাওয়া এবং ব্যাথার স্থান নির্ধারণে ব্যবহৃত হয়:
i. 99mTc
ii. 153Sm
iii. 89Sr
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৮৬. O2 এর আণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 20
ঘ) 32
 

সঠিক উত্তর: (ঘ)
৮৭. রাদারফোর্ডের পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন?
ক) বিটা কণা বিচ্ছুরণ
খ) a-কণা বিচ্ছুরণ
গ) y-রশ্মি বিকিরণ
ঘ) Uv-রশ্মি বিচ্ছুরণ
 

সঠিক উত্তর: (খ)
৮৮. স্বাভাবিক অবস্থায় পরমাণুর স্থায়ী কণিকার ক্ষেত্রে কোনটি সত্য?
ক) প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
গ) নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা সমান
ঘ) প্রোটনের ও ইলেকট্রনের সংখ্যা ভিন্ন
 

সঠিক উত্তর: (ক)
৮৯. 2,8,18,8 ইলকট্রন বিন্যাস কোনটির?
ক) আর্গন
খ) ক্রিপ্টন
গ) রেডন
ঘ) নিয়ন
 

সঠিক উত্তর: (খ)
৯০. H2SO4 এর আণবিক ভর কত?
ক) 32
খ) 64
গ) 90
ঘ) 98
 

সঠিক উত্তর: (ঘ)
৯১. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে?
ক) N শেলে
খ) M শেলে
গ) L শেলে
ঘ) K শেলে
 

সঠিক উত্তর: (ক)
৯২. নিউক্লিয়াসের ব্যাস কত?
ক) 108cm
খ) 1010cm
গ) 10-10cm
ঘ) 10-15cm
 

সঠিক উত্তর: (ঘ)
৯৩. খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়-
i. y-রশ্মি
ii. 60Co
iii. C-14
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৯৪. কে ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক
খ) থমসন
গ) বাদার ফোর্ড
ঘ) অ্যাভোগেড্রো
 

সঠিক উত্তর: (খ)
৯৫. পরমানুর কেন্দ্রে কোনটি আছে?
ক) ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণা
খ) শক্তিস্তর
গ) কেন্দ্রমুখী বল
ঘ) কেন্দ্রাতিগ বল
 

সঠিক উত্তর: (ক)
৯৬. প্রদত্ত মৌলদ্বয় পরস্পরের কী?
ক) আইসোটোপ
খ) আইসোটোন
গ) আইসোবার
ঘ) আইসোমার
 

সঠিক উত্তর: (ক)
৯৭. উদ্দীপকের পরমাণুর আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন
ii. উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান
iii. উভয় মৌলের নিউট্রন সংখ্যা অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
৯৮. নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) ২,৩
খ) ২,৫
গ) ২,৭
ঘ) ২,৮
 

সঠিক উত্তর: (খ)
৯৯. ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 বিশিষ্ট মৌলের পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
ক) চতুর্থ পর্যায়ে IIA গ্রুপে
খ) পঞ্চম পর্যায়ে IIA গ্রুপে
গ) তৃতীয় পর্যায়ে IIA গ্রুপে
ঘ) ষষ্ঠ পর্যায়ে IIA গ্রুপে
 

সঠিক উত্তর: (খ)
১০০. কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) আয়ন
 

সঠিক উত্তর: (খ)


Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৪

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৪

নবম-দশম শ্রেণির পদার্থ-MCQ-৩.৪
৩য় অধ্যায় ৪র্থ পর্ব {অধ্যায় - ৩ বল (প্রশ্ন নং ১৫১ থেকে ২০০)}


যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ১ম পর্ব পড়তে পারবেন-

যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ২য় পর্ব পড়তে পারবেন-
যারা ৩য় অধ্যায়ের আগের পর্ব পড়েন নাই তারা এখানে ক্লিক করে ৩য় পর্ব পড়তে পারবেন-

Physics MCQ for S.S.C- পদার্থ মডেল - ৩.৪
১৫১. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
ক) বলের ঘাত
খ) ত্বরণ
গ) সুষম বেগ
ঘ) মন্দন
 

সঠিক উত্তর: (ক)
১৫২. একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। এটির উপর কোন ধরনের বল কাজ করে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ঘর্ষণ বল
ঘ) টান বল
 

সঠিক উত্তর: (ক)
১৫৩. চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে –
ক) গতি
খ) বেগ
গ) ভর
ঘ) ব্রেক
 

সঠিক উত্তর: (ঘ)
১৫৪. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কী হবে?
ক) ভর যত কম হবে, ত্বরণ তত বেশি হবে
খ) ভর যত কম হবে, ত্বরণ তত কম হবে
গ) ভর যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে
ঘ) ভরের সমান ত্বরণ হবে
 

সঠিক উত্তর: (ক)
১৫৫. একটি ক্রিকেট ম্যাচের একজন ব্যাটসম্যান সজোরে বলটিকে ব্যাট দ্বারা 20 ms-1 বেগে আঘাত করায় 100 m দূরে একজন খেলোয়াড়ের নিকট এসে থেমে গেল। বলটির ভর 150 g মাঠে বাধাদানকারী বলের মান হলো –
i. 0.3 kg ms-2
ii. 0.3 N
iii. 300 N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৫৬. একটি আম গাছের আম এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল হল –
ক) টাম বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) তড়িৎ বল
 

সঠিক উত্তর: (গ)
১৫৭. তাড়িতচৌম্বক বলের ক্ষেত্রে –
i. এর পাল্লা অসীম
ii. আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই হতে পারে
iii. এ বলের ক্ষেত্রে শুধু আকর্ষণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৫৮. বস্তুর জড়তার ক্ষেত্রে –
i. এটি তিন ধরনের হয়
ii. স্থিতি জড়তার ক্ষেত্রে বস্তু সর্বদা স্থির থাকতে চায়
iii. বাহ্যিক বল জড়তার বিপরীতে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫৯. প্রকৃতিতে কয়টি মৌলিক বল বিদ্যমান?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
 

সঠিক উত্তর: (গ)
১৬০. 5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে –
ক) 12 ms-2
খ) 8 ms-2
গ) 13 ms-2
ঘ) 10 ms-2
 

সঠিক উত্তর: (ঘ)
১৬১. কোনটি মৌলিক বলের রূপ?
ক) সবল নিউক্লিয় বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) সাম্য বল
 

সঠিক উত্তর: (ঘ)
১৬২. ‘প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’ – এটা নিউটনের গতির কোন সূত্রের বিবৃতি?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) প্রথম ও দ্বিতীয় সূত্র
 

সঠিক উত্তর: (গ)
১৬৩. মৌলিক বল –
i. স্বাধীন বল
ii. অন্য বলের রূপ
iii. মূল বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৬৪. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময়ব্যাপী ক্রিয়া করলে পাওয়া যাবে –
i. 10 ms-1 ত্বরণ
ii. ভরবেগের পরিবর্তন 20 kg ms-1
iii. 2 ms-1 বেগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৬৫. সাম্য বলগুলোর লব্ধির মান কত?
ক) শূন্য
খ) এক
গ) দুই
ঘ) চার
 

সঠিক উত্তর: (ক)
১৬৬. ঘর্ষণকে কী বলা হয়?
ক) অপশক্তি
খ) প্রয়োজনীয় উপদ্রব
গ) ক্ষতিকর বিষয়
ঘ) জীবনের অপর নাম
 

সঠিক উত্তর: (খ)
১৬৭. বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
ক) সাইকেলের টায়ারে
খ) সাইকেলের পাম্পারে
গ) সাইকেলের চাকায়
ঘ) সাইকেলের ব্রেকে
 

সঠিক উত্তর: (গ)
১৬৮. স্পর্শ বল হল –
i. টান বল
ii. অভিকর্ষ বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৬৯. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ?
ক) রাস্তা মসৃণ এবং গাড়ির চাকা মসৃণ
খ) রাস্তা অমসৃণ কিন্তু গাড়ির চাকা মসৃণ
গ) রাস্তা মসৃণ কিন্তু গাড়ির চাকা অমসৃণ
ঘ) রাস্তা এবং গাড়ির চাকা উভয়ই অমসৃণ
 

সঠিক উত্তর: (ঘ)
১৭০. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপরের অংশ স্থির থাকতে চায় কেন?
ক) বলের জন্য
খ) ভরের জন্য
গ) গতি জড়তার জন্য
ঘ) স্থিতি জড়তার জন্য
 

সঠিক উত্তর: (ঘ)
১৭১. ঘর্ষণ বলের বৈশিষ্ট্য কোনটি?
ক) গতির দিকে ক্রিয়া করে
খ) গতির বিপরীত দিকে ক্রিয়া করে
গ) গতি বৃদ্ধি করে
ঘ) গতির উপর প্রভাব নেই
 

সঠিক উত্তর: (খ)
১৭২. জুতার তলে খাঁজ থাকার ফলে কোন সুবিধাটি হয়?
ক) জুতা দেখতে দৃষ্টি নন্দন হয়
খ) জুতার ওজন কম হয়
গ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি পায়
ঘ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল কমে যায়
 

সঠিক উত্তর: (গ)
১৭৩. ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালকের –
ক) নাগরিক দায়িত্ব
খ) পারিবারিক দায়িত্ব
গ) ব্যবসায়িক দায়িত্ব
ঘ) সামাজিক দায়িত্ব
 

সঠিক উত্তর: (ক)
১৭৪. ঘর্ষণ কয় প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
 

সঠিক উত্তর: (গ)
১৭৫. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের ক্ষেত্রে –
i. ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে
ii. ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে
iii. ভরের সমান ত্বরণ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৭৬. একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে। এক্ষেত্রে শর্ত হলো –
i. বেগ শূন্য হওয়া
ii. সরণ শূন্য হওয়া
iii. ত্বরণ শূন্য হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৭৭. যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তাকে কী বলে?
ক) বল
খ) ওজন
গ) ভর
ঘ) ত্বরণ
 

সঠিক উত্তর: (ক)
১৭৮. ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাতের ফলে এটি গতির কি পরিবর্তন করে কেন?
ক) বেগের মান পরিবর্তিত হওয়ায়
খ) বেগের দিক পরিবর্তিত হওয়ায়
গ) বেগের মান ও দিক উভয়ই পরিবর্তিত হওয়ায়
ঘ) বেগের মান অপরিবর্তিত থাকায়
 

সঠিক উত্তর: (গ)
১৭৯. বলের গুণগত সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
 

সঠিক উত্তর: (ক)
১৮০. একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে বলে –
ক) স্পর্শ বল
খ) ঘর্ষণ বল
গ) অস্পর্শ বল
ঘ) অসাম্য বল
 

সঠিক উত্তর: (খ)
১৮১. আহিত কতগুলো কণা গতিশীল হলে তাদের মধ্যে কোন প্রকারের বল কাজ করে?
ক) অসাম্য বল
খ) স্পর্শ বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) চৌম্বক বল
 

সঠিক উত্তর: (ঘ)
১৮২. মহাকর্ষ বল –
i. এর পাল্লা অসীম
ii. তুলনামূলকভাবে দুর্বলতম বল
iii. দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৮৩. একজন লোক 50 N বল দ্বারা একটি 20 kg ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
ক) 1.3 ms-2
খ) 2.5 ms-2
গ) 3.5 ms-2
ঘ) 4.5 ms-2
 

সঠিক উত্তর: (খ)
১৮৪. নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মূখ্য ভূমিকা পালন করে?
ক) ভর
খ) গতি
গ) ঘর্ষণ
ঘ) ওজন
 

সঠিক উত্তর: (খ)
১৮৫. বলের একক কী?
ক) মিটার (m)
খ) নিউটন (N)
গ) কিলোগ্রাম (kg)
ঘ) ডিগ্রি (0)
 

সঠিক উত্তর: (খ)
১৮৬. দুর্বল নিউক্লিয় বল –
i. স্বল্প পাল্লার
ii. স্বল্প মানের
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৮৭. বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
ক) মহাকর্ষ
খ) টান
গ) ঘর্ষণ
ঘ) তাড়িত চৌম্বক
 

সঠিক উত্তর: (ক)
১৮৮. গতি জড়তা হচ্ছে –
i. চলন্ত বাসে অবস্থান
ii. মহাশূন্যে নিক্ষিপ্ত বস্তু
iii. স্থির ট্রাক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৮৯. গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় –
ক) বল
খ) গতি জড়তা
গ) গতি
ঘ) স্থিতি জড়তা
 

সঠিক উত্তর: (খ)
১৯০. ঘর্ষণ বল কাজ করে –
ক) গতির দিকে
খ) গতির বিপরীতে
গ) গতির সমান্তরালে
ঘ) গতির উপর লম্বভাবে
 

সঠিক উত্তর: (খ)
১৯১. নিউটনের গতির কোন সূত্রটি বলের গুণগত ধারণা দেয়?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) সবকটি
 

সঠিক উত্তর: (ক)
১৯২. আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই কেন?
ক) স্পর্শ বলের কারণে
খ) অস্পর্শ বলের কারণে
গ) ঘর্ষণ বলের প্রভাবে
ঘ) প্রতিক্রিয়া বলের প্রভাবে
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৩. একটি বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে?
ক) যখন বস্তুটিতে g ত্বরণ থাকবে
খ) যখন বস্তুটিতে ত্বরণ থাকবে না
গ) যখন বস্তুটিতে বেগ থাকবে
ঘ) যখন বস্তুটি সুষম ত্বরণে চলতে থাকবে
 

সঠিক উত্তর: (খ)
১৯৪. নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে –
i. কোনো বস্তুতে যা ত্বরণ সৃষ্টি করে তাই হলো বল
ii. কোনো বস্তুর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের বর্গের সমানুপাতিক
iii. বল হচ্ছে বস্তুর ভর ও ত্বরণের গুণফল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)
১৯৫. 50 kg ভরের একটি স্থির বস্তুর 100 N একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। এ সময় শেষে বস্তুটির বেগ কত হবে?
ক) 1.5 ms-1
খ) 2 ms-1
গ) 3 ms-1
ঘ) 4 ms-1
 

সঠিক উত্তর: (ঘ)
১৯৬. কোন বলের প্রভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
ক) ক্রিয়া
খ) প্রতিক্রিয়া
গ) পিছলানো ঘর্ষণ
ঘ) কোনোটিই নয়
 

সঠিক উত্তর: (খ)
১৯৭. ভর কিসের পরিমাপ?
ক) বল
খ) ত্বরণ
গ) জড়তা
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (গ)
১৯৮. নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় –
i. দূরত্ব
ii. জড়তা
iii. বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৯৯. ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে –
ক) একই বস্তুর উপর
খ) দুটি ভিন্ন বস্তুর উপর
গ) উপরের কোনটিই নয়
ঘ) উপরের দুটোই
 

সঠিক উত্তর: (খ)
২০০. ভরবেগের সাথে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?
ক) প্রথম সূত্র
খ) জড়তার সূত্র
গ) দ্বিতীয় সূত্র
ঘ) তৃতীয় সূত্র
 

সঠিক উত্তর: (গ)

 
Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.১

Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.১

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.১

৩য় অধ্যায় ১ম পর্ব {অধ্যায় - ৩ পদার্থের গঠন (প্রশ্ন নং ০১ হতে ৫০)}
Chemistry MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ৩.১  
১. নিচের কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান? 
ক) Ca2+
খ) AI3+
গ) F-
ঘ) Mg2+
 
সঠিক উত্তর: (ক)
২. প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীকের উদাহরণ কোনটি?
ক) AI
খ) Br
গ) CI
ঘ) Na
 

সঠিক উত্তর: (গ)
৩. ভর সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
ক) Z
খ) B
গ) A
ঘ) M
 

সঠিক উত্তর: (গ)
৪. কোনটি ল্যাটিন নাম থেকে প্রতীক নেয়া?
ক) Na
খ) Ca
গ) Mg
ঘ) AI
 

সঠিক উত্তর: (ক)
৫. ক্যালসিয়ামের কোন শক্তিস্তরে 2টি ইলেকট্রন থাকে?
ক) K ও L
খ) L ও M
গ) M ও N
ঘ) K ও N
 

সঠিক উত্তর: (ঘ)
৬. কোন মৌলের পরমাণুতে a টি প্রোটন, b টি ইলেকট্রন ও c টি নিউট্রন বিদ্যমান। ঐ মৌলের পরমানুর ভর সংখ্যা কত?
ক) a+b
খ) a+c
গ) b+c
ঘ) a+b+c
 

সঠিক উত্তর: (খ)
৭. S2-আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,6
খ) 2,8,8
গ) 2,8,14,2
ঘ) 2,8,8
 

সঠিক উত্তর: (খ)
৮. প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক-
i. CI
ii. Zn
iii. Br
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৯. প্রথম শেলের ক্ষেত্রে-
i. ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি
ii. K দ্বারা সূচিত করা হয়
iii. ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
১০. রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা হলো-
i. এ মডেলে বর্ণালী গঠনের ব্যাখ্যা আছে
ii. একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের পরিক্রমন কৌশল এ মডেলে নেই
iii. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোন সুনির্দিষ্ট ধারণা নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
১১. বোর মডেলে কোনটি বলা হয়েছে?
ক) ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে স্থায়ীভাবে অবস্থান করে
খ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়
গ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শৌষণ করে উচ্চ শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
ঘ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তরে উপনীত হয়
সঠিক উত্তর: (খ)

১২. কোন শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
 

সঠিক উত্তর: (গ)
১৩. পরমাণুর f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
ক) 6
খ) 14
গ) 10
ঘ) 2
 

সঠিক উত্তর: (খ)
১৪. তিন বর্ণের প্রতীক-
i. Uus
ii. uln
iii. Uup
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৫. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে-
i. পরমাণুর নিউক্লিয়াস সকল ভর বহন করে
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ এতে সমানসংখ্যক ইলেকট্রন ও নিউট্রন আছে
iii. ইলেকট্রনসমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
১৬. ডাল্টনের পরমাণুবাদ-
i. আধুনিক রসায়নের ভিত্তি
ii. পরমাণুসমূহ বিভাজ্য নয়
iii. যে সূক্ষ্মকণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
১৭. হাইড্রোজেনের আইসোটোপ-
i. হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন
ii. অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট
iii. ট্রিটিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)
১৮. একটি মৌলের পারমাণবিক সংখ্যা 38। পর্যায় সারাণীতে তার অবস্থান কোথায়?
ক) ৫ম পর্যায়ে IA শ্রেণীতে
খ) ৫ম পর্যায়ে IIA শ্রেণীতে
গ) ৫ম পর্যায়ে AI শ্রেণীতে
ঘ) ৫ম পর্যায়ে IIIA শ্রেণীতে
 

সঠিক উত্তর: (খ)
১৯. 2,8,18,8 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ে ও শ্রেণীতে অবস্থিত?
ক) পর্যায় 3, গ্রুপ IIA
খ) পর্যায় 3, গ্রুপ 0
গ) পর্যায় 4, গ্রুপIIA
ঘ) পর্যায়ে 4, গ্রুপ 0
 

সঠিক উত্তর: (ঘ)
২০. পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কতটি?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
 

সঠিক উত্তর: (খ)
২১. রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
ক) 1912
খ) 1913
গ) 1911
ঘ) 1910
 

সঠিক উত্তর: (গ)
২২. ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
ক) 1:2
খ) 2:1
গ) 1:1
ঘ) 2:3
 

সঠিক উত্তর: (গ)
২৩. এর নিউক্লিয়ন সংখ্যা কত?
ক) 92
খ) 143
গ) 235
ঘ) 327
 

সঠিক উত্তর: (গ)
২৪. কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) 131I
খ) 125I
গ) 32P
ঘ) 153Sm
 

সঠিক উত্তর: (গ)
২৫. একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে কতগুণ হালকা?
ক) 1839
খ) 1819
গ) 1840
ঘ) 1901
 

 সঠিক উত্তর: (গ)
২৬. ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন আছে?
ক) 8 টি
খ) 12 টি
গ) 14 টি
ঘ) 17 টি
 

সঠিক উত্তর: (ঘ)
২৭. হাঁড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়?
ক) 60Co
খ) 99Tc
গ) 125I
ঘ) 87Sr
 

সঠিক উত্তর: (খ)
২৮. Lead প্রতীক কী?
ক) Ld
খ) Le
গ) Pb 

ঘ) Pm
 

সঠিক উত্তর: (গ)
২৯. খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা?
ক) 60Cr
খ) 60Co
গ) 32P
ঘ) 235U
 

সঠিক উত্তর: (খ)
৩০. ডাল্টনের পরমাণুবাদ-
i. আধুনিক রসায়নের ভিত্তি
ii. অনুসারে পরমাণুসমূহ বিভাজ্য নয়
iii. অনুসারে সূক্ষ্মকণা দ্বারা গঠিত পরমাণু মৌলিক কণিকা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৩১. কোনটি Na+ এর ইলেকট্রন বিন্যাস?
ক) 2,8,1
খ) 2,8,2
গ) 2,8
ঘ) 2,8,7
 

সঠিক উত্তর: (গ)
৩২. Ununbiun এর প্রতীক কী?
ক) Ulun
খ) Unn
গ) Unb
ঘ) Uub
 

সঠিক উত্তর: (ঘ)
৩৩. কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 12 হলে
i. প্রোটন সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
ii. পারমাণবিক সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
iii. প্রোটন সংখ্যা 9+ নিউট্রন সংখ্যা 3
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ক)
৩৪. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) নিউক্লিয়াস
 

সঠিক উত্তর: (গ)
৩৫. ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত?
ক) 100
খ) 106
গ) 110
ঘ) 120
 

সঠিক উত্তর: (ক)
৩৬. K(19) এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,8,1
খ) 2,8,7,2
গ) 2,7,7,3
ঘ) 2,8,80,1
 

সঠিক উত্তর: (ক)
৩৭. Kalium কীসের ল্যাটিন নাম?
ক) কপার
খ) সোডিয়াম
গ) ফোবিয়াম
ঘ) পটাসিয়াম
 

সঠিক উত্তর: (ঘ)
৩৮. উল্লিখিত মৌল দ্বারা কোন যৌগটির গঠন সম্ভব?
ক) MgBr2
খ) MgCI2
গ) NaF
ঘ) AICI3
 

সঠিক উত্তর: (ঘ)
৩৯. রাদারফোর্ড পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন?
ক) নিউট্রন
খ) মৌলিক কেন্দ্র
গ) নিউক্লিয়াস
ঘ) ভরকেন্দ্র
 

সঠিক উত্তর: (গ)
৪০. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন-
i. নিউট্রনের সমষ্টি হলো নিউক্লিয়ন সংখ্যা
ii. সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা
iii. নিউট্রনের ভরকে বলে পারমাণবিক ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (গ)
৪১. বোর মডেলের উক্তি কোনটি?
ক) নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান
খ) নিউক্লিয়াসের চারদিকে প্রোটনসমূহের অবস্থান
গ) পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
ঘ) পরমাণু চার্জ নিরপেক্ষ
 

সঠিক উত্তর: (ক)
৪২. Ne এর পারমাণবিক সংখ্যা কত?
ক) g
খ) 10
গ) 18
ঘ) 20
 

সঠিক উত্তর: (খ)
৪৩. সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কী বোঝায়?
ক) এর পরমানুতে 1 টি ইলেকট্রন আছে
খ) এর নিউক্লিয়াসে 11 টি প্রোটন আছে
গ) এর পরমাণুতে 11 টি নিউট্রন আছে
ঘ) এর পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা 11
 

সঠিক উত্তর: (ক)
৪৪. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ধারণা প্রদান করেন কে?
ক) ডাল্টন
খ) বোর
গ) রাদার ফোর্ড
ঘ) থমসন
 

সঠিক উত্তর: (গ)
৪৫. নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) 1311
খ) 32P
গ) 125I
ঘ) 153Sm
 

সঠিক উত্তর: (গ)
৪৬. পরমাণুর ধনাত্মক কণিকা কোনটি?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) নিউট্রন
ঘ) নিউক্লিয়াস
 

সঠিক উত্তর: (ক)
৪৭. গাইগার কাউন্টার ব্যবহৃত হয়-
i. তেজস্ক্রিয় আইসোটোপের কাউন্ট করতে
ii. আইসোটোপের পরিমাণ নির্ণয়ে
iii. উদ্ভিদে 32p এর ব্যবহার কৌশল জানতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (খ)
৪৮. HNO3 এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক) 16
খ) 32
গ) 63
ঘ) 67
 

সঠিক উত্তর: (গ)
৪৯. প্রোটনের সংকেত- i. H+ ii. P iii. P+ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 
সঠিক উত্তর: (ক)
৫০. পারমাণবিক সংখ্যা-
i. প্রোটন সংখ্যা সমান
ii. Z দ্বারা প্রকাশ করা হয়
iii. হচ্ছে মৌলের মৌলিক ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
 

সঠিক উত্তর: (ঘ)